পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৪২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8> २ কৃষ্ণকাস্তের উইল । (সঙ্গদশম, পোঃ ১২৮ • । হরলাল আসিয়া তাহার শিওরে বসিলেন। ব্ৰহ্মা । বাড়ী এলে ? হর। বাড়ী এখন যাই নাই । ত্র। একেবারে এই খানেই ? কলিকাতা হইতে কতক্ষণ ত্যাসিতেছ? সে কি, বড় বাবু যে ? কখন হর । কলিকাতা হইতে দুই দিবস হইল আসিয়াছি। দুই দিন কোনস্থানে লুকাইয়াছিলাম। আবার নাকি নুতন উইল হই বে? ত্র। এই রকম ত শুনতেছি। হর। আমার ভাগে এবার শূন্য । ব্র । কৰ্ত্ত। এখন রাগ কর্যে তাই বলছেন কিন্তু সে টা থাকবেন । হর। আজি বিকালে লেখা পড়া হবে ? তুমি লিখিবে ? ব্র । তা কি করব ভাই ? কৰ্ত্ত বলিলে ত না বলিতে পারি না। হর । ভাল, তাতে তোমার দোষ কি ? এখন কিছু রোজগার করিবে ? ব্র । কিলটে চড়টা ? তা ভাই মার না কেন? হর। তা নয়; হাজার টাকা । ব্র । বিধবা বিয়ে কর্যে নাকি ? হর । তাই । - ত্র। বয়স গেছে । হর । তবে আর একটী কাজ বলি । এখনই আরম্ভ কর। আগামী কিছু গ্রহণ কর । , এই বলিয়া ব্ৰহ্মানন্দের হাতে হরলাল পাঁচ শত টাকার নোট দিলেন । ব্ৰহ্মানন্দ নোট পাইয়া উলটিয়া পাল. । টিয়া দেখিল। বলিল, “ইহা লইয়৷ আমি কি করিব ?” হর । পুজি করিও । দশ টাকা মতি | গোয়ালিনীকে দিও। - হর। গোওয়ালা ফোওয়ালার কোন ৷ এলেকা রাখি না । কিন্তু আমার করিতে ! হুইবে কি ? হর । দুইটি কলম কাট । ঠিক সমান হয় । ব্র । আচ্ছা ভাই—যা বল তাই শুনি । এই বলিয়া ঘোষজ মহাশয় দুইটি মূতন কলম লইয়। ঠিক্‌ সমান করিয়া কাটিলেন । এবং লিথিয়া দেখিলেন যে দুইটিরই লেখা এক প্রকার দেখিতে হয়। তখন হরলাল বলিলেন ইহার একটি কলম বক্সতে তুলিয়। রথ । যখন উইল লিখিতে যাইবে এই কলম লইয়া গিয়া ইহাতে উইল লিখিবে । দ্বিতীয় কলমটি লইয়া এখন একগান লেখা পড়া করিতে হইবে । কালি আছে ? ব্ৰহ্মানন্দ মসীপাত্র বাহির করিয়া লিথিয় দেখাইলেন । হরলাল বলিতে লাগিল, . . “ভাল, এই কালি উইল লিখিতে । লইয়া যাইও ।” ত্র । তোমাদিগের বাড়ীতে কি দেীওয়াত কলম নাই যে আমি ঘাড়ে করিয়া নিয়া যাব ? দুইটি যেন তোমার কাছে ভাল । கருகாக عتعاع عذ হর । আমার কোন উদ্দেশ্য আছে