পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৪৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8२७ ۹۹ ه» و «a, ch »۹) পদ্ম কুসুমবৎ কুমুদিনী সৌন্দৰ্য্য दिकीर्ष করিয়া বেড়াইতেছেন। শৈশব হইতে । | তিনি পিতৃস্নেহে বঞ্চিত, আজ সেই অঙ্কত্রিম মেহের তিনি অধিকারিণী—সেই মধুর আদরে আদরিণী। আবার সংসারী হইবেন—শৈশষে যখন তাহার বিরাহ হইয়াছিল, তখন বিবাহ কাহাকে বলে জানিতেন না, এবং সেই অর্থ না বুঝিতে২ বিধবা হইয়াছিলেন; এখন তিনি সেই অর্থবুঝিতে পারিয়াছেন; এ অবস্থায় । তাহার বিবাহ হইবে,—আবার মনোমত পাত্রের সহিত বিবাহ–র্তাহার কি জার সুখের সীমা আছে? এই অসীম সুখ বাহিরে অব্যক্ত, অথচ তাহার পিতা মাতা বুঝতে পারলেন—পারিয়া,ভাষার জনক জননী জগদীশ্বরের নিকট মনে২ প্রার্থনা | করিলেন, তাহাদিগের এই একমাত্র কন্যাকে যেন দীর্ঘায়ু করেন— কুমুদিনীও মনেই প্রার্থনা করিলেন তাহার ভাবী পতি শরৎকুমারকে ও র্তাহার পিতা মাতাকে যেন দীর্ঘায়ু করেন। কুমুদিনী সুখের সময়ে তাহার দুঃখে দুঃখী তাহার মুখে সুখী, রজনীকান্তকে ভুলিলেন না, তাহাকে যে অকারণে রূঢ়বাক্য দ্বারামনস্তাপ । - দিয়াছিলেন,তাহা তাহার হৃদয়ে শ্বেলবৎ ইচ্ছা করিতেন যে আর একবার রজনীকাস্তুের সহিত সাক্ষাৎ করিয়া মিঃ আলাপ করিয়া তাহাকে আপ্যায়িত করেন: কিন্তু দুর্ভার্গ বশতঃ রজনীকান্তের জার পানে বসিয়া আছেন, এমত সময়ে পশ্চাতে পদশব্দ গুনিয়া দেখিলেন,অামী | জিজ্ঞাসা করিলেন, “কি হইয়াছে, তো । মার ঠাকুরাণী ত ভাল আছেন?” পাগ করিলেন। কুটারের এক কোণে একটা | মৃত্তিকানিৰ্ম্মিত দীপাধারে একটি ক্ষীণা চিত নহেন,পূৰ্ব্ব পরিচ্ছেদে রতিকাত্ত্বের | মেঘবৎ মধ্যেই কুমুদিনীর হৃদয় অন্ধকার } করিত—এবম্বিধ চিন্তায় এক দিবস } সন্ধ্যাকালে কুমুদিনী তাহদের খিড়কির } উদ্যানের পুষ্করিণীর ঘাটের একটি শো- { দিগের পূর্বপরিচিত উন্মাদিনী তাহার । পশ্চাতে দাড়াইয়া অঙ্গুলিদ্বারা তাহাকে { কি সঙ্কেত করিতেছে। কুমুদিনী জিজ্ঞ স । করিলেন “ কি?” পাগলিনী কোন উত্তর - না করিয়া পুনরায় অঙ্গুলি সঙ্কেতদ্বারা ত- ' হাকে ডাকিতে লাগিল। কুমুদিনী আবার | লিনী মাথা নাড়িয়া বলিল “উ-ই” কুমুদিনী চমকিত হইয়া পাগলিনীর হস্তধরিয়া অতি ব্যগ্রভাবে জিজ্ঞাসা করিলেন । “ পীড়া কি বৃদ্ধি হইয়াছে ?” পাগলিনী । উত্তর না দিরা কেবল অঙ্গুলিদ্বারা তা-" হাকে তাহার সমভিব্যাহারে যাইতে. সঙ্কেত করিতে লাগিল। কুমুদিনী পাগ- ; লিনীর প্রতি বিরক্ত হইয় তাহার সঙ্গে২ | চলিলেন। খিড়কির দ্বারদিয়া নির্গত হইয়া অনতিদূরে একটি ভগ্নকুটারে প্রবেশ । লোক জলিতেছিল। তাহার সন্নিকটে এক জীর্ণ ও গলিত শষ্যায় একটি প্রা- } চীনা অস্থিচৰ্ম্মবিশিষ্ট রমণী শয়ন করিয়া আছেন। ইনি আমাদিগের অপরি: