পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৩৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\లిసి అ জ্যোতিষক সংক্ষিপ্ত ইতিবৃত্ত । _ ৰঙ্গ দশম পেীঃ ১১৮২ ) ৫ । নারদদ্ধিান্ত—ইহা দেবর্ষি নারদ প্রণীত । নিম্নলিখিত গ্রন্থগুলি দ্বিতীয় শ্রেণীর অন্তর্গত । ১ । গর্গসিদ্ধাস্ত —এই গ্রন্থ এক্ষণে অপ্রাপ্য হইয়াছে; কেবল হিন্দু জ্যোতিষিক গ্রন্থে কখন কখন গর্গসিদ্ধাস্ত হইতে উদ্ধত অংশমাত্র দৃষ্ট হয়। ২ । ব্যাস সিদ্ধান্ত । ৩ । পরাশর সিদ্ধান্ত-বেণ্টলী সাহেব বলেন যে আর্য্যসিদ্ধান্তের দ্বিতীয় অধ্যায় পরাশর প্রণীত সিদ্ধান্ত লিখিত গ্ৰহগণের সমগতি বিষয়ক প্রস্তাব উদ্ধৃত হইয়াছে। ৪ । পোলিষ সিদ্ধান্ত—কোলব্রুক এবং বেণ্টীে এই গ্রন্থের উল্লেখ করিয়াছেন । এই গ্রন্থ এবং আর্য্যসিদ্ধান্তের মত পরস্পর বিরোধী । ৫ । পুলস্ত সিদ্ধান্ত । ৬। বশিষ্ঠ সিদ্ধাস্ত—বেণ্টলী এবং কোলব্রুক সাহেব বলিয়াছেন যে এই গ্রন্থ অদ্যাপি বর্তমান আছে। বেণ্টলী আরও বলিয়াছেন যে বশিষ্ঠসিদ্ধান্ত এবং স্বৰ্য্যসিদ্ধান্তে অনেক সোসাদৃশ্য লক্ষিত হয় । নিম্ন লিখিত গ্রন্থগুলি তৃতীয় শ্রেণীর অন্তর্গত। - ১ । আর্য্যসিদ্ধান্ত—আর্য্যভট্ট ‘আর্য্যা&শতক’ এবং “ দশগীতক’ নামক দুই খানি গ্রন্থ রচনা করেন । বেণ্টলী সাহেব “ আৰ্য্যসিদ্ধান্ত” এবং “ লঘুআর্য্যসিদ্ধান্ত” নামক যে দুইখানি গ্রন্থের করেন । উল্লেখ করিয়াছেন তাহ বোধ হয়। উক্ত দুইখানি গ্রন্থেরই নামস্তর হইবেক । ২ । বরাহসিদ্ধান্ত—বরাহমিহির ব্রহ্ম, স্বৰ্য্য, পেলিষ, বশিষ্ঠ এবং রোমক সিদ্ধাত্তের সার সংগ্ৰহ করিয়া * পঞ্চ সিদ্ধান্ত” নামক গ্রন্থ প্রণয়ন করেন । ৩। ব্রহ্মসিদ্ধান্ত-ব্রহ্মগুপ্ত রচিত । এই গ্রন্থের প্রকৃত নাম “ ব্ৰহ্ম-স্কুটসিদ্ধাস্ত ।” ভাস্করাচার্য এই গ্রন্থ অবলম্বন করিয়৷ ** সিদ্ধাস্ত শিরোমণি’রচনা করেন । ৪। রোমকসিদ্ধাস্ত-কৃষ্ণ বশিষ্ঠ, সিদ্ধান্তের মতাবলম্বন করিয়া এই গ্রন্থ প্রণয়ন করেন । বরাহমিহির প্রণীত সিদ্ধান্তে এই গ্রন্থের উল্লেখ আছে । ৫ । ভোজসিদ্ধান্ত--খ্ৰীষ্টীয় দশ বা একাদশ শতাবে ধাররাজ ভে{জদেবের রাজত্ব সময়ে এই জ্যোতিষিক গ্রন্থ রচিত হয় । নিম্নলিখিত গ্রন্থ পাঁচ খানি চতুর্থ শ্রেণীর অন্তর্গত । ১। খ্ৰীষ্টীয় দ্বাদশ শতবে ভাস্করাচাৰ্য্য “ সিদ্ধান্তশিরোমণি’ নামক গ্রন্থ রচনা শাণ্ডিল্য গোত্রোস্তুব ভাস্কর ১০৩৬ শকে* মহেশ্বরের ঔরসে জন্মগ্রহণ

  • “The years of the era of Sălivāhana are, accordingly to Warren, Solar years; their reckoning commences after the lapes of 2179 complete years of the Iron age, or early in April A. D. 78 * * The years of this era are

- generally cited as Saka or Saka † a--- -