পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৫১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(tУ о 次N) আকস্মিক ধনে, পুরুষের মনে, সন্তোষ বিলয় পায় । সরসীর সেতু, ভাঙ্গিবার হেতু, অচির বর্ষার দায় । ૨ 8 এই আত্মা কভু মৰ্ত্তে, কন্তু স্বর্গে যান। শ্মশান উদ্যান হয়, উদ্যান শ্মশান । & Go - নিজাশয় যে প্রকার, অপরের তদাকার, জ্ঞান করে যত নরগণ । প্রতিমার মুখশশী, আপন ফলকে অসী, o দীর্ঘরূপে করয়ে ধারণ ।

  • Wう পণ্ডিত সমাজে,কভু নাহি সাজে,

গুণহীন লোকচয় । বিগতে তিমির, আগতে মিহির, দীপপ্রভা কভু রয় । ১৭ . দুর্গে প্রবেশিলে পরাভূত বীরবর। গাঢ় পঙ্কে মগ্ন অঙ্গ মাতঙ্গ ফাফর। sb" স্বকাৰ্য্য উদ্ধার তরে, অপরের প্রতি নরে, o মুনিশ্চয় প্রণয় আচরে । প্রচুর লোমের আশে,গাড়লে নবীন ঘাসে গাড়লের দেহ পুষ্ট করে । , - २8b এককালে যেই গুণ হয় অতি মিষ্ট । সময়াস্তে নহে তাছা সে রসবিশিষ্ট । শৈশবের স্বাভাবিক লাবণ্য সুন্দর । যৌবন সময়ে কভু নহে মনোহর । নীতি কুসুমাঞ্জলি । (२णण*म, काँ*, ०२०२ ।। Ψ) ο সুলভ বস্তুতে কতু না থাকে আদর। স্বদার তেজিয়া পরদারে মজে নর। wo যেই ধন আহরণ ধৰ্ম্মের কারণ। কিম্বা পোষ্যগণের ভরণে প্রয়োজন । আর যেই ধনে হয় আপদ বারণ। সেই সব ধন সদা হয় ধৰ্ম্ম-ধন । vని: রূপ, কুল, বিদ্যা, বল, যৌবন বিভব । আর ইষ্টলাভে হয় অবজ্ঞা উদ্ভব । সেই অবজ্ঞার হয় গৰ্ব্ব অভিধান । তদানন্দ মোহ মদ, মদির সমান । (هي الهيا বীরত্ব-বিহীন নীতি ভীরুতা বিষম । নীতি-হীন শৌর্য্য হয় পশুর বিক্রম ৷ N)8 মহৎ বাড়িলে কভু অপথে না যায়। সমুদ্রে জোয়ার এলে নদীমুখে ধায় । \రి( তীব্ৰভয় দেখাইয়া মৃদুরূপে সাজ । হেন যুক্ত- দণ্ডপ্রদ হইবেন রাজা । ט (ס\ করা জানে কেশরীর বল কতদূর । সেবল জানিতে ক্ষম না হয় ইন্দুর ॥ Óፃ বিদ্যাই নরের হন সমধিক রূপ । বিদ্যাই প্রছন্ন গুপ্ত ধনের স্বরূপ ৷ বিদ্যা সুখভোগ প্রদা, যশোবিধায়িনী । বিদ্যাই গুরুর গুরু, কল্যাণ দায়িনী ।

  • যুক্তিবিশিষ্ট ।

நீங்கர் |