পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शत्र न *म, ७प: >२४ २ } সুহৃৎ—সঙ্গম । ○"お চাহি না। স্বতরাং তোমার শেষ কথাও শুনিতে পাইলাম—আমি ইচ্ছাপূৰ্ব্বক তোমাদের কথা শুনি নাই—আমি অভদ্র নহি ; আমি ইতর নহি –তুমি আমায় এপ্রকার স্বভাবান্নিত মনে করিলে আমার মৃত্যুই শ্রেয়ঃ । আমার সহিত আর তোমার সাক্ষাৎ হইবে না। তুমি আমার সব । তোমার সম্মুখে শপথ করি তেছি আর দেখা দিয়া তোমায় যন্ত্রণ দিব না ।” এই বলিয়া রজনীকান্ত বেগে সে স্থান হইতে চলিয়া গেলেন। কুমুদিনী দেখি লেন যে রজনী এই কথা যখন বলিতে- | ছিলেন, তখন তাহার চক্ষে দুই এক ; ফোট বারিবিন্দু পড়িয়াছিল—কুমুদিলী । ব্যথিত হইয়া সেইখানে দাড়াইয়া রহি লেন । ~~...ళ కలిశాr~ সুহৃৎ-সঙ্গম ৷ [কলেজ রিউনিয়নের দ্বিতীয় সম্মিলন উপলক্ষে *] শ্ৰীহেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রণীত । ( > ) বসন্ত-পঞ্চমী তিথি আজি বঙ্গে, বাজ দেখি বীণা আনন্দের সঙ্গে, খেলায়ে হৃদয়ে সুখের তরঙ্গে ভাসা দেখি তায় আশার ফুল। - ( २ ) শুনিয়া প্রাচীন “অর্ফিউস” গান পাইল চেতন অচল পাষাণ, শ্যামের বঁাশীতে যমুনা উজান বহিল উল্লাসে রসায়ে কূল ৷ ( ৩ ) তুই কি নারিবি চেতন পরাণে, সুহৃত-সঙ্গমে এ মুখের দিনে, উথলিয়া স্রোত ঈষৎ প্রমাণে ভিজাতে প্রণয়-তরুর মূল ? கணக 帶 লেখকের নিয়োগানুসারে বঙ্গদর্শনে এই কবিতা প্রকাশিত হইল। ইহা রি-উইনিয়নে লেখক কর্তৃক পঠিত হইয়া ছিল । ( 8 ) “ কোথা বাল্য-সখা—” বলি একবার ডাক্‌ দেখি সুখে মিলে সব তার, “ আয় রে শৈশব-সুহৃৎ আবার আশার কাননে খেলাতে যাই ।” ( & ) বল, বীণা, বল্ “ নবীন জীবনে থেলিলে আনন্দে যাহাঁদের সনে, হাসিলে, কাদিলে, মিলিলে স্বপনে,— আজ কি তাদের স্মরণে নাই ।” ( ७ ) “ স্মরণে কি নাই সে সৌরভময় শৈশবের প্রিয় পাদপ-নিচয়, তড়াগ, প্রাঙ্গণ, সেতু, শিক্ষালয়, জড়ালে যাহাতে শিশুর মায়া । |