পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৪৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wo ! ઇનઃ સ્વત નૌા, نهاد ૨૧) শৈশবসহচরী। 8રહ আমি সেই জন্য সেস্তান ত্যাগ করিয়া এই বাধা ঘাটে শয়ন করিয়া আছি। র। একাকী এই রুগ্ন অবস্থায় কেমন করিয়া ভ্রমণ করিতেছেন—হঠাৎ কোন ৷ দুর্ঘটনা হইতে পারে— · স্ত্রী। আমি একাকী নহি ; আমার একজন সমভিব্যাহারী আছে—আমি সে জন্য তোমায় ব্যস্ত করিব না । র । অামাদের ব্যস্ত করিবেন না ত কাহাকে ব্যস্ত করবেন; আমরা কি | আপনার পর— । * शैौ । छूभि श्रांभांद्र श्रृंद्र नश् किड़ তোমার যত্নে আমার তৃপ্তি হইবে না— এই কথোপকথন হইতে হইতে সেই গভীর তমিশ্র নৈশগগন ভেদ করিয়া আম্রকানন কাপাইয়া সঙ্গীতধ্বনি হইল । রতিকান্তের শরীর কন্টকিত হইল। পীড়িত রমণীও চমকিত হইলেন এবং কহিলেন “जूि এস্থান হইতে যাও, আমার সঙ্গিনী আসিতেছে; তাহার চিত্ত স্থির নহে—তোমাকে দেখিলে তাহার মনের চাঞ্চল্য আরও বৃদ্ধি হইতে পারে।” রতিকান্ত কোন উত্তর না করিয়া সে স্থান হইতে অপস্থত হইলেন, কিন্তু দূরে যাইয়া একটা তিন্তিড়ী বৃক্ষের অন্তরালে লুকাইয়া দেখিলেন ८ष দুর হইতে একটি মধ্যবয়সী রমণী চঞ্চলগমনে আসিতেছে- তাহার নিকটবর্তী হইলে চিনিলেন যে পীড়িত রমণীর সঙ্গিনী আর কেহ মহেঃসেই উন্মদিনী-যাহার معg; অনুসন্ধানে তিনি এই ভীষণ অন্ধকারে | বনে বনে বেড়াইতেছেন। রতিকাস্তের সেই জন্যই অনুধাবন হইল যে তাহার । জাতি রজনীকাস্তের সম্বন্ধে যে অতি | গুড় গোপনীয় কথা উন্মাদিনী গঙ্গাতীরে । | ব্যক্ত করিয়াছিল—তাহারী সহিত এ পীড়িত রমণীর কোন সংশ্ৰব থাকিবার I সম্ভাবনা । অতএব তাঁহাদের কথাবার্তা শ্রবণভিলাষে বৃক্ষান্তরালে রহিলেন । কিন্তু দূরবশতঃ, কিছুই শুনিতে পাইলেন না—ক্রমে যামিনী অবসান হইল, পূৰ্ব্ব निक् छेष९ श्राप्लोकभव्र इहेल, विश्क्रमকুল কলকল রব করিয়া:উঠিল । পীড়িত রমণী উন্মাদিনীর স্কন্ধ আশ্রয় করিয়া । অতি মৃত্নপাদবিক্ষেপে আম্রকানন হইতে নির্গত হইলেন। রতিকান্তও অলক্ষ্যে তাহাদিগের পশ্চাৎ২ অনুসরণ করিলেন। ! রমণীদ্বয় গ্রামাভ্যস্তরে প্রবেশ করিয়া, হরিনাথ মুখোর বাটীর সন্নিকটে একটী । মৃত্তিকানিৰ্ম্মিত কুটীরে প্রবেশ করিলেন। রতিকান্ত উহা দেখিয়া অদৃশ্য হইলেন। বিংশতি পরিচ্ছেদ | কুমুদিনী রাত্রে যাহা দেখিল। " রজনীকান্ত যেমন কুমুদিনীর রূপ দেখিয়া মোহিত হইয়াছিলেন, আমরা যদিও | মোহিত হই নাই, তথাচ উহাকে মধ্যেং দেখি নাই; চল পাঠক, যদি তোমাদের গৃহিণীর রাগ না করেন তবে আজ এক বার তাহাকে গিয়া দেখি) প্রস্ফুটিত