পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৪২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( 4छा न ४fभ, cજી:, ४ १४ दे 1) কৃষ্ণকাস্তের উইল । 8 S L —নচেৎ তোমাকে এত টাকা দিলাম ८कन ? ত্র। আমিও তাই ভাবিতেছি বটে—- ভাল বলেছ ভাইরে। হয় । তুমি দেওয়াত কলম লইয়। গেলে কেহ ভাবিলে ও ভাবিতে পারে আজি এটা কেন ? তুমি সরকারিকলি কলমকে গালি পাড়িও তাহা হইলেই শোধরাইবে । ব্র। তা সরকারি কালি কলমকে শুধু কেন ? সরকারকে শুদ্ধ গালি পাড়িতে পারিব । হর । তত আবশ্যক নাই । অ{সল কৰ্ম্ম অlরস্ত কর । তখন হরলাল দুইখানি জেনেরাল লেটর কাগজ ব্রহ্মানন্দেয় হাতে দিলেন । ব্ৰহ্মানন্দ বলিলেন,

  • এযে সরকারি কাগজ দেখিতে পাই ।”

“ সরকারি নহে-–কিন্তু উকীলের বাড্রীর লেখা পড়া এই কাগজে হইয়া থাকে। কৰ্ত্তাও এইরূপ কাগজে উইল লেখাইয়া থাকেন, জানি । এজন্যে এই কাগজ আমি সংগ্ৰহ করিয়াছি । যাহা বলি তাহা এই কালি কলমে লেখ ।” । ব্ৰহ্মানন্দ লিখিতে অfরস্ত করিল। হরলাল একখানি উইল লেখাইয়া দিলেন। তাহার মৰ্ম্মার্থ এই । কৃষ্ণকান্ত রায় উইল করিতেছেন। তাহার নামে যত সম্পত্তি আছে তাহার বিভাগ কৃষ্ণকাস্তের পর এক্ষণে লোকাস্তে এইরূপ হইবে। যথা, বিনোদ ।

  • - مع تتسسسسعتقتة so so.o.

লাল তিন আনা, গোবিন্দলাল একপাই ; গৃহিণী এক পাই ; শৈলবতী এক পাই ; হরলালের পুত্র এক পাই, হরলাল জ্যেষ্ঠ পুত্র বলিয় অবশিষ্ট বার আন । লেখা হইলে ব্রহ্মানন্দ কহিলেন, “ এখন ত উইল লেখা হইল-দস্তখত করে কে ?” “ আমি।” বলিয়! হরলাল ঐ উইল কৃষ্ণকান্ত রায়ের এবং চরিজন সাক্ষির দস্তখত করিয়া দিলেন । ব্ৰহ্মানন্দ কহিলেন, “ভাল, এ ত জাল ठ्झेठा ।” হর। এই সাচ্চ উইল হইল, বৈকালে যাহা লিখিবে সেই জীল । ত্র । কি সে ? হর । তুমি যখন উইল লিখিতে যাইবে তখন এই উইল খানি আপনার পিরানের পকেটে লুকাইয়া লইয়া যাইবে। সেখানে গিয়া এই কালি কলমে র্তাহাদেৱ ইচ্ছামত উইল লিখিবে । কাগজ, কলম, কালি, লেখক একই; সুতরাং দুই খানই উইলই দেখিতে একপ্রকার হইবে । পরে উইল পড়িয়! শুনান ও । দস্তখত হইয়া গেলে শেষে তুমি স্বাক্ষর । করিবার জন্য লইবে । সকলের দিকে । পশ্চাৎ ফিরিয়া দস্তখত করিবে। সেই | অবকাশে উইল খানি বদলাইয়া লইবে । , এই খানি কর্তাকে দিয়া কৰ্ত্তার উইল । খনি আমাকে আনিয়া দিবে। ব্ৰহ্মানন্দ ঘোষ ভাবিতে লাগিল । محسیع. جی-- 》