পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰঙ্গী-ন, কা: ১২৮২৷ পলাশির যুদ্ধ। >- تعیین میم ৩২৩ } নবআবিষ্কৃত আমেরিকা দেশে, কিম্ব আফ্রিকার মৃগতৃষ্ণিকায়, ঐশ্বৰ্য্যশালিনী পূরব প্রদেশে, ইংলণ্ডের কীৰ্ত্তি না আছে কোথায় ? পূরব পশ্চিম গায় সমুদয়, “জয় জয় জয় ব্রিটিসের জর ” সম্পদ সাহস ;সঙ্গী তরবার ; সমুদ্র বাহন ; নক্ষত্ৰ কাণ্ডারী ; ভরসা কেবল শক্তি আপনার ; শয্যা রণক্ষেত্র; ঈষা ত্রাণকারী । বজ্রাগ্নি জিনিয়া আমাদের গতি, দাবানলসম বিক্রম বিস্তার ; - আছে কোন দুর্গ? কোন অৰ্দ্ৰিপতি? কোন নদ নদী, ভীম পারাবার? গুনিয়া সভায় কম্পিত না হয়, * জয় জয় জয় ব্রিটিসের জয় ?” আকাশের তলে এমন কি আছে, ডরে যারে বীর ব্রিটিসতনয় ? কেবল ব্রিটিসললনার কাছে, সে বীরহদয় মানে পরাজয়; বীরবিনোদিনী সেই বামাগণে, • স্মরিয়া অন্তরে ; চল রণে তবে ; হায়! কিবা সুখ উপজিবে মনে, শুনে রণবার্তা বামাগণে যবে, গাবে বামাকণ্ঠ-স্বর করি লয়, “জয় জয় জয় ব্রিটিসের জয়।” অতএব সবে অভয় অস্তরে, চীত হয়ে পড়ে দাও দাড়ে টান, ব্রিটনিয়াপুত্র রণে নাই ডরে, খেলার সামগ্ৰী বন্দুক কামান ; ব্রিটিসের নামে ফিরে সিন্ধুগতি, বিক্ষিপ্ত অশনি অৰ্দ্ধপথে রয় ; কিছর দুৰ্ব্বল যবনভূপতি, অবশ্য সমরে হবে পরাজয় ; গাবে বঙ্গসিন্ধু, গাবে হিমালয়, . * জয় জয় জয় ব্রিটিসের জয় ।” তৃতীয় সর্গের আরম্ভে সিরাজদ্দৌলার শিবিরে নৃত্য গীতের ধূম পড়িয়াগিয়াছে। এমত সময়ে,সহস,ইংরেজের বজ গর্জিয়া উঠিল । পুনশ্চ, বাইরণ কৃত,ওয়াটালুর যুদ্ধের পূর্বরাত্রি বর্ণনা স্মরণ পড়ে— “There was a sound of revelry by night” &c. নিম্নলিখিত গায়িকার বর্ণনাও বাই بحس-6 itة) اي iة ICة বাণী-বীণা-বিনিন্দিত স্বর মধুময় বহিছে কঁপিায়ে রক্ত অধরযুগল ; বহিতেছে সুশীতল বসন্তমলয় চুদ্ধি পারিজাত যেন, মাথি পরিমল । বিলাসবিলোল যুগ্ম নেত্রনীলোৎপল বাসনা-সলিলে, মরি, ভাসিছে কেবল ! | তোপের শব্দে নৃত্যগীত ভাঙ্গিয়া গেল —সিরাজদৌল ভবিতব্য চিন্তায় নিমগ্ন ! হইলেম । তাহার উক্তিগুলিতে, তাহার ! স্বার্থপর, অধ্যবসায়বিহীন, দুৰ্ব্বল, ভীত চিত্ত, অতিশয় নৈপুণ্যের সহিত প্রকটিত হইয়াছে । এই কাব্যে কবি চরিত্রের আশ্লেষণ শক্তির তাদৃশ পরিচয় দেন - - --> -------- SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SS i Synthesis. جــــــــــــــــــير