পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৫১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰঙ্গ শশ, ফা: ১৯৮২ । ) సి উদার হৃদয়, সুপ্রসন্ন হয়, ক্রোধ যবে পরিগতি । জলদ অঙ্গার, বিভূতি আকার, ভস্মে যবে পরিণত ॥ 6 সজ্জনের গুণবৃদ্ধি সজ্জনেই করে । কুসুম সুরভি বায়ু দিগন্তে বিস্তরে ৷ S X শীলতাষ্ট সদগুণের শোভার ভবন । যেীবনই যোষাদের ভূষণ শোভন ॥ > ネ জড়ের প্রভাবে পায় দুঃখ সাধুদলে। চন্দ্রের উদয়ে পদ্ম সঙ্কুচিত জলে ॥ >V) কারু প্রতি কেহ হয়, বিহিত মঙ্গলময়, কারু প্রতি দুঃখের আকর। দিনকর নিজকরে, কমলে প্রফুল্ল করে, কুমুদের মুখ মানকর ॥ S 8 যেখানেই অবস্থিত হোন গুণবান। সৰ্ব্বত্র হবেন তিনি শোভার নিধান ॥ দেখ মণি শিরে, গলে, বাহুতে বিরাজে । পাদপীঠে থাকিলেও অপরূপ সাজে ॥ & উৎসব আগতে কত প্রমোদ প্রবাহ । বিগত হইলে আর না থাকে উৎসাহ ॥ কিবা শোভা পায় শশী প্রদোষ সময় । প্রভাত আগত ক্রমে প্রভাশূন্য হয়। নীতিকুসুমাঞ্জলি । (t a ఫి >W2 গুণ থাকিলেই লোকে করয়ে পূজন । শুধু বড় জাতি নহে পূজার ভাজন । স্ফটিকের পাত্র যবে চুরমার হয় । পাচগও দিয়ে কেহ নাহি করে ক্রয় ॥ > R থাকিলে বিভব, না হয় গৌরব, দুরঘৃষ্ট ভয়ঙ্কর । দেখহ গোময়, কমলা আলয়, কতু নহে মনোহর । Ꮌbr যাতে সমুদ্ভব দোষ, তাতেই নিবারে । অগ্নিতেই অগ্নিদোষ বিস্ফোটক মারে ।

) পরবুদ্ধি লয়ে যার জীবিকা-বিধান । বুদ্ধিমান বলি তার কেন অভিমান । অক্ষে ধরি পরের প্রদত্ত অলঙ্কার । কখন কি সমুচিত হয় অহঙ্কার ।

있C যদি ছোট সন্নিধান, বড় কভু কিছু চান, তাহে তার নাহি যায় মান। আরোধিয়ে জলনিধি,কৌস্তভাদি নানানিধি, প্রাপ্ত হন বিষ্ণু ভগবান । |

  • > সাধুগণ স্তবে তুষ্ট. অধমেরা ধনে । যথ: স্তোত্র দেবতার, বলি ভূতগণে । । 之之 | পরান্নে জীবন, করিতে যাপন,

বিরত মনস্বিচয় । বায়স অাবলী, লুটে খায় বলি, পিক তাহে রত নয় । ജ്ജ ജമ്മങ്ങജ്ഞഞ്ഞയക്കുജത്തു