পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৪৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ا، جن • ج چ ?ism, sfم sw q) নীতিকুসুমাঞ্জলি। இயற4 88? প্রাচীন সিংহলদেশীয় গ্রন্থ হইতে সঙ্কলিত হইয়াছে। আমাদিগের সংস্কৃত পুরাণের ন্যায় এ গ্ৰন্থখানি কেবল “ কাহিনী” নহে। মহাবংশে ঐতিহাসিক সত্যের অপলাপ করা হয় নাই। মহানামকৃত মহাবংশ ৪৫৯ হইতে ৪৭৭ খৃঃ অব্দের মধ্যে সঙ্কলিত ইহা একশত অধ্যায়ে বিভক্ত এবং আদ্যোপাপ্ত পালি কবিতায় বিবরণ সমূহ স্বপ্রণালী সহকারে বিবিধ । সিংহলদেশীয় প্রসিদ্ধ পালি ইতিবৃত্ত। ' মেং টরনার সাহেব অনুমান করেন এই - গ্রন্থ উত্তর বিহারের বৌদ্ধ স্থবিরগণের মহাবংশ গ্রন্থ । দ্বীপবংশ স্বপ্রণালী অনু সারে রচিত নহে, এজন্য কেহ২ অনুমান করেন এই গ্রন্থ এক সময়ে এক ব্যক্তির দ্বারা রচিত হয় নাই। এই গ্রন্থে বৌদ্ধ ধৰ্ম্মের ঐতিহাসিক বিবরণ বিস্তারিতরূপে शिशिउ, इद्देब्र८क्ल । - গ্রস্থিত। গ্রন্থকার ইহা টীকাসহ রচনা করিয়াছেন। মহাবংশের আর এক অংশ আছে, তাহার নাম স্থলুবংশ। এই অংশে পরা: ক্রম বাহুর (১২৬৬ খৃঃ অঞ্চ) রাজ্য শাসন পৰ্য্যন্ত কীৰ্ত্তিত হইয়াছে। এই গ্রন্থ কীৰ্ত্তি শ্ৰীমহারাজের অনুজ্ঞানুসারে ও তিবত্ববয় দ্বারা রচিত। জর্জ টরনার মহোদয় দ্বারা মহাবংশ অনুবাদ সহ ৩৭ অধ্যায় মুদ্রিত ও প্রচারিত হইয়াছে । দ্বীপবংশ-মহাবংশের ন্যায় এখানিও নীতিকুসুমাঞ্জলি ৷ স্ত্রীরঙ্গলাল বন্দ্যোপাধ্যায় প্রণীত । x (পূর্বপ্রকাশিতের পর) । §§ - - বিশেষ খঙ্গেয় সহ, লিঙ্গড়িলে অহরহ | কদাচিৎ পৰ্য্যটম, করিয়া মানবগণ । বালুকায় তৈল পেতে পার । , শশশৃঙ্গ পাইতেও পারে। । পাৰ করি মৃগতৃষ্ণ, সলিল পানের কৃষ্ণ | কিন্তু ভাই নিরস্তর, মুখে আরাবিলে পর, বুঝি ক্ষভু হুইবে সংহার। । কিছু ফল মই এ সংসারে । । পালি ভাষায় অনেক উৎকৃষ্ট২ গ্রন্থ আছে, তাহার মধ্যে অত্যঙ্গলু বংশ, দ্রাতা বংশ, ব্ৰহ্মজালমৃত্ত, জাতক (পঞ্চ) ক্ষুদক পাঠ, স্বত্ত নিপাত,মহা পরিনিৰ্ব্বাণ স্বত্ত, ধৰ্ম্মপদ, প্রভৃতি অতি প্রসিদ্ধ এবং সিংহল দেশে প্রচলিত । পালিভাষা এক্ষণে সিংহল দ্বীপে ও ব্ৰহ্মদেশে প্রচলিত আছে। এই ভাষার অনেক গ্রন্থ চাইল্ডার্শ, ফসবুল, ক্লফ, । ও কুমার স্বামীর যত্নে মুদ্রিত হইয়াছে । - স্ত্রীরামদাস সেন ।