পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৪১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ५अrofश्य, cຊໂ:, い々ゅえ 1) যায়, অধুনা পদ্মাতীরে যত গ্রাম আছে তন্মধ্যে শাfদখারদিয়াড়শ ও তাহার নিকটবর্তী কয়েকট গ্রাম ও তাহার অপর পারস্থিত মিরগঞ্জ i ও তাহার পাশ্ববৰ্ত্তী কয়েকটা গ্রাম সমধিক বৈষ্ণব প্রধান এবং হয় ত সাদিখারদিয়াড়েই তিনি অবস্থান করিয়াছিলেন। প্রেমতলী এবং খেতরী সমধিক বৈষ্ণবপ্রধান স্থান বটে, কিন্তু অধুন পদ্মার নিকটবৰ্ত্তী হইলেও তৎকালে নিকটে ছিল না। যে হেতু বিগত ২০ । ২৫ বৎসর পূৰ্ব্বেই প্রেমতলী হইতে পদ্ম ৩ ক্রোশের অধিক ব্যবধান ছিল, এবং প্রেমতলী পার হইয়। অপর পারে ক্রমাগত ৮ ॥১০ ক্রোশ গমন করিলেও তাহ পদ্মার চর বোধ হয় । সুতরাং বোধ হয়, এককালে পদ্মা প্রেমতলী হইতে অনেক দূরে ছিল । বিশেষ প্রেমতলীর ২০০৩০০ হস্ত পরেই, খেতরীর গ্রাম ক্রোশাৰ্দ্ধ অগ্র হইতে ভুবীন্দ্র । পদ্ম৷ ভূধীন্দ্রের তাদৃশ নিকটস্থ থাকিতে পারে না। যেহেতু পদ্মার তীরের দিয়াড় এবং ভড় অতিক্রম করিলে ভুবীন্দ্র পাওয়া যায়। অপর প্রেমতলী নিকটে কুমারপুরে অদ্যাপি মুসলমান ও বঙ্গের প্রাচীন পালবংশীয় ভূপালদিগের যে সকল ভগ্নাবশেষ দেখা যায়, তদৃষ্টে নিশ্চয় অনুভূত হয় যে সে সকল পদ্মার তীরে গঠিত হয় i চৈতন্য। অন্যদীয় প্রমাণাবলম্বন করিলে জানা প্রেমতলী প্রভৃতি গ্রাম হইতে দূরেছিল। নাই এবং তৎকালে পদ্মা কুমারপুর,

  • জেলা মুরশিদাবাদে স্থিত। { জেলা রাজসাহীস্থিত ।

تاتےتتتتتتق=! مع عمومس. ৪০৩ : তবে যে এসকল গ্রাম বৈষ্ণবপ্রধান তাহার কারণ, অম্লান ১০০ বৎসর অতীত হইল গড়ের হাট পরগণায় রাজা বৈষ্ণব চূড়ামণি নরোত্তম অবস্থান করিতেন, ; এবং গোবিন্দ দাস কবিরাজ ( কবি ! গোবিন্দ দাস) রামচন্দ্র কবিরাজ প্রভৃতি i পরবর্তী বৈষ্ণবগণ (র্যাহারা পূৰ্ব্ববৰ্ত্তীয়দিগের অবতার বলিয়া খ্যাত হইয়াছিলেন ) তথায় অনেক সময় বাস করি । তেন । নরোত্তম দাসের পূৰ্ব্বে প্রেম- : তলী প্রভৃতি ঘোর শাক্তপ্রধান ছিল । সুতরাং চৈতন্যদেবের তথায় অবস্থান যুক্তি সঙ্গত বোধ হয় না,শাদিগারদিয়াড় অথবা মিরগঞ্জই তাছার বঙ্গদেশে অবস্থানের স্থান বলিয়া বোধ হয় । কিন্তু মিরগঞ্জে অদ্যাপি চৈত্রমাসে গঙ্গাস্নানের দিবসে ‘’ দধি চিড়ার ফলার” করা বৈষ্ণবদিগের ও তৎপ্রদেশীয় সাধারণ লোকদিগের ধৰ্ম্মের অঙ্গ বলিয়া বোধ আছে। সাধারণ্যে বিশ্বাস চৈতন্য ঐ . দিবসে তথায় “ দধি চিড়ার ফলার’ করিয়াছিলেন । পক্ষান্তরে পথিক লোকই * দধি চিড়ার ফলার” করিয়া থাকে, এজন্য মিরগঞ্জে চৈতন্য পথিক ও শাদিখারদিয়াড়ে অবস্থিত হইয়াছিলেন ইহাই অনুভূত হয়। তবে যদি কেহ কেহ এ আপত্তি করেন শদিখারদিয়া ভূপদ্মাতী হইতে ৪ ক্রোশ ব্যবধান । ইহার উত্তর স্থলে এই প্রস্তাব লেখক বলিতে পারেন, ষে ১৮১৯ বৎসর অতীত হইল তিনি =خجیے۔