পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৪১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| নীতিকুম্নমাঞ্জলি । (नw**ंग, cત્રોઃ ४ २* ३ ॥ \○○ পশ্চিমে উদিত যদি হন দিন কর । শিখরাগ্রে ফুটে যদি কমল নিকর ॥ অচল সচল হয় অনল শীতল । তবু সজ্জনের বাক্য না হয় বিফল । Vo)& যথা নারিকেল ফল, গৰ্ত্তে সঞ্চরয়ে জল, সেরূপ লক্ষ্মীর আগমন । গজভুক্ত কথবেল, সেরূপ লক্ষ্মীর খেল, পলায়ন করেন যখন । \$)& অতি রমণীয় কাৰ্য্যে পিশুন যেজন । সবিশেষ যত্নে করে দোষ অন্বেষণ II যথা অতি রমণীয় চারু কলেবরে । ব্ৰণ অন্বেষণ করে মক্ষিক নি করে । ৩৬ সদগণীর যত গুণ, বর্ণনায় সুনিপুণ, যিনি হন সাধু সদাশয়। নব চূতাঙ্কুররস, পান করি হয়ে বশ, কোকিল ললিত কুহরয় ॥ ©ፃ সতের সদগুণ, দুর্জন পিশুন, ক্ষণেকে দূষিত করে । যথা ধূম রাশি, বিমলত নাশি, মলিন করে আস্বরে ৷ * ՎԶԵযত্র দোষচয়, প্রকটিত হয়, বিভাত না হয় গুণ । চন্দ্রে মৃগরেখা, স্পষ্ট যায় দেখা, প্রসন্নত তাহে नून ॥ --ബ് \ల్సి কাম ক্রোধজাত দোষ বিবেকে বিলয় । ভানুর কিরণে মাত্র নিশাতমঃ ক্ষয় ॥ 8 o উপদেশ উপযুক্ত পাত্ৰ বুদ্ধিমান । বিফল নিৰ্ব্বোধ জড়ে উপদেশ দান । কুহুম সুরভি তিল করে আকর্ষণ ॥ . যব তাহে ক্ষমবানু নহে কদাচন। 8 × I মরণেই সদগুণীর গুণের প্রচার । পুড়িলে চন্দন কাষ্ঠ সৌরভ বিস্তার ॥ 8: দুষ্টের দেীর্জন্য চর, কখন কি গত হয়, কি করে বা উত্তম আকরে । জনমিয়া রত্নাকরে, প্রাণিগণ প্রাণ হরে, কালকূট বিষ ভয়ঙ্করে। 8 ○ উদ্যোগ বিহনে ধন না হয় অর্জন । ক্ষীরোদ মথিয় সুধা পিয়ে মুরগণ ॥ - 88 আপদেওঁ অবিকৃত স্বভাব সাধুর। পারকে পড়িয়া গন্ধ বিতরে কপূর ॥ 8 (t আপৎ সময়ে সাধু আরো শোভাকর। রাহুগ্ৰস্ত সুধাকর দ্বিগুণ সুন্দর ৷ .• من 8 যদি এজগৎ কভু পদ্মশূন্য হয়। আবর্জন পরিপূর্ণ হয় বিশ্বময় ॥ তবে কি মৃণাল ভোজী রাজহংস গণ । কুকুটের প্রায় করে মল অন্বেষণ । துன்க