পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ - শগ,অ: > >brペ 1) AASAASAASAAAS চৈতন্য । ○8● - চৈতন্যের মনে কি এপর্য্যন্ত ধৰ্ম্মভাব | ছিলেন। স্বতরাং দর্শনমাত্র সাদর সন্তা । সঞ্চারিত হয় নাই ? বৈষ্ণব গ্রন্থকারের

  • হেন দিব্য শরীরে না হয় কৃষ্ণরস” এই চরণ দ্বারা স্পষ্টতঃ হয় নাই বলিয়াছেন । কিন্তু স্থানান্তরে “ পাষণ্ডী দেখয়ে যেন যমের সমান” এই চরণ জ্বারা চৈতন্যের তাৎকালিক ধৰ্ম্মের প্রতি আস্থা স্বীকার করিয়াছেন । আমরা শেষমতেরই পক্ষপাতী, এবিষয় উত্তরোক্তর এই প্রস্তাবে বর্ণিত হইবে । তবে এই মাত্র বোধ হয় বালস্বভাব চৈতন্যের পরিণতবয়স্ক বৈষ্ণবদিগের সহিত বিশেষ

আনুগত্য ছিল না; বিশেষতঃ বিদ্যাবিষয়ে তাহার সমধিক সহানুভূতি ছিল এতাবৎ ধৰ্ম্মের উপর একান্তস্বদয়ে যত্ন ও আস্থা প্রকাশ করিয়াছিলেন না । একদা একজন দিগ্বিজয়ী বহু দেশের পণ্ডিতমণ্ডলী জয় করিয়া নবদ্বীপ আগ, মন করিলেন । চৈতন্য এতাবৎ শ্রবণ করিয়া ভাবিলেন এব্যক্তি নিতান্ত সাংসারিক জ্ঞানশূন্য অন্যথা দগ্বিজয় করিতে নবদ্বীপ আসিবে কেন । নবদ্বীপবাসী পণ্ডিতগণ এক্ষণে ইহাকে পরাস্ত করিয়া সৰ্ব্বস্বাপহরণ* করিবে । চৈতন্য এই চিস্তায় নিতান্ত দুঃখিত হইলেন । এবং একদা সশিষ্যে গঙ্গাতীরে বসিয়া শাস্ত্রের ব্যাখ্যা করিতেছেন,এমন সময়ে দিগ্বিজয়ী তথায় উপস্থিত হইলেন । নাম ও বিদ্যাবস্তু পূৰ্ব্বেই শ্রবণ করিয়া প্রভু তাহার ষণে বসিতে অতুরোধ করিলেন। ক্ষণেক । পরে চৈতন্য দিগ্বিজয়ীকে গঙ্গার একটা স্তব পাঠ করিতে অনুরোধ করিলেন । দিগ্বিজয়ী গঙ্গার স্তব পাঠ করিয়া ব্যাখ্যা করিলেন,চৈতন্য তঁাহার ব্যাখ্যায় দেযারোপ করিলেন । দিগ্বিজয়ী চৈতন্যের আপত্তির যাথার্থ্যামুভব করিয়া যারপর নাই বিস্মিত হইলেন । এইরূপে য’ত প্রস্তাব উপস্থিত হইল দিগ্বিজয়ী চৈতন্তের নিকট পরাভূত হইয়া হতবুদ্ধি হইলেন । চৈতন্যের শিষ্যগণ হাসিন্তে উদ্যত হইলে, চৈতন্য ইঙ্গিতে নিবারণ করিলেন। কোমলহৃদয় চৈতন্য দিগ্নি । জয়ীকে মনঃক্ষুঃ দেখিয়া যারপর নাই । অনুতপ্ত হইলেন এবং নানারূপ সৌজন্য প্রকাশ করিয়া কথঞ্চিৎ প্রফুল্লচিত্ত করিলেন । দিগ্বিজয়ীকে জয় করিয়া চৈতন্ত । নবদ্বীপের পণ্ডিতসমাজে বিখ্যাত হই । লেন। অনেক পণ্ডিত র্ত{হর সহিত তর্কবিতর্ক করিতে আসিয়া পরাভূত হইলেন । বৈষ্ণব গ্রন্থকারগণ বলেন চৈতন্য সকল পণ্ডিতকে জয় করিলেস । আমরা এ বাক্যে বিশ্বাস করি না, যে হেতু তাহার দর্শনশাস্ত্রে অধিকার রঘুনাথ শিরোমণির তুলা ও স্মৃতিশাস্ত্রে রঘুনন্দন ভট্টাচায্যের তুল্য থাকার কোনই নিদর্শন পাওয়া যায় না। পক্ষ স্তরে তিনি যেরূপ ধৰ্ম্মবিষয়ে একাধিপত্য করিয়াছেন উপ- {

  • পূর্বকালে দিগ্বিজয়িগণ প্রতিশ্রত হইত পরাভূত হইলে সৰ্ব্বস্ব দিব।

-sعت ====حت ٹیسٹسـ---- + চৈতন্যচরিতামৃত ১ম খণ্ড । চৈতন্য মঙ্গল ।