পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 לס\ স্বরূপ প্রদত্ত হইলে ইহা যে সাদরে গৃহীত হইবে, তাহা আমরা শপথ করিয়া বলিতে পারি। আমাদের কেবল আশঙ্ক! এই যে এত উমেদওয়ার যুটিবে যে বাটার সস্কুলান করা তার হইবে । গতবৎসয় সুবৃষ্টি হইরাছিল। কিন্তু সৰ্ব্বত্র সমান হয় নাই । ইহা মেঘদিগের পক্ষপাত বটে। যে সকল দেশে বৃষ্টি হয় নাই, সে সকল দেশের লোকে গবর্ণমেণ্টে এই মৰ্ম্ম আবেদন করিয়া ছেন, যে ভবিষ্যতে যাহাতে সৰ্ব্বত্র সমান বৃষ্টি হয়, এমন কোন উপায় উদ্ভূত হউক । আমাদিগের বিবেচনায় ইহার সদুপায় নিরুপণ জন্য একটি কমিটি সংস্থাপিত করা উচিত । কোন২ মান্য সহযোগী বলেন, যে যদি সরকার হইতে মেঘদিগের বারবরদারি বরাদ হয়, তাহা হইলে তাহাদিগের কোন দেশেই যাইবার আর আপত্তি থাকে না । কিন্তু আমাদিগের বিবেচনায় ইহাতেও সুবিধা হইবেন!—কেননা বঙ্গদেশের মেঘ সকল অত্যন্ত সৌদামিনীগ্রিয়—সৌদামিনী গণকে ছাড়িয়া টাকার লোভেও দেশদেশাস্তরে যাইতে স্বীকার করিবে না । আমরা প্রস্তাব করি যে মেঘ সকল এবালিশ করিয়া দিয়া, ভিস্তীর বন্দোবস্ত করা হউক । ক্ষেত্রেই এক একজন চাপরাশী বা সুযোগ্য ডিপুটি এক একজন ভিস্তীকে দীর্ঘ বংশ খণ্ডে বাধিয়া উদ্ধে উখিত করিয়া তুলিয়া ধরিবেক, ভীস্তী তথা হইতে ক্ষেত্রে জল ছড়াইয়া পারে ত নামিয়া আসিবে। ভাল হয় না? অামাদের দেশের কামিনীগণ যে দেশ হিতৈষিণী নন্‌—নহিলে ভিস্তীর প্রয়োজন হইত না । তাহারা যদি প্রাত্যহিক সাংসারিক কান্নাটা মাঠেগিয়া কাদিয়া আসেন, তাহ হইলে অনায়াসেই কৃষি বর্ষ সমালোচন । –ਾਨ਼ (aw ~~ín, \str, * ३w ९ | কার্য্যের সুবিধা হয়, ও মেঘ ডিপার্টমেন্ট এবালিষ করা যাইতে পারে । তামরা লোকের শারীরিক ও মানসিক মঙ্গলার্থ বলি, যে আকাশবৃষ্টির পরিবর্তে | নারানয়নশ্রীর আদেশ করিতে গেলে, ' একটু পাকা রকম পুলিষের বন্দবস্ত । করা চাই । মেঘের বিদ্যুতে অধিক প্রাণী নাশ হয় না, কিন্তু রমণীনয়নমেঘের কটাক্ষ বিদ্যুতে,মাঠের মাঝখানে, চাষা ভূযোর ছেলেদের কি হয় বলা যায় না—পুলিষ থাকা ভাল । শুনিলাম শিক্ষাবিভাগে বড় গোলযোগ উপস্থিত হইয়াছে। শুনিয়াছি অনেক বিদ্যালয়ের ছাত্রের এক একটা কাণমাপা কাটি প্রস্তুত করিয়াছে । তাহ দের মনে ঘোর সন্দেহ উপস্থিত হইয়াছে । —তাহারা বলে, অধ্যাপকদিগের শ্রবনেন্দ্রিয়গুলি মাপিয়া দেখিব—নহিলে র্তাহাদিগের নিকট পড়িব না। ভরসা করি মাপা কাটি ছোট পড়িবে, এমত সম্ভাবনা কোথাও নাই । যাহা হউক, দুর্বৎসর হউক, সুবৎসর হউক, তিনটি নিগুঢ় তত্ত্ব আমরা স্থির জানিতে, পারিতেছি—তদ্বিষয়ে কোন २*ग्न नाट्रे । প্রথম, বৎসরটি চলিয়া এ বিষয়ে মতান্তর নাই । দ্বিতীয়, বৎসর গিয়াছে, আর ফিরিবে না। ফিরাইবার জন্য কেহ কোন উদ্যোগ পাইবেন না । নিষ্ফল হইবে । তৃতীয়, ফিরে আর না ফিরে, পাঠক! আপনার ও আমার পক্ষে সমান কথা, কেন না, আপনার ও অামার, পচাত্তরেও ঘাস জল, ছিয়াত্তরেও ঘাস জল । আপনার মঙ্গল হউক, আপনি ঘাস জলের প্রতি দৃষ্টি রাখিবেন। গিয়াছে । তবে । আমিরা । ವಷ್ರ= 3