পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●ፃ 8 শৈশবসঙ্গ চল্পী । | fn, তা , ৯ ১৮ ২ه = ewه ) সন্ন্যাসীকে কুমুদিনীর শিয়রে বসিতে দেখিয়াছিলেন তিমি হরিনাথ মুখোপাধ্যায়। অপত্যস্নেহের অনুরোধে সন্ন্যাসাশ্রমে থাকিয়াও আপন গৃহে প্রবেশ করিয়া কুমুদিনীকে গোপনে দেখিতে আসিয়াছিলেন । কুমুদিনী প্রথমে তাহাকে চিনিতে পারেন নাই । পশ্চাৎ চিনিতে পারিয়া স্বর্ণেরশোক ভুলিয়া গেলেন, এবং তাহার পিতাকে সন্ন্যাস অশুম ত্যাগ করিয়া গুহে আসিতে নানা প্রকারে অগ্ন্যুরোধ করিয়াছিলেন । এই প্রকারে প্রতিদিন রাত্রে হরিনাথ মুখে কুমুদিনীকে গোপনে দেখিতে আসিতেন, এবং প্রতিদিন রাত্রেই কুমুদিনী তাহাকে ঐরূপ অনুরোধ করিতেন। তৎপরে কুমুদিনী সম্পূর্ণ আরোগ্যলাভ করিলে একদিন রাত্রে হরিনাথ, কুমুদিনী ও তাহার জননীর সহিত সাক্ষাৎ করিয়া র্তাহার গৃহিণীকে বলিলেন, “ দেখ সংসারে আমার দুই কন্যা ভিন্ন কিছুই ছিল ন। যদিও তাহাদিগকে ত্যাগ করিয়া সন্ন্যাসী হইয়ছিল:ম, তথাচ আমি সৰ্ব্বদাই তাহাদিগকে না দেখিয়া থাকিতে পরিতাম না । সেজন্য যাহা কিছু ঈশ্বরের উপাসনা করিতাম তাহ। এ অঞ্চলে থাকির করিতাম, কিন্তু যে দিবস হইতে শুনিলাম যে আমার সোনার প্রতিমা স্বর্ণপ্রভাকে হারাইয়াড়ি—’বলিতেই হরিনাথ মুখের কণ্ঠরোধ হইল--স্ত্রীলোকগণও কাদিয়া উঠিলেন, তৎপরে সকলে কিঞ্চিৎ স্থিরতা লাভ করিলে সন্ন্যাসী পুনরায় বলিতে লাগিলেন, “ যে দিবস শুনিলাম بخيت ججوجو স্বর্ণপ্রভাকে হারাইয়াছি, সেই দিবস হইতে ঈশ্বরোপাসনায় আর মন নিবিষ্ট সৰ্ব্বদা ইচ্ছা হইতে লাগিল যে কুমুদিনীকে দেখি, এবং কুমুদিনীর পীড়ার সংবাদ শুনিয়া সে ইচ্ছা বলবতী হইল। কুমুকে গোপনে দেখিতে আসিলাম, , প্রতি রাত্রে তাহাকে দেখিতে লাগিলাম, আমি অপত্যস্নেহের স্রোতে যে বাধ বাধিয়া রাথিয়ছিলাম ৩াহ। ভাসিয়া গেল – আমার এখন আশ্রমবাসী হইতে ইচ্ছা হয়—” এইকথা বলিবামাত্র কুমুদিনী এবং তাহার জননী উভয়ে সন্ন্যাসীর পদপ্রস্তে পতিত হইয়া কাদিতে লাগিল । কুমুদিনী বলিল, “বাবা আমাদের আর কেহ নাই –” সন্ন্যাসীর দরবিগলিত নয়নশ্ৰী কুমুদিনীর মস্তকে পড়িতে লাগিল । অনেক ক্ষণের পর বলিল, “ আমি আর তোমাদিগকে তাগ করিয়া যাইব না। যদি তোমরা আমার একটা অনুরোধ রাখ ।” কুমুদিনী বলিলেন, “ বাবা কি অমুরোধ—তোমার অনুরোধ রাখব না! : বাবা তুমি যে আমাদের সব!” হরিনাথ । র্তাহীর পত্নীকে উপলক্ষ করিয়া বলিলেন, “ আমি কুমুদিনীর পুনরায় বিবাহ দিব, তোমার কেহ আপত্তি করিতে পারিবে ন৷ ” কুমুদিনীর মাত বলিলেন, তোমার মেয়ে, তুমি বিবাহ দিবে, কেহ আপত্তি করিবে না । আমি একবার আপত্তি করিয়া তোমায় হারাইয়াছিলাম—আর করিতে পরিলাম না । تستخدميه بقتلتنين تلقت تعيينه