পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৫২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফাড়িয়া ফেলিল । بييييييييييييييييسنسيجيبيسيسيبسسسة ফt: いこbrミ 1 ) হইতে অগ্নিগর্ভ দীপশলাক গ্রহণপূর্বক । “ হা সহসা আলোক উৎপাদন করিলেন । শলাকালোকে দেখিলেন, গৃহমধ্যে,দেরা জের কাছে, স্ত্রীলোক। জালিত শলাকাসংযোগে কৃষ্ণকান্ত বাতি জালিলেন । স্ত্রীলোককে সম্বোধন করিয়া বলিলেন, “ তুমি কে ?” । রোহিণী কৃষ্ণকাস্তের কাছে গেল । বলিল, “আমি রোহিণী ।” কৃষ্ণকান্ত বিস্মিত হইলেন, বলিলেন, “এত রাত্রে অন্ধকারে এখানে কি করি তেছিলে ?” রোহিণী বলিল “চুরি করিতেছিলাম।” কৃষ্ণ । রঙ্গ রহস্য রাখ। কেন এ অবস্থায় তোমাকে দেখিলাম বল। তুমি চুরি করিতে ত্যাসিয়tছ, একথা সহসা আমার বিশ্বাস হয় না, কিন্তু চোরের অবস্থাতেই তোমাকে দেখিতেছি। রোহিণী বলিল, “ তবে আমি যাহা করিতে আসিয়াছি তাহা আপনার সম্মু খেই করি, দেখুন। পরে আমার প্রতি যেমন ব্যবহার উচিত হয়, করিবেন। আমি ধরা পড়িয়াছি, পলাইতে পারিব नां । °ठाझेट् नीं ।” এই বলিয়া রোহিণী, দেরাজের কাছে প্রত্যাগমন করিয়া দেরাজ টানিয়া খুলিল । তাহার ভিতর হইতে জাল উইল বাহির করিয়া, প্রকৃত উইল সংস্থাপিত করিল। পরে জাল, উইলখানি খণ্ড২ করিয়া কৃষ্ণকান্তের উইল । ই ও কি ফাড় । দেখি crrR ” বলিয়া কৃষ্ণকান্ত চীৎকার করিল কিন্তু তিনি চীৎকার করিতেই, রোহিণী সেই খণ্ডে২ বিচ্ছিন্ন উইল, অগ্নিমুখে সমৰ্পণ করিয়া ভস্মাবশেষ করিল। - কৃষ্ণকান্ত ক্রোধে লোচন আরক্ত করিয়া বলিলেন, “ ও কি পুড়াইলে ?” রোহিণী, “ একখানি কৃত্রিম উইল।” কৃষ্ণকান্ত শিহরিয়া উঠিলেন, “উইল । উইল। আমার উইল কোথায় p" রে। আপনাব: উইল দেরাজের ভিতর আছে অপনি দেখুন না। এই যুবতীর স্থিরতা, নিশ্চিস্ততা দে খিয়া কৃষ্ণকান্ত বিস্মিত হইতে লাগিলেন । , ভাবিলেন, “কোন দেবত। ছলনা করিতে আসেন নাই ত ।” কৃষ্ণকান্ত তখন দেরাজ খুলিয়া, দেখিলেন একখানি উইল তন্মধ্যে আছে। সে । খানি বাহির করিলেন, চলমা বাহির করিলেন ; উইলখানি পড়িয়া দেখিলেন, । তাহার প্রকৃত উইল বটে। বিস্মিত হ ! ইয়া পুনরপি জিজ্ঞাসা করিলেন, “তুমি পোড়াইলে কি ?” রে। একখানি জাল উইল । কৃ। জাল উইল ? জাল উইল কে করিল! তুমি তাহা কোথা পাইলে ? রো। কে করিল তাহ বলিতে পারি না—উহা আমি এই দেরাজের মধ্যে পাই য়াছি। কু। তুমি কি প্রকারে সন্ধান জানি q >ә | |