পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

يكفي ليبيجيهي: _ | চীন, ভারতবর্ষ, কাল্ডীয়, মিসর এবং গ্রীস দেশে খ্ৰীষ্টাব্দের বহুকাল পূৰ্ব্ব হইতেই জ্যোতিষ শাস্ত্রালোচনার স্বত্র পাত হয় । চীনের এই শাস্ত্র রাজনীতি এবং হিন্দু ক্যাল্ডীয় ও মিসর জাতির ধৰ্ম্মনীতির ন্যায় অপরিবর্তসহ বিবেচন। করিতেন । কিন্তু গ্রীসে রাজনীতি, ধৰ্ম্মনীতি অথবা ফলিত জ্যোতিষের সহিত সিদ্ধান্ত জ্যোতিষের কোনরূপ সংস্রব না থাকায় উক্ত দেশে জ্যোতিৰ্ব্বিদ্যার সমধিক উন্নতি হইয়াছিল। হিপার্কস্ এবং টলেমি কর্তৃক যে জ্যোতিৰ্ব্বিদ্যার অনুশীলন আরম্ভ হয়, নিউটন এবং লাপ্লাসের দ্বারা তাহারই পরমোৎকর্ষ সাধিত হইয়াছিল। কোন সময়ে চীন, ভারতবর্ষ,ক্যালডীয়া এবং মিসর দেশে জ্যেতিঃশাস্ত্রালোচনার আরম্ভ হয় তাহা নিরূপণ করা সুকঠিন ; এবং আধুনিক কৃতবিদ্য মহোদয়গণ জাতিবিশেষের গোঁরব রক্ষার্থ যত্নবান হওয়াতে এই বিষয়ের মীমাংসা অতীব দুরূহ হইয়াছে। যাহা হউক,ক্যালডীয় এবং মিসর দেশের জ্যোতিঃশাস্ত্র অধ্যয়ন করিলে প্রতীতি হইবে যে তত্তদেশে সিদ্ধান্ত জ্যোতিযের বহুকালব্যাপী অনুশীলন হয় নাই। : கை க αψη Μπαξαφ (अण वwfम. તન્ત્રો:; ه » د د ( ঞ্জ্যোতির্ষিক সংক্ষিপ্ত ইতিবৃত্ত | জ্যোতির্ষিক সংক্ষিপ্ত ইতিবৃত্ত। ○0 | SSAAAS S SAAAASAAS SCSMSMSMMS চীন । s খ্ৰীষ্টীর ধৰ্ম্মপ্রচারকদিগের বিবরণ হই । তেই চীন দেশীয় জ্যোতির্বিদগণের বিযয় আমরা জানিতে পারিয়াছি। র্তাহারা ' লিখিয়াছেন যে, চীনের সম্রাট ফোহির রাজত্ব সময়ে চীন দেশে সিদ্ধান্ত জ্যোতিষের আলোচনার স্বত্রপাত হয়। কেহ কেহ অনুমান করিরাছেন যে ফোহি এবং নোয়া ব্যক্তিবিশেষের নামান্তর মাত্র । ফোহি জ্যোতিষিক তালিকা প্রস্তুত : করেন, এবং গগনবিহারীদিগের আকৃতি নিরূপণেও বহুবিধ যত্ন করিয়াছিলেন । । হোয়াংটর রাজত্ব সময়ে (প্রায় ২৬৯৭ অবে) বুলি উপমেরু নক্ষত্র, এবং ইহার চতুষ্পাশ্বস্থ নক্ষত্রপুঞ্জ পর্যবেক্ষণ করিয়াছিলেন। কথিত আছে যে তিনি অচল এবং সচল বৃত্ত সম্বলিত । একটা গোলক নিৰ্ম্মাণ করেন, এবং চা ৷ রিট প্রধান দি নিরূপণোপযোগী যন্ত্রের | ( যাহা কেহ দিগদর্শন যন্ত্র বলিয়া নির্দেশ । করিয়াছেন) স্বষ্টি করিয়াছিলেন । গব্ৰিল সাহেব লিখিয়াছেন যে খৃষ্টীয় প্রথম শতাকে চীনের অপমণ্ডলের তিৰ্য্যকৃতা এবং গ্রহণের প্রকৃত কারণ নিরূপণ করিয়াছিলেন; এবং ইহার বহুকাল পূৰ্ব্বে সৌর বৎসরের প্রকৃত দৈর্ঘ্য এবং শঙ্কু