পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৪১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

त्रचन-नि cની t. ১২৮২ ) 8 ሳ মদ যুক্ত নাতঙ্গের মস্তক উপরে । সিংহ শিশু পড়ে গিয়া মহা ঘোর স্বরে । প্রকৃতিতে জাত এই স্বত্ব মহাধন । বয়সের ধৰ্ম্ম ইহা নহে ত কখন । 3br সিংহের প্রতি শূকরের উক্তি। দশব্যাঘ্ৰ, সপ্তসিংহ, তিন হস্তী সনে । অবহেলে পরাভূত করিয়াছি রণে ॥ কৃষ্ণকাস্তের উইল । 8aసి তোমাতে আমাতে অদ্য হইবে সমর। দেখুন দেখুন আসি যতেক অমর ॥ শূকরের প্রতি সিংহের উক্তি । যা রে যা বিহিত দুরে শূকর নন্দন । সিংহজয়ী বলি বৃথা কর আস্ফালন । সিংহ শূকরের বলে ভেদ কত দূর । ভালমতে জ্ঞাত যত পণ্ডিত ঠাকুর । ক্রমশঃ কৃষ্ণকাস্তের উইল । প্রথম পরিচ্ছেদ । হরিদ্র গ্রামে একঘর বড় জমীদার ছিলেন। জমীদার বাবুর নাম কৃষ্ণকান্ত রায় । কৃষ্ণ কান্ত রায় বড় ধনী ; তাহার জমীদারীর মুনাফা প্রায় দুই লক্ষ টাকা । এই বিষয়টা তাহার ও র্তাহীর ভ্রাতা রামকস্ত রায়ের উপার্জিত । উভয় ভ্রাতা একত্রিত হইয়া ধনেপোর্জন করেন । উভয় ভ্রাতায় পরম সম্প্রীতি ছিল, একের মনে এমত সন্দেহ কস্মিনকালে জন্মে নাই—যে তিনি অপর কর্তৃক প্রবঞ্চিত হইবেন । জমীদারী সকলই জ্যেষ্ঠ কৃষ্ণকান্তের নামে ক্রীত হইয়াছিল। উভয়ে একান্নভুক্ত ছিলেন। রামকান্তরায়ের একটী পুত্র জন্মিয়াছিল—তাহার নাম গোবিন্দলাল । পুত্রটর জন্মাবধি, রামকান্ত রায়ের মনে২ সঙ্কল্প হইল যে উভয়ের উপার্জিত বিষয়, একের নামে கைகை - ജത്ത -- - আছে, অতএব পুত্রের মঙ্গলার্থ তাহার লেখাপড় কর কৰ্ত্তব্য । কেন না যদিও । তাহার মনে নিশ্চিত ছিল যে কৃষ্ণকান্ত । কখন প্রবঞ্চন অথবা তাহার প্রতি তা । ন্তায় আচরণ করার সম্ভাবনা নাই তথাচ । কৃষ্ণকান্তের পরলোকের পর তাহার পুত্রেরা কি করে তাহার নিশ্চয়তা কি ? কিন্তু লেখা পড়ার কথা সহজে বলিতে ; পারিলেন না—আজি বলিব, কালি ; ५aदः किं ; প্রয়োজনবশতঃ তালুকে গেলে সেইখানে । বলিব, করিতে লাগিলেন । অকস্মাৎ তাহার মৃত্যু হইল । যদি কৃষ্ণকান্ত এমত অভিলাষ করি তেন,যে ভ্রাতুষ্পপুত্রকে বঞ্চিত করিয়া সকল । সম্পত্তি এক ভোগ করিবেন,তাহা হইলে তৎসাধন পক্ষে এখন আর কোন বিঘ্ন ছিল না । কিন্তু কৃষ্ণকাস্তের এরূপ অসদভিসন্ধি ছিল না । তিনি গোবিন্দলালকে تعمیم سیاست