পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দোষ চিন্তা করিয়া, ভয়বিমূঢ় হইয়া, মীরজাফরের শরণ লইব বলিয়া দৌড়িcशन, दि छ जब छिछ इहैज्ञ পড়িলেন । তখন তাহার একজন স্নেহময়ী মহিষী তাহাকে তুলিয়, অশ্রুবিমোচন করিতে লাগিলেন। এদিকে, এক ব্রিটিস যুবক— করিতে লাগিল—এইরূপে রজনী প্রভাতা झूठेव्नं । অতি বিস্তীর্ণ বর্ণনায় সৰ্গসকল পরিপূরিত প্রথম সর্গে রাজগণ পরা- { মর্শ করিলেন, এই মাত্র; দ্বিতীয় সর্গে হইল না । কিন্তু কনির ওজস্বিনী কবিতার মোহমন্ত্রে মুগ্ধ হইয়া, এসকল দোষ লক্ষিত করিবার অবকাশ পাওয়া যায় नां । অতি স্বন্দর– t Analysis. ○> 3 নাই বটে কিন্তু এই স্থলে বিশ্লেষণ শক্তির বিলক্ষণ পরিচয় দিয়াছেন। নবাব, আপনার কৰ্ম্মফল ও চরিত্র প্রিয়ে কেরোলাইন আমার ! | ইত্যাদ্য এক সুমধুর গীতিধ্বনি বিকীর্ণ | তৃতীয় সর্গ সমাপ্ত হুইল । এই কাব্যের বিশেষ একটি দোয, S. কার্য্য কার্য্যের মন্থরগতি । ইহাতে অতি অল্প ; যাহা ভাচে, তাহার গতি অল্পে২ হইতেছে । অল্প ঘটনার পলাশির যুদ্ধ । l হইতেছে। | ইংরেজসেন। গঙ্গা পার হইয়া পলাশীতে আসিল এই মাত্র ; তুর্ত তৃতীয় সর্গে কিছুই চতুর্থ সর্গে পলাশির যুদ্ধ । যুদ্ধ বর্ণনা (বঙ্গদশম, 5ةf : , جد ه د لا ইংরাজের বজ্রনাদী কামান সকল, গম্ভীর গর্জন করি, নাশিতে সন্মুখ অরি, মুহূৰ্ত্তেকে উগরিল কালান্ত অনল । বিনামেঘে বজ্রাঘাত চাষা মনে গণি, ভয়ে সশঙ্কিত প্রাণে, চাহিল আকাশ পানে, ঝরিল কামিনী-কক্ষ-কলসী অমনি । পাখিগণ কলরব করি বাস্তমনে, পশিল কুলায়ে ডরে; গাভীগণ ছুটে রড়ে, বেগে গৃহদ্বারে গিয়ে হঁফিাল সঘনে । আবার আবার সেই কামান গর্জন । উগরিল ধূমরাশি, অর্ণধারিল দশ দিশি, গরজিল সেই সঙ্গে ব্রিটিস বাজন । আবার আবার যেই কামান গজ্জন । কঁপাইয়া ধরাতল, বিদারির রণস্থল, উঠিল যে ভীমরব ফাটিল গগন । সেই ভীমরবে মাতি ক্লাইবের সেন, ধূমে আবরিত দেহ, কেহ অশ্বে পদে কেহ, গেল শক্ৰ মাঝে, অস্ত্রে বাজিল ঝঞ্চন । থেলিছে বিদ্যুৎ এক ধাধিয়া নয়ন ! লাখে লাখে তরবার, ঘুরিতেছে অনিবার, রৰিকরে প্রতিবিম্ব করি প্রদর্শন । to ബഞ്ച किन्ट