পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৫১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

השאואיתמיינארית שממשי תא-שישהאשמש ৫ ০৬ প্রেম নিমজ্জন । R ٫٫ه د :rrfa :mfه 3 ) একটি মুকুল নাহি হয় কদাচন। কেবলি কুসুম ফুটে, কেবলি সুবাস ছুটে, কেবলি ঋরিয়া পড়ে বনের রতন কে করে গৌরব তার—কে করে যতন । বসি পাখী ডালে ডালে এক স্বরে একতালে মধুর করুণ কণ্ঠে গায় অনুক্ষণ বিচিত্র বিহঙ্গ তারা বন অভরণ!— । বন ছাড়ি নাহি যায়, বনেতেই সুখ পায়, বনের বরণ পার্থী বনের মত ন, সেই তার সুখ-ধাম—সেই নিকেতন। তথায় সমীর অতি করুণ নিম্বন — অবিরত কঁপিাইছে তরুলতা গণ ;– অবিরত বহিতেছে, মুসোরভে ভরিতেছে, শুষ্কপত্র উড়াতেছে,— অবিরত নাচাতেছে তড়াগ-জীবন ;– জলজসুন্দরীদলে দিয়া আলিঙ্গন । জলের শবদ তথা, বিহঙ্গ অস্ফুট কথা, সমীর নিস্বন যথা— নহে ত স্বতন্ত্র কেহ শুনায় কখন,— এক শব্দে পরিনত—fচত বিমোহন ! রম্য উপবনে এই জলাশয় ধারে , দেখিছু রয়েছে যুব একাকী বসিয়া ;– স্থিরভাবে নত শিরে, একদৃষ্টে দেখে নীরে,— জগত সংসার যেন জলে পাসরিয়া পাগলের মত তথা রয়েছে বসিয়া । “কেন এবিচিত্র ভাব করি বিলোকন ?— বড়ই কৌতুক মনে জন্মিল তখন T জিজ্ঞাসিমু যুবাবরে করি সম্ভাষণ— “কছ কে স্বজন তুমি “আসি এ বিজন ভূমি “ একাকী সরসী তীরে বসিয়া এমন “একদৃষ্টে দেখিতেছ সরসী-জীবন ?” স্বধাইকু বারম্বার, তবু কথা নাহি তার,— তবু না উত্তর মোরে করিল অর্পণ ভাবিকু পাগল বুঝি হবে সেইজন। তাই ভাবি পুনরায় জিজ্ঞাসিনু ডাকি তায় কেন এ নিরর্থ কার্য্যে মুগ্ধ তব মন ? অমনি ভ্রুকুট করি ধ্যান-ধৰ্ম্ম পরিহরি রোষ-বিস্ফারিত নেত্ৰে করি নিরীক্ষণ দারুণ মনের ভাব জানায় আপন । | ক্ষণপরে পুনরায় | চিত্রিত পুত্তলি প্রায় সরসী-সলিল ধ্যানে হইল মগন,— আবার ভুলিল সব জগত-স্বজন । ক্রমে মম কৌতুহল হৈল অতি স্বপ্রবল,— উচ্চৈঃস্বরে ডাকি তারে কহিনু বচন ; অমনি গৰ্জ্জিয়া উঠি সরোষে সে জন ধাইল আমার পানে, অকারণ শত্রু জ্ঞানে ;– নিকটে আইল যবে করি আস্ফালন করিম তাহারে আমি মিষ্ট সম্ভাষণ,— - -_-_-_------ "ண்ைணண்ணன்