পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৪১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

i 8 ०९ –=ಾ ---> চৈতন্য । حسیحیت ہے پagsيجيجينيe= (اچ هم د,:Rers -!n, csh) নিকট ; সুতরাং অমুভাবকতার অনুশী- তাহার অনেকটা নিন্দাপ্রশংসায় বৈষ্ণব লন যাহাতে হয়, তাহতেই কবিত্বের লাভ আছে। অতএব বাঙ্গালি যে কবি, - حم ~~_ఒళ్మిణ్ణి"YY-~ g চৈতন্য । পঞ্চম অধ্যায় । বঙ্গদেশ দশন । ১৪২৬ অথবা ২৭ শকে* উনবিংশ বৎসর বয়ঃক্রম কালে চৈতন্য বঙ্গদেশ

  • বৎসর গণনা বৈষ্ণবদিগের গ্রন্থ ও

যুক্তি উভয়ানুসরণ করিয়া নির্ণীত হইল । চৈতন্য ২৩ বৎসর ১১ মাস বয়ঃক্রম কালে গৃহত্যাগ করেন । চব্বিশ বর্ষের শেষে যেই মাঘ মাস তবে শুক্ল পক্ষে প্ৰভু কৈলা সন্ন্যাস । র্তাহার জন্ম ১৪০৭ শকের ফাস্তুন মাসে হয় ১ম অঃ দেখ । আবার চৈতন্য ভাগবতে ও চৈতন্য চরিতামৃতে স্পষ্টাক্ষরে লিখিত আছে, চৈতন্য বঙ্গ হইতে প্রত্যাগত হওয়ার অব্যবহিত পরেই গয়াধামে যাত্রা করেন এবং গয়া হইতে প্রত্যাগত হইয়া চারি বৎসরকাল গৃহে অবস্থান করেন । বঙ্গ দেশ হইতে প্রত্যাগত হইয়া তিনি, আর একটা কাৰ্য্য করেন অর্থাৎ দ্বিতীয়বার পাণিগ্রহণ ৷ তীর্থযাত্র ও বিবাহ নুনধিক ১ বৎসর ও গৃহে অবস্থান চারি বৎসর ২৩ বৎসর ১১ মাস হইতে বাদ দিলে ১৮ বৎসর ও কয়েক মাস হয় এবং তাহার জন্ম ১৪০৭ শকের ফাস্তুন মাস । এই জন্য উক্তকাল ১৪২৬ অথবা ২৭ । ধৰ্ম্মের দাবি, আছে। - ক্রমশঃ গমন করিতে ইচ্ছা করিলেন। শ্রীহট্টে তাহার পূৰ্ব্বপুরুষদিগের বাটী, (খ্রীহট্ট বঙ্গদেশের অন্তঃপাতী) সুতরাং পৈতৃক বাসস্থান দেখিতে কৌতুহল জন্মিবে তাহাতে আশ্চৰ্য্য কি ? যদিও এযাত্রায় শ্ৰীহট্ট পৰ্য্যন্ত ঘাইতে পারিয়াছিলেন না তথাপি, বোধ হয়, পৈতৃক বাসস্থান সনদর্শনই তাহার প্রধান উদ্দেশ্য ছিল । চৈতন্য বঙ্গদেশাভিমুখে পদব্ৰজে যাত্রা করিয়া পদ্মাবতীর তীরে উত্তীর্ণ হইলেন। কিয়দিবস অবস্থান করিলেন । পদ্মাবতী : জঙ্গীপুরের ৬৭ ক্রোশ উত্তর ছাপঘাট হইতে গঙ্গা হইতে বহির্গত হইয়া ২২ কোদালী মোকামে ব্রহ্মপুত্রসহ মিলিত হইয়াছে। ছাপঘাট মুর্শিদাবাদ জিলার অন্তর্গত, ২২ কোদালী ঢাকা। এই বিস্তীর্ণ পদ্মানদীর উপকূলের কোন স্থানে তিনি অবস্থিত হইয়াছিলেন,চৈতন্য চরিতামৃত, চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত প্রভৃতি । গ্রন্থে অথবা কোন নাটকাদিতে তাহার নিদর্শন পাওয়া যায় না । |