পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

व श्र' ण-मि, यः ॰२४ २ ।। দৃষ্ট ক্রমে তিনি বাঙ্গালি,বাঙ্গালাদেশে বসিয়া,বাঙ্গালা ভাষায়, এই পুস্তক লিখিয়া বাঙ্গালি সমালোচকের হস্তে প্রেরণ করিয়াছেন। প্রশংসা দূরে থাক্‌--কিছু সুসভ্য গালি গালাজ খান নাই, ইহা তাহার সৌভাগ্য । বিদ্যানিধি মহাশয় যে পরিমাণে বিষয় সংগ্ৰহ করিয়াছেন, তাহ বাঙ্গালা পুস্তকে দুর্লভ, বাঙ্গালি লেখক কেহই এত পরি শ্রম করিয়া প্রমাণ সংগ্রহ করে না । আমরা সেই সকল বিষয় বা প্রমাণের উপর নির্ভর করিয়া, বঙ্গীয় ব্রাহ্মণগণ | সম্বন্ধে কিছু বলিব । সম্বন্ধনির্ণয়, কেবল ব্রাহ্মণগণের ইতিবৃত্তবিষয়ক নহে। কায়স্থাদি শূদ্রগণও বৈদ্যগণের বিবরণ ইহাতে সংগৃহীত হইয়াছে। কিন্তু ব্রাহ্মণদিগের বিবরণ বিশেষ পর্য্যালোচনীয় ; অন্য জাতির বিবরণ তাহার আনুষঙ্গিক মাত্র । - আমরা “ বঙ্গে ব্রাহ্মণাধিকার’ প্রথম প্রস্তাবে য়ে বিচারে প্রবৃত্ত হইয়াছিলাম, তাহার ফল এই দাড়াইতেছে যে উত্তর ভারতে অন্যান্যাংশে যত কাল ব্রাহ্মণের অধিকার এদেশে ততকাল নহে—সে অধিকার অপেক্ষাকৃত আধুনিক । খ্ৰীষ্টীয় প্রথম শতাব্দীর বহুশত বৎসর পূৰ্ব্বে যে বঙ্গে ব্রাহ্মণ আসিয়াছিলেন, এমত বিবেচনা না করিবার অনেক কারণ অাছে । মনুসংহিতাদি-প্রদত্ত প্রমাণে, এবং ভাষাতত্ত্ববিদ গণের বিচারে, ইহাই স্থির হইয়াছে যে আর্য্যগণ প্রথমে পঞ্চনদ ـسعصعصفض=== ജ്ജ বঙ্গে ব্রাহ্মণাধিকার । ○○○ প্রদেশ অধিকার ও অবস্থান করিয়া কাল । সাহায্যে ক্রমে পূৰ্ব্বদিকে আগমন করেন। । সৰ্ব্বশেষে বঙ্গদেশে আগমন করেন । তাহার সন্দেহ নাই। কিন্তু সে আগমন কিরূপ, তাহার একটু বিচার আবশ্যক । হইয়াছে। i প্রথমতঃ একজাতিকৃত অন্যজাতির । দেশাধিকার দ্বিবিধ । s (১) আমরা দেখিতে পাই, আমেরিকা ; ইংরেজ কর্তৃক অধিকৃত হইয়াছিল। ইং- : রেজগণ আমেরিকা কেবল অধিকৃত করেন, এমত নহে, তথায় বাস করিয়া- | ছিলেন। ইংরেজসস্তৃত বংশেরাই এখন । আমেরিকার অধিবাসী ; আমেরিকা এখন । র্তাহাদিগের দেশ । পুনশ্চ, সাক্ষণ জাতি ইংলণ্ড জয় করি- ; য়াছিল। তাহারাও ইংলণ্ডের অধিবাসী । হইয়াছিল । আর্য্যেরাও পশ্চিমাঞ্চল—আমরা যাহাকে পশ্চিমাঞ্চল বলি-বিজিত করিয়া | তথাকার অধিবাসী হইয়াছিলেন। কিন্তু ! ইংরেজাধিকৃত আমেরিক ও সাক্ষণাধি | কুত ইংলণ্ডের সঙ্গে আর্য্যাধিকৃত পশ্চিম- ! ভারতের প্রভেদ এই যে আমেরিকা ও ইংলণ্ডের আদিম অধিবাসিগণ জেতৃ- ! গণ কর্তৃক একেবারে উচ্ছিন্ন হইয়াছিল, আর্য্যবিজিত আদিম অধিবাসিগণ জেতৃবশীভূত হইয়া শূদ্ৰনাম গ্রহণ করিয়া, র্তাহাদিগের সমাজভুক্ত হইয়া রহিল । (২)পক্ষান্তরে, ইংরেজের ভারত অধি কৃত করিয়াছেন, কিন্তু তাহারা ভারতের -- കജ്ജു.ജ 히