পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৪৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

5ר - - جينيا ' 8&\\ა কৃষ্ণকাস্তের উইল । (लघ्रलक्षम भाः ه هه د' চম্পকালোক চন্দ্রকিরণে দাড়াইলেন । রোহিণী দেখিয়া চমকিয়া উঠিল । । গোবিন্দলাল বলিলেন, ' * রেছিণি! তুমি এতক্ষণ এক বসিয়া কঁদিতেচ কেন ?” রোহিণি উঠিয়া দাড়াইল, কিন্তু কথা, কহিল না । গোবিন্দলাল পুনরপি বলিলেন, “ তোমার কিসের দুঃখ, আমায় কি বলিবে না? যদি আমি কোন উপকার করিতে পারি।” যে রোহিণী হরলালের সম্মুখে অতি ঘৃণাযোগ্য ব্যাপিকার ন্যায় অনর্গল কথোপকথন করিয়াছিল—ক’ত হাসিয়াছিল, কত ঠাট্টা করিয়াছিল, কত জঘন্য শ্লোক আবৃত্ত করিয়াছিল—গোবিন্দলালের সমুখে সে রোহিণী একটি কথাও কহিতে পারিল না। কিছু বলিল না—গঠিত পুত্তলীর মত সেই সরোবরসোপানের শোভা বৰ্দ্ধিত করিতে লাগিল। গোবিন্দলাল স্বচ্ছ সরোবর জলে সেই ভাস্করকীৰ্ত্তি কল্প মূৰ্ত্তির ছায়া দেখিলেন, পূর্ণচন্দ্রের ছায়া দেখিলেন এবং কুমুমিত কাঞ্চনাদি | বৃক্ষের ছায়া দেখিলেন। সব সুন্দর কেবল নিৰ্দ্দয়ত অসুন্দর! স্থষ্টি করুণা মী—মনুষ্য অকরুণ। গোবিন্দলাল প্রকৃতির স্পষ্টাক্ষর পড়িলেন। রোহিণীকে “তোমার যদি কোন বিষয়ে কষ্ট । থাকে, তবে জাজি। इंडक কালি হউক, আমাকে জানাইও নিজে না বলিতে । পার, তবে আমাদের বাড়ীর স্ত্রীলোক ; দিগের দ্বারায় জানাইও।” : রোহিণী এবার কথা কহিল, বলিল, “একদিন বলিব। আজ নহে। একদিন । তোমাকে আমার কথা শুনিতে হইবে।” : কি কথা রোহিণ? উইল চুরি করিয়া ! যে গোবিনালালের সর্বনাশ করিয়াছ, . তাহার সঙ্গে আবার তোমার কি কথা ? । গোবিন্দলাল স্বীকৃত হইয়া, গৃহাভিমুখে গেলেন। রোহিণী জলে ঝাপ দিয়া কলসী ধরিয়া, তাহাতে জল পূরিল— কলসী তখন বকৃ—বকৃ-গল-গল—করিয়া বিস্তর আপত্তি করিল। আমি জানি,শূন্য কলসীতে জল পূরিতে গেলে কলসী, কি মৃৎকলসী কি মনুষ্য কলসী, এইরূপ আপত্তি করিয়া থাকে-বড় গণ্ডগোল করে। পরে অস্তঃ শূন্য কলসী পূর্ণতোয় হইলে, রোহিণী ঘাটে উঠিয়া, আর্দ্র বস্ত্রে দেহ সুচারুরূপে সমাচ্ছাদিত করিয়া, ধীরে ধীরে ঘরে যাইতে লাগিল। তখন চলৎ ছলৎ ঠনাকৃ! ঝিনিক ঠিনিকি ঠিন! বলিয়া, কলসীতে আর কলসীর জলেতে আর রোহিণীর বালাতে কথোপকথন । হইতে লাগিল। আর রোহিণীর মনও সেই কথোপকথনে আসিয়া যোগদিল— রোহিণীর মন বলিল—উইল চুরি করা কাজটা ! : জল বলিল-ছলাৎ1 রোহিণীর মন-কাজটা ভাল হয় নাই। বলি। বলিল ळैिन् । ळैिनी-नां তাত |-