পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৪৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 Ֆ:Հ শৈশবসহচরী। --न्छा | কাদিতে লাগিলা রমণী তাহার কে. : झिदा ? কেহ ন-কিন্তু অনাথিনী বলিয়া | পীড়িত অবস্থায় তাহার শুশ্রুষা করাতে মায়া জন্মিয়াছিল । ইতিমধ্যে রজনীকান্ত সেই কুটারে উপস্থিত হইলেন। তাহাকে দেখিয়া কুমুদিনী উঠিয় দাড়াইলেন । রজনী আশ্চৰ্য্যাম্বিত হইয়া জিজ্ঞাসা করিলেন “এ মৃতব্যক্তি কে ?” কুমুদিনী হঠাৎ বলিয়া উঠিলেন “তোমার জননী।” বলিয়। মনেই অতিশয় ক্ষোভিত হইলেন, লজ্জায় অঞ্চল দিয়া মুখাবরণ করিলেন। রজনী সবিস্ময়ে জিজ্ঞাসা করিলেন,"সে আবার কি ? তুমি কি আমায় চেন না ? : আমি রমাকান্ত বন্ধ্যোপাধ্যায়ের পুত্র " কুমু। অন্তব্যক্তি তাছার পুত্র। রজ। কে ? কুমু। শরৎকুমার। রজ । যাহার সঙ্গে তোমার বিবাহু । হইবে ? ● এই কঠিন তিরস্কারে কুমুদিনী লজ্জা । পরিত্যাগ করিয়া, অত্যন্ত ক্রোধে, পুন্ধৰ মানুষের মত তীব্রভৃষ্টিতে রজনীর প্রতি । চাছিলেন। আবার তখনই স্ত্রীলোকের মত চক্ষু দুটিকে নত করিয়া,ক্ৰমে ক্রমে | জলে পরিপূর্ণ করিয়া, একেবারে কাদিয়া | উঠিলেন। রজনী অপ্রতিভ হইলেন। বলিলেন, “আমি তা বলি নাই। তবে কথাটা আমি এখনও বুঝতে পারি बाहे। - তুমি একথা কেন বলিতেছিলে?” । কু। তুমি আমার কথায় বিশ্বাস ইলেন। মেঘ বলিল, চাতক শুনিল এবার রজনীর দৃষ্টিতে তিরস্কার ব্যক্ত হইল। রজনী বলিল, “ কবে তোমার ; কথায় অবিশ্বাস করিয়াছি ? তোমার কথায় দৃঢ় বিশ্বাস করি বলিয়াই তোমার সঙ্গে আমার আর সাক্ষাৎ নাই । . কুমুদিনী আবার লজ্জায় মুখ মত । করিলেন। পরে বলিলেন, “বিশ্বাস কর না কর, অামার ষা কর্তব্য তা আমি করি। তুমি মনোযোগ দিয়া শোন ।” তখন সেই অন্ধকার নিশীতে, সেই । বিজন কুটার মধ্যে, সেই সদ্যঃবিমুক্তপ্রাণ মনুষ্য দেছপীখে বসিয়া, সেই बूबजै, "of . রজনীকান্তের কাছে বলিতে লাগিল । সেই ভীষণ সৰ্ব্বস্বাস্তকর কথা, কুমুদিনী যেমন মৃতার নিকট - গুনিয়াছিলেন, | তেমনি বলিতে লাগিলেন; ক্ষুদ্র, নিস্তেজ দীপের ক্ষীণালোক, কুটারমধ্যে কঁাপিতেছিল,—মধ্যে২ কুটার ভিত্তির উপর ভোঁতিক ছায়া সকল প্রেতবৎ নাচিতেছিল —শবদেহের উপর ভৌতিক রঙ্গে খেলি- ; তেছিল—কুমুদিনীয় অশ্রুসমুজ্জল চক্ষে বিদ্যুৎ বালসাইতেছিল;—নিকটস্থ বৃক্ষ শাখায় কদাচিৎ কোন অতি মৃদু, কি ভীষণ স্বছ। রব হইতেছিল—দূরে কদা চিৎ কোন বিকট পশু রব করিতেছিল। সেই সময়ে, সেই আলোকে, কুমুদিনী, ধীরে ধীরে, অঙ্কুটস্বরে,গম্ভীরভাবে সেই जुत्रास्त्रकानैि कहिनौ ब्रछनौटक ख्न