পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৪২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

l 8 శిలా শৈশৰসহচরী। न्न پہ:منت تتتمہ' سہ پہنممت T-7 ------- ৰঙ্গ দশম পেীঃ ১২৮২ ) রে। গোবিন্দলালের মুখে আগুন ! আমাকে অবিশ্বাস করিবেন না । হর । আর যদি কোন প্রকারে আমি কৰ্ত্তাকে জানাই যে রোহিণী তাহার ঘরে চুরি করিয়াছে। রো। আমি তাহা হইলে কৰ্ত্তার নিকট এই উইল খানি ফিরাইয়া দিব । আর বলিব যে আমি এই উইল ব্যতীত কিছুই চুরি করি নাই। তাও বড় বাবুর কথায় করিয়াছি । তাহাতে বড় বাবুর উপকার কি অপকার হইবে তাহ আপনিই বিবেচনা করুন। স্মরণ করিয়া দেখুন আসল উইলে আপনার শূন্য | ভাগ ; আমাকে থানায় যাইতে হয় আমি মহৎ সঙ্গে যাইব । - হরলাল ক্রোধে কম্পিতকলেবর হইয় রোহিণীর হস্তধারণকরিলেন এবং বলে উইল খানি কাড়িয়া লইবার উদ্যোগ করিলেন। রোহিণী তখন । ইল তাহর নিকট ফেলিয়া দিয়া । বলিলেন, - : “ইচ্ছা হয় আপনি উইল লইয়া | যাউন। আমি কৰ্ত্তার নিকট সম্বাদ দিই যে তাহার উইল চুরি গিয়াছে— তিনি নূতন উইল করুন।” হরলাল পরাস্ত হইলেন। তিনি ফ্রোধে উইল দূরে নিক্ষিপ্ত করিয়া কহিলেন,

    • তবে অধঃপাতে যাও ।” এই বলিয়া হরলাল সেস্থান হইতে । প্রস্থান করিলেন । রোহিণী উইল লইয়া নিজালয়ে প্রবেশ করিল।

ক্রমশঃ --శిక్షGష్ట్రి-- শৈশবসহচরী। অষ্টাদশ পরিচ্ছেদ । নিশাচরদ্বর } একদা রাত্রি দ্বিতীয় প্রহর সময়ে এক ব্যক্তি দ্রুতপাদবিক্ষেপে সুবর্ণপুর গ্রামের যে পল্লীতে হরিনাথ মুখে বাস করেন, সেই পল্লীতে যাইতেছিলেন। মাঘ মাস, আকাশ মেঘাচ্ছন্ন, রাত্র অন্ধকার, কোলের মানুষ দেখা যায় না—অতি প্রবল উত্তর বাতাসে পথিক শীতপীড়িত হইয়া মধ্যে ২ গাত্রে বসনদ্বার। মুখের কিয়দংশ ஆம்.இது আবরণ করিতেছিলেন । পথিক কিঞ্চিৎ দূর যাইয়। রাজপথ ত্যাগ করিয়া একটি অতি অপ্রশস্ত গলি পথ দিয়া চলিলেন। । পথ এমত অপ্রশস্ত যে পথিকের গাত্র । বসন দুইপাশ্বস্থিত বৃতি স্পর্শ করিতে লাগিল। মধ্যে২ পথিপাশ্বে বৃহৎ২ বৃক্ষ । থাকাতে সেই পথে অন্ধকার আরও গাঢ়তর বোধ হইতে লাগিল । অতি প্রবল নৈশবায়ু মধ্যে২ পথিককে র্কাপাইতে । লাগিল, তজ্জন্য পথিক আরও দ্রুত চলি श् चां प्र्च्च्च्ह