পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৫১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

() ه به « .:f a, arrه »erه ) প্রেম নিমূজন । নহি তব রিপু আমি আমি তব শুভকামীআমি তব অভিলাষ করিব পুরণ,— কহ মোরে কিবা তব মানস মনন । উচ্চ হাসি হাসি যুব কহিল তখন “তুমি মোর অভিলাষ করিবে পূরণ!— “তুমি সে রতন দিবে ? “কহ কত মূল্য নিবে ? “কোন সিন্ধু মাঝে কহ তাহার জনন ?—

    • কাহার কিরীট পরে

সেরত্ন সুষমা ধরে,— “কোন ভাগ্যবান ধনী-হৃদয়শোভন !

  • সেরত্ন আকাশে জলে !— “কিস্ব থাকে বন স্থলে ?— “ অথবা অতল তলে লুকায় বদন – “কোন নিধি দিতে তুমি করেছ মনন ?

豪 游 葵 举

  • গগন সাগরে পশি– “তুলিয়। গগন শশী— “কখন কি তুমি মম করে আনি দিবে!—

“এমনের সাধ তবু “নারিবে পূরাতে কৰ্ভু— “এ বাসনানল তবু কভু না নিবিবে। সেরত্ব নাহিক নভে, “সেরত্ব নাহিক ভবে, “সেরত্ন রতনাকরে নাহিক মিলিবে !— “শুদ্ধ এ অ*ার্থীর পাশে— “ভুবন মোহিনী হাসে,— “আর ওই জলাশয়ে বামারে হেরিবে । “সেমণি জ্বলিছে যাই— “জলাশয়ে শোভা তাই—,

  • তার আদর্শনে সব অর্ণধার হইবে –

“কুমুদ কহলার যত “রক্তপদ্ম শত শত “আর এ সরজে নাহি কখন ফুটিবে “আর না মরাল কুল কভু সন্তরিবে” । “এত বলি ধরি করে “লয়ে মোরে সরোবরে | কহিলেক, “ওই দেখ সরলী-বাসিনী !— { “ওই দেখ হাসে জলে, i “ওই ষে কি কথা বলে “ওই দেখ অশ্র ধারা ফেলে বিষাদিনী— l বলিতে বলিতে তার আণখি জল আপনার বেগেতে বহিল বক্ষে যেণ প্রবাহিনী; বিষাদে ডুবিল চিত আঁধারে মেদিনী ! “কহ প্রিয়ে কিবা দুঃখ !— “কেন আজি স্নান মুখ ?— “কে ডুবালে মুখতরী বিষাদ সাগরে? “যখনি যে ভাবে চাই; “তখনি দেখিতে পাই ; “হাসির হিল্লোল সদা খেলে বিস্বাধরে ! “সে হাসি কোথায় আজি “কোথা কুন্দ দন্ত রাজী— “কিজাল পশিল প্রিয়ে মরম ভিতরে?— “কহ মোরে কৃপা করি “এ দুঃখে কেমনে তরি,— “কোন মন্ত্রে আমি তোমা হৃদয় উপরে?” “জগত সংসার অামি করিমু ভ্রমণ— “কোথা না পেলাম প্রিয়ে তব দরশন ! “তবে এ জীবন ভার “কিকাজ বহিয়া আর । igsstämistä @。擎 唱

| -יסו rيو