পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৪৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আমার কাটিবে না । আমার এক ভিক্ষণ আছে ; আমি সেই cનોઃ २२४९ to . . o শৈশবসহচরী | 8२१ ।। সহিত ঘামিনীযোগে অস্ত্রকাননে ইহারই সহিত সাক্ষাৎ হইয়াছিল—এবং রতি অনুসরণ করিয়াছিলেন। কুমুদিনী কুটারমধ্যে প্রবেশ করিয়া দেখিলেন যে পীড়িত রমণী মুমুমু প্রায়; মধ্যে২ মুখে বারিসিঞ্চনের দ্বারা ও অনেক যত্বে তা হার সংজ্ঞাপ্রাপ্তি হইল। পীড়িত রমণী | চক্ষুরুন্মীলন করিয়া নিকটে কুমুদিনীকে দেখিয়া ক্ষণিক হর্ষান্বিত হইলেন। নয়নে দুই এক বিন্দু বারি পড়িল, এবং অতি ক্ষীণস্বরে বলিলেন, “ মা এসেছিস, — কুমুদিনী তুমি পূৰ্ব্বজন্মে আমার কে ছিলে—নতুবা এজন্মে চরমকালে তুমি আমার পুত্রের ন্যায় কাজ করিতেছ কেন ?” কুমুদিনী অঞ্চল দিয়া চক্ষু মুছিতেই বলিলেন “স্থির হউন, নতুবা রোগ বৃদ্ধি পাইবে ।” পীড়িত রমণী উত্তর করিল, “রোগের আর কি বৃদ্ধি পাইবে—মা—আজ রাত্রি তোমার কাছে জন্য তোমাকে ডাকিয়াছি।” কুমু। কি, বলুন । পীড়িত। আমার ভিক্ষা এই যে | বহুদূর হইতে মরিত্তেং যাহাকে দেখিতে আসিয়াছি একবার তাহাকে দেখাও— মা আমার আর কেহ বন্ধু নাই যে এ উপকার করে— . কুমু। কে, কাকে দেখিতে চাও?’ o লেন, “তোমাকে আমার পূর্বপরিচয় | দিব, তা নহিলে তুমি বুঝিতে পারবে হারে আসিয়া রমাকাস্ত বাবুর বাটীতে বাস } | এই সংসারে ੀ স্বরূপ হইয়া রহিলাম। ; | ভগিনীর ক্রমে বিংশতি বৎসর বয়ঃক্ৰম ! পীড়িত ক্ষণেক নীরব থাকিয়া বলি- { না, আমায় একটু জল দাওবড় তৃষ্ণ—” বলিতেই পীড়িত। অচেতন হইল। " একবিংশ পরিচ্ছেদ । কুমুদিনী রাত্রে যাই শুনিল । - কুমুদিনী একটি মৃৎপাত্রে জল আনিয়া তাহার মুখে সিঞ্চন করিলেন, এবং তিনি ংজ্ঞাপ্রাপ্ত হইলে উহা পান করিতে | দিলেন। পীড়িত রমণী কিঞ্চিৎ বলাধান ; হইলে বলিতে লাগিলেন, “তোমাদিগের . প্রতিবাসী রমাকান্ত বন্দ্যোপাধ্যায় প্রথম স্ত্রীর মৃত্যু হইলে আমার কনিষ্ঠ ভগিনী সোণামণিকে বিবাহ করেন । পিতা মাত! দরিদ্র বিধায়ে আমি তাহার সমভিব্যা করিতে লাগিলাম। কখন স্বামীর ঘর li করি নাই, স্বামী একজন মহৎ কুলীন— বিবাহ তাহার উপজীবিকা—আমাকে দরিদ্রের কস্তা বিবেচনা করিয়া কখন তিনি আমাদের বাটী আসিতেন না । কিন্তু যখন জনিতে পারিলেন যে আমি বিখ্যাত ধনাঢ্য রমাকান্ত বাবুর সংসারে বাস করিতেছি, তখন মধ্যে২ আসিতে লাগিলেন। আমি ভগিনীর সংসারে স্বখে থাকিলাম। প্রথমতঃ—মধ্যে২ স্বামীকে দেখিতে পাইতাম, দ্বিতীয়তঃ– হইল। রমাকান্ত বাবুর প্রথম স্ত্রীর | ജങ്ങ