পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

किक्लन्...”-- - १w o- =॥, य: २२० २ ! Tর। না, আমি পেনসিলে লিথিয় দিয়াছিলাম, “ রাধারাণীর জন্য ।” তাহাতে নাম স্বাক্ষর করিয়াছিলাম, ‘রুক্সিণীকুমার রায়।” যদি সেই রুক্মিণীকুমারকে সেই রাধারাণী অন্বেষণ করিয়া থাকে, এই ভরসায় বিজ্ঞাপনটি তুলিয়া রাখিয়া ড়িলাম । - রাধা । তাই বলিতেছিলাম, আপনি গুরুতর অপরাধ করিয়াছেন। যে আপনার শ্ৰীচরণ দর্শন জন্য এত কাতরা তাহাকে এত দিন দেখা দেন নাই কেন ? সেই রাধারাণী সেই রুক্মিণীকুমারের সন্ধান করিতেছিল কিনা, এই দেখুন। এই বলিয়। রাধারাণী সেই নোটখানি রুক্মিণীকুমারের হাতে দিয়া, সাষ্টাঙ্গে প্রণত হইয়া বলিলেন, “ প্রভু, সে দিন তুমি আমাদিগের জীবনদান করিয়াছিলে । এ পৃথিবীতে তুমি আমার দেবতা ।” Wう রাধারাণী যুক্তকরে বলিলেন, “ আপনি বলিয়াছেন,আপনার যথার্থ নাম রুক্মিণীকুমার নহে । আমি যাহাকে আরাধ্য দেবতা মনে করি, তাহার নাম জানিতে বড় ইচ্ছা করে ।” রুক্মিণীকুমার বলিলেন, “আমার নাম দেবেন্দ্রনারায়ণ রায় ।” রাধা । রাজা দেবেন্দ্রনারায়ণ রায়ের নাম শুনিয়াছি । - - রু। লোকে অমন সকলকেই রাজা ستستستنق * রাধারাণী । ○8い? বলে। কুমার দেবেন্দ্রনারায়ণ রায় বলিলেই আমার যথেষ্ট সম্মান হয়। রাধা । এক্ষণে ভ্যামার সাহস বাড়িল ; তাপনি আমার স্ব জাতীয় জানিয়া, স্পৰ্দ্ধ। হইতেছে যে, আপনাকে আজি আমার আতিথ্য স্বীকার কfরতে বলি । রাজ। দেবেন্দ্রনারায়ণ বলিলেন, “আমি না ভোজন করিয়া তোমার বাড়ী হইতে যাইব না ।” রাধারাণীর আজ্ঞা পাইয়া, দেওয়ানজি আসিয়া রাজ। দেবেন্দ্র নারায়ণকে বহিবাটীতে লইয়। গির যথেষ্ট সমাদর করি লেন । যথাসময়ে রাজা দেবেন্দ্রনারায়ণ ভোজন করিলেন । রাধারণী স্বয়ং উপস্থিত থাকিয় তাহাকে ভোজন করাইলেন । ভোজনাস্তে রাধীরাণী বলিলেন, “ বহুদিন হইতে আমার প্রত্যাশ ছিল ঘে একদিন না একদিন আপনার দর্শন লাভ করিয়া আপনার পূজা করিব। কিছু ! পূজার উপকরণ সংগ্ৰহ করিয়া রাখিয়াছি। ! এই হারছড়াটি অতি সামান্য, কিন্তু আমি । দিয়াছি বলিয়া রাণীজি যদি ব্যবহার । করেন, তবে আমি কৃতার্থ হই ।” এই বলিয়া, রাধারাণী এক মহামূল্য বহুশত বৃহদাকার হীরকখণ্ডখচিত, গ্রস্থিত নক্ষত্র মালা তুল্য প্রভাশালী, হার বাহির করিলেন । দেবেন্দ্রনারায়ণ বলিলেন “রাণীজি ? রাণীজি কেহ নাই । দশ i বৎসর হইল আমার পরিবার গত হইয়া- ৷ ছেন। আর আমি বিবাহ করি নাই ।” রাধারাণীর মাথা ঘুরিয়াগেল। বহুকষ্টে,