পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৪৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अजन-fस भtः, २९०२ ।) SSASAS SSMSS --مم-سس-----حمام-معیسعه - - م...، مم-سیسه আমি এ পৃথিবীর কোন সুখভোগ করিতে পাইলাম না? কোন দোষে আমাকে এরূপ, যৌবন থাকিতে কেবল শুষ্ক কীষ্ট্রের মত ইহজীবন কাটাইতে হইল ? যাহার এ জীবনের সকল সুখে স্বর্থী--- মনে কর ঐ গোবিন্দলাল বাবুর স্ত্রী— তাহারা আমার অপেক্ষ কোন গুণে গুণবর্তী—কোন পুণ্যফলে তাহদের কপালে এ স্থখ—আমার কপালে শূন্য? দুরহৌক —পরের মুখ দেখিয়া অমি কাতর নাই— কিন্তু আমার সকল পথ বন্ধকেন ? আমার এ অসুখের জীবন রাখিয়া কি করি ? তা আমরা ত বলিয়াছি,রোহিণী লোক ভাল নয়। দেখ, এটুকুতে কত হিংসা! রোহিণী লোভী, রোহিণী চোর, তা বলিয়াছি—হরলালের টীকা লইয়। উইল চুরি করিল। রোহিণী ব্যাপিকা, তাও বলিয়াছি, হরলালের সঙ্গে অতি ইতরের ন্যায় কথা বার্তা কহিয়াছিল। রোহিণীর অনেক দোষ--তার কান্না দেখে কাদিতে ইচ্ছা করে কি ? করে না। কিন্তু অত বিচারে কাজ নাই—পরের কান্না দেখিলেই কাদা ভাল। দেবতার মেঘ, কণ্টকক্ষেত্র দেখিয়া বৃষ্টি সম্বরণ করে না। তা, তোমরা রোহিণীর জন্য একবার আহ বল। দেখ, এখনও রোহিণী, ঘাটে বসিয়া কপালে হাত দিয়া কঁাদিতেছে— শূন্য কলসী জলের উপর বাতাসে নাচিcडएश्। শেষে স্বৰ্য্য অস্ত গেলেন; ক্রমে সরোবরের নীল জলে কালো ছায়া পড়িল— কৃষ্ণকাস্তের উইল । 8@@ শেষে অন্ধকার হইয়া আসিলা পার্থী সকল উড়িয়া গিয়া গাছে বসিতে লাগিল । ফুটিল। তখনও রোহিণী ঘাটে বসিয়া ক্টাদিতেছে—তাহার কলসী তখন ও জলে ভাসিতেছে । তখন গোবিন্দলাল উদ্যান হইতে গৃহাভিমুখে চলিলেন—যাইবার সময়ে দেখিতে পাইলেন যে তখনও রোহিণী ঘাটে বসিয়া আছে। এখন, রোহিণী বড় ব্যাপিক। বলিয়া বিখ্যাত। খ্যাতি টা অযোগ্য নহে, তাহা পাঠক দেখিয়াছেন। ব্যাপিকা হইলেই আর সঙ্গে২ আসিয়া যোটে। রোহিণীর সে গুরুতর অখ্যাতিও ছিল । সুতরাং কোন ভদ্র ত্যাগ করিতেন । কিন্তু এতক্ষণ অবল এক বসিয়া কঁদিতেছে দেখিয়া, তাহার একটু দুঃখ উপস্থিত হইল। তখন তা হার মনে হইল, যে এ স্ত্রীলোক সচ্চরিত্রা হউক দুশ্চরিত্রা হউক, এও সেই জগৎপিতায় প্রেরিত সংসার পতঙ্গ—আমিও অতএব এও আমার ভগিনী। যদি ইহার করিব না? গোবিন্দলাল ধীরে২ সেপোনাবলি অবতরণ করিয়া রোহিণীর কাছে গিয়া, তা হার পাশ্বে চম্পক নিৰ্ম্মিত মূৰ্ত্তিবৎ সেই AT JeeeTiAAS AAASASASS গোরু সকল গৃহাভিমুখে ফিরিল। তখন । চন্দ্র উঠিল—অন্ধকারের উপর মন্থ আলো ' এক অখ্যাতি, সত্য হউক মিথ্যা হউক, । লোক তাহার সঙ্গে কথা কহিত না । , গোবিন্দলাল কুষ্ঠগ্রস্তবৎ তাহাকে পরি- । সেই তাহার প্রেরিত সংসার পতঙ্গ— · দুঃখ নিবারণ করিতে পারি—তবে কেন ।