পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৪১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- - -----جج تپه મનઃનિર્મ cત્રો, ১২৮২ ) নীতিকুসুমাঞ্জলি । 80 দৈব দূর করে, আত্ম-শক্তিকর সার। যত্বে সিদ্ধ না হইলে দোষ বল কার । వరి সম্পদে কর্কশ, থলের মানস, i আপদেই সুকোমল । সুশীতল পয়, সুকঠিন হয়, কিন্তু মৃদু তপ্ত জল ৷ *> গুণীর যে গুণ তাহা জানে গুণধর । অন্যে কভু নাহি জানে সে গুণনিকর-৷ ; মালতী মল্লিকা পুষ্প গন্ধ বিমোহন । নাসিকাই জানে কভু না জানে লোচন ॥ ミ& ক্ষোভের যাতন সহে সাধুণীল নর। সহিতে না পারে কভু ইতর পামর ॥ মহা শাণ ঘর্ষণেতে হীরাই সক্ষম । চড়াইলে চূর্ণ হয় চামড়া অধম। i ২৩ স্বজাতীয় বিনা বৈরি পরাভূত নয়। হীরাতেই ছিদ্র করে মণি মুক্ত চয়। i ૨ 8 অতিশয় ক্ষুদ্র নরে, যে হিত সাধনা করে, মহতেও তাহ নাহি পারে । পান করি কুপপয়, প্রায় তৃষা শাস্ত হয়, বারিধি কি পিপাসা নিবারে ? くの এক ভূমি জাত, ঐক্য কাণ্ড আর দলে। কেবা শালি, কেবা শ্যামা,পরিচয় ফলে ॥ &V) মুখভরি অন্ন দিলে কে না বশ হন। মৃদঙ্গে মধুর ধ্বনি অৰ্পিলে ক্ষীরণ ॥

  • কক্কর প্রভৃতি।

తా పతాఙ ఇis রত্নাকরে অাছে রত্ন তাহে কিবা হয় । তাহে বা কি বিন্ধ্যাচলে অাছে করিচয় । কি ফল মলয়াচলে চন্দন কানন । পরের হিতেই শুদ্ধ সাধুজন-ধন । ミbア বিকসিত বকুল মুকুলে যেই জন । তৃষাতেও না করিত চরণ চারণ II আহ আহা হা বিধাতা সেই মধুকরী। বিপদে পড়িয়া সার করিলা বদরী। R :) - পিপাসায় গিয়ে আমি সিন্ধু সন্নিধান । শুদ্ধ এক গণ্ডুষ করিমু জল পান । জলধির দোষমাত্র তাহে কিছু নাই। আমারি কৰ্ম্মের ফল ফলিয়াছে ভাই । V) o কি ফল নিৰ্ব্বাণ দীপে তৈল দান করা। চোর গতে সাবধান কিসে যায় ধরণ II কি ফল কামিনী-কেলি সমাগতে জরা । কি ফল প্রবাহ-গতে আলী বন্ধ করা ৷ ○> বরং অসিধারে কিম্বা তরুতলে বাস । বরং ভিক্ষাকর ভাল, কিম্ব উপবাস ॥ বরং শ্রেয় ঘোয়তর নরকে পতন । তথাপি লয়োনা গৰ্ব্ব জ্ঞাতির শরণ ॥ ৩২ কুজনের সেবা আর কুগ্রামে নিবাস । কুভোজন, ক্রোধমুখী ভাৰ্য্যা সহবাস। বিধবা তনয়! আর বিদ্যাহীন সুত । অনল বিরহে তনু করে ভক্ষ্মীভূত।