পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

w)38 মন স্থির রাখিয়া—মন ঠিক স্থির রহিল, কথা শুনিয়া এমনও বোধ হয় ন!— রাধারাণী বলিল, “ যাহা আপনার জন্য গড়াইয়াছি, তাহা আপনাকেই গ্রহণ করিতে হইবে । অনুমতি করেন ত ও হার আপনাকেই পরাইয়া দিই ।” এই বলিয়। রাধারাণী হাসিতে ২ সেই নক্ষত্রমালা তুল্য হার দেবেন্দ্রনারায়ণের গলায় পরাইয়াদিল । দেবেন্দ্রনারায়ণ আপনাকে এইরূপ সজ্জিত দেখিয়া হাসিতে লাগিলেন । বলিলেন, “ এহার আমারই হইল ?” রাধা । যদি গ্ৰহণ করেন । দে । গ্রহণ করিলাম। এখন আমার বস্তু আমি যাহাকে ইচ্ছা তাহাকে দিতে পারি? রা । যাহা আপনার যোগ্য নহে,তাহ অন্যকে দান করাই রাজাদিগের রীতি । দে ! এ হার অামার যোগ্য নহে— অথবা আমি ইহার যোগ্য নহি । তুমিই ইহার যোগ্য—তোমাকেই এ হার দান করিলাম । * এই বলিয়া দেবেন্দ্রনারায়ণ সেই হার, রাধারাণীর গলায় পরাইয়া দিলেন । রাধারাণী অসন্তুষ্ট হইল না । মুখনত করিয়া, মৃদুই হাসিতে লাগিল ; একই রাধারাণী । -o-o-o-o-o-o-o (লঙ্গ দশম, অঃ, ১৯৮২ | বার মুখ তুলিয়া দেবেন্দ্রনারায়ণের মুখ । পানে চাহিতে লাগিল । য়ণ বুঝিলেন । বলিলেন, “আমি ওহার লইব না, তাই তোমায় দিলাম। আমায় অন্য একছড়া দাও ?” রাধা । কোনছড়া ? দেবেন্দ্র বলিলেন, “ তোমার গলায় যে ছড়া আগে হইতে আছে।” রাধারণী পরিচারিকাকে ডাকিয়া বলিলেন, “ চিত্রে, ওখানে আছিস কি ?” চিত্র, অন্তরাল হইতে দেখিতেছিল। বলিল, “ আছি ।” . দেবেন্দ্রনার রাধারাণী বলিলেন, “ তোর শাকটা । কোথা ?” চিত্রা বলিল, “ এইখানে আছে।” রাধা । তবে বাজা । এই বলিয়া রাধারাণী, আপনার নি- । জের হার, গল হইতে খুলিয়া, দেবেন্দ্রনারায়ণকে পরাইয়া দিলেন। চিত্রা, উচ্চরবে শাক বাজাইল । তারপর রীতিমত বিবাহ হইল কি ? . হইল বৈকি । ভাইয়েরা আসিল, রাজা দেবেন্দ্রের কত । বসস্ত আসিল, তাহার লোক আসিল—কিন্তু অত কথা আর তোমাদের শুনে কাজ নাই । সমাপ্ত । ~~_哈密蕊n~~ झन्ड्योट-स्थल