পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

z এক্স ৭ লস আঃ, ১২ট ২ 1) এজন্মে তোমার মতে অমত করিব না।” হরিনাথ বলিলেন “আমি আমার কন্যার এবিষয়ে মত জানতে চাই ।” কুমুদিনী লজ্জাবনতমুখী হইয়া রহিলেন । মুখ রক্তিমাবর্ণ হইল --মস্তকে ঈষৎ অঞ্চল টা নিলেন—কোন উত্তর করিতে পারিলেন না কিন্তু সন্ন্যাসী পুনঃপুনঃ উত্তর চাওয়াতে অতি মৃদুস্বরে বলিলেন “ বাবা যদি প্রাণ দিলেও তুমি ঘরে ফিরে এস, তবে তাও আমি দিব ।’ হরিনাথের আহলদের সীমা রহিল না; কাদিতে২ কুমুদিনীকে আশীৰ্ব্বাদ করিলেন—সে রাত্রেই গ্নহস্তাশ্রমী হইলেন । কোন গোপনীয় কারণেই হউক আর পিতৃস্নেহ বশতঃই হউক কুমুদিনী অগত্য বিবাহ করিতে স্বীকৃত হইলেন । | সপ্তদশ পরিচ্ছেদ । তৃষিতচাতক—করকাভিঘাতী মেঘ । হরিনাথ বাবুর গৃহে প্রত্যাগমন ও কুমু দিনীর বিবাহের সংবাদ এক দিবস তাপরাহ্নে গ্রামপ্রান্তে একটি উদ্যানে বসিয়া— রজনীকান্ত শুনিলেন। এই সংবাদ শুনিবামাত্র তাহার মনোমধ্যে ভয়মিশ্রিত আশার সঞ্চার হইল। অনেকক্ষণ চিন্তা করিতে লাগিলেন—কি চিন্তা ? তাহায় কুমুদিনী ভিন্ন কি অন্য চিন্তা ছিল ? এই নূতন সংবাদে আজ সেই চিন্তা অতি গাঢ়তর হইল। ক্রমে সন্ধ্যা হইল তথাপি রজনী সেইখানে বসিয়া ভাবিতেছেন-উদ্যানের পশ্চাতে একটী অতি শৈশব সহচরী । ०१८ ।। বিস্তুত তৃণাচ্ছা मिड ङ्ग મેનહ , তন্মধ্যে । দশ বারটি গ|ভি বিচরণ করিতেছে । একটী রাখাল বিচিত্র স্বরে গাভিদিগের গৃহে প্রত্যাগমনের সঙ্কেত করিতেছে। রজনীকান্ত সেই মাঠ প্রতি দৃষ্টি রাখিয়া বসিয়া আছেন । সন্ধ্যা অতীত হইয়া রাত্রি হইল—চন্দ্রোদয় হইল—পূর্ণচন্দ্র দেখিয়া যামিনী মধুর হাসি হাসিয়৷ অন্ধকারের কালো সাড়ী—খাসা ফুলদার সেই কেরেপের সাড়ী অপস্থত করিয়া, ঘোমটা খুলিয়া, মুখ তুলিয়। হাসিল—সে কাও দেখিয়া, রজনীর বাগানের ফুল, গাছের পাতা, মাঠের ঘাস, সরোবরের জল, সকলেই সকলের মুখ চাওয়াচায়ি করিয়া হাসিয়া উঠিল । তৎসহিত রজনীর হৃদরও হাসিল, কিন্তু চিন্তা আরও গাঢ়তর হইল । ক্রমে রাত্রি এক প্রহর হইল, তথাচ তাহার সংজ্ঞা নাই, একজন পরিচারক কি বলিতে আসিয়া পশ্চাতে দাড়াইল । কিন্তু তােহর অবস্থা দেখিয়া আস্তে ২ পলাইল । রজনী যে কি চিন্তা করিতেছিলেন তাহা আমাদের পর্য্যায়ক্রমে অনুসরণ করিয়া প্রয়োজন নাই । কিন্তু ইহা বলা আবশ্যক যে তিনি শেষ সিদ্ধান্ত করিলেন যে র্তাহার শ্বশুর হরিনাথ বাবুর সহিত সাক্ষাৎ করা এবং সেই উপলক্ষে যদি কুমুদিনীর সহিত একবার সাক্ষাৎ করিতে পারেন তবে তাহ কৰ্ত্তব্য। কুমুদিনীর সহিত সাক্ষাৎ করিয়া কেমন করিয়া কথা কহিবেন এবং কি কথা কহিবেন আর কি প্রকারেই বা خفاشعساس - یعے