পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○" o শৈশবসহচরী । (বঙ্গদশম, অঃ,১৯৮২ | পঞ্চদশ পরিচ্ছেদ । উমু’দিনী । পূৰ্ব্বপরিচ্ছেদে লিখিত ঘটনার দুই ময় হইল। রাজপন্থে জলমানব দেখা যায় না-কেবল কখনই পুলিষ কৰ্ম্মচারিগণ এামের এখানে ওখানে ভ্রমণ করিয়া বেড়াইতেছে । গ্রামবাসীরা তাহাদিগের ভয়ে বাটীর দ্বার খুলিতে সাহস করেন না, কিছুদিনের জন্য ছাট বাজার বন্ধু হইল। তন্নিবন্ধন গ্রামবাসীদিগের ক্রমেই আহারও বন্ধ হইতে লাগিল । সুবর্ণপুর গ্রামের প্রাস্তবাহিনী জাহ্নবীও কিছুদিনের জন্য শোভাহীন হইল। যে সকল যুবতী সৰ্ব্বদা গ্রীবানিমজ্জিত করিয়! তাহার হৃদয়ে রাজ ংসীর ন্যায় বিচরণ করি ত, তাহাদিগের আর সে জাহ্নবীকুলে দিবসে দেখিতে পাওয়া যায় না—তবে যেসকল কুলকামিনীগণস্বর্যদেবকে মুখ দেখাইতে লজ্জা পান, এবং র্যাহারা তজ্জন্য যামিনী প্রভাত ন হইতে হইতেই স্নান করিয়া থাকেন কেবলমাত্র তাহরাই এক্ষণে জাহ্নবীর শোভাবৰ্দ্ধন করিয়া থাকেন। এমত অবস্থায় একদা অতি প্রত্যুষে ছুইটি অবগুণ্ঠনবর্তী যুবতী একটি পল্লি, চারিক সমভিব্যাহারে অতি দ্রুতপাদ এক দিবস পরে সুবর্ণপুর গ্রাম অন্ধকার শৈশবসহচরী l বিক্ষেপে ভাগীরথী তীরাভিমুখে কথোপ- · কথন করিতে ২ গমন করিতেছিল । “ বিনোদিনী এখনও রাত আছে ?”

    • ই্য এখন ও টের রাত, আমার গ৷ ছমৃদ্ভস্থ করচে—ঐ দেখ এখন সুখতারাও উঠে নি । চন্দ্র দিদি ফিরে যাই
  • x !

下 “দূর হ! এতদূর এসে আবার ফিরে যাবি কেন—ভয় কি লে! I’ বি। (চুপি চুপি) আজ বড় দিদির ঘরে গামছা আনতে গিয়ে এক ভয়ানক বিকটাকার মানুষ দেখে আমার সেই অবধি বড় ভয় হয়েছে চ। সে কি ? কুমুদিনীর ঘরে— fব । হ্যা । চ। কথন দেখিলি ? বি । এই মাত্র । চ। এতক্ষণ বলিস্নি যে ? বি । বড় দিদি বলতে নিষেধ করে- ; छ्ठिा । ঢ । তবে বল্লি যে। বি। বলতে কি চন্দ্র দিদি যতক্ষণ এই কথাট। আমার পেটের ভিতর ছিল তত ক্ষণ অামার বড় কষ্ট হচ্ছিল—আমার । মাতা খাস কাকেও বলিস্নে, আমার ভগিনী পত্তিকেও না”— · : চ । না ত বলব না—তুই কাকে দেখলি—