¢ 8 २ ভারতমহিলা । বঙ্গদশগ চৈঃ, ১ ৯৮২, । নাই। নগ্ন হইয়া কোথাও স্নান করিতে নাই। উদুখল মূষল বর্ষণী প্রস্তরদেহলী যন্ত্রক প্রভৃতি স্থলে অর্থাৎ যে যে স্থলে অনেক দুষ্ট স্ত্রীলোক সংগ্ৰহ হইবার সন্তাবন সে সকল স্থলে সাধবীর উপবেশন করিতে নাই। স্বামীর সহিত প্ৰগল্ভত৷ করিতে নাই। যে ষে দ্রব্যে স্বামীর অভি. রুচি সেই সেই দ্রব্যেই সৰ্ব্বদা প্রেমবর্তী হইবেন । স্ত্রীলোকদিগের এই এক যজ্ঞ এই এক ব্রত এবং এই এক দেবপূজা যে স্বামীর বাক্য কখন লঙ্ঘন করিবে না। স্বামী ক্লীব হউন দুরবস্থ হউন ব্যাধিত হউন বৃদ্ধ হউন স্বস্থিত হউন বা দুঃস্থিত হউন তাহার বাক্য কখন লঙ্ঘন করিবে না। স্বামী হৃষ্ট হইলে হৃষ্ট হইবেন বিষণ্ণ হইলে বিষণ্ণ হইবেন। সম্পৎ ও বিপদ উভয় সময়েই একরূপ হইবেন । স্কৃত লবণ তৈলাদি ফুরাইয়া গেলেও স্বামীকে নাই এরূপ বলিবে না। এবং তাহাকে আয়াসকর কাৰ্য্যে নিযুক্ত করিবে না । তীর্থ স্নানের ইচ্ছা হইলে স্বামীর পাদোদক পান করিবেন। স্ত্রীর পক্ষে স্বামী শঙ্কর বা বিষ্ণু সকল হইতেই । যিনি স্বামীর আজ্ঞা ভিন্ন ত্ৰতোপবাসাদি করেন তিনি স্বামীর আয়ুর্ণাশ করেন এবং মরিয়া নরক গমন করেন । ডাকিলে যে স্ত্রী ক্রোধাম্বিষ্ঠা হইয়া উত্তর দেয় সে যদি গ্রামে জন্মগ্রহণ অধিক । করে তবে কুকুরী হর এবং বনে জন্মগ্রহণ । করে তবে শৃগালী হয় । স্ত্রীলোকের এই ধৰ্ম্ম যে স্বামীর চরণ সেবা করিয়৷ অস্থিার করিবে। কখন উচ্চ আসনে বসিবে না পরের বাট যাইবে না লজ্জাকর বাক্য ব্যবহার করিবে না । কাহারও অপবাদ করিবে না। দূর হইতে কলহ ত্যাগ করিবে। যে আপন স্বামীকে ত্যাগ করিয়া গোপনে অন্য পুরুষকে আশ্রয় করে সে বৃক্ষকোটর বাসিনী উলুকী হইয়া জন্ম গ্রহণ করে । যে তাড়িত হুইয়া স্বয়ং তাড়ন করিতে চেষ্টা করে, সে ব্যাস্ত্রী হয়।” এইরূপ নানা প্রকার শাস্তি ও রূপান্তর বর্ণনা করিয়া পরে মুনি আবার আরম্ভ করিতেছেন, “দূর হইতে স্বামীকে আসিতে দেখিয়! যে নারী ত্বরিত গমনে জল, খাদ্য,আসন তাম্বুল ব্যজন পাদসংবাহন ও চাটু বচন দ্বারা প্রিয়ের প্রীতি উৎপাদন করিতে পারে সেই ত্ৰৈলোক্য জয় করিয়াছে । পিতা অল্প পরিমাণে দেন ভ্ৰাতাও অল্প পরিমাণে দেন পুত্রও অল্প পরিমাণে দেন স্বামী ষাহা দেন তাহার পরিমাণ নাই, অতএব এমন স্বামীকে কে না পূজা করিবে? স্বামী দেবতা, গুরু, তীর্থ, ধৰ্ম্ম ও ক্রিয়া । অতএব সকল ত্যাগ করিয়া স্বামীর সেবা করিবে। , জীবহীন দেহ যেমন অশুচি হয় স্বামিহীন স্ত্রী ও সেইরূপ অশুচি । সকল অমঙ্গল অপেক্ষা বিধবা অধিক অমঙ্গল । বিধবাকে দেখিলে কখন কাৰ্য্য সিদ্ধ হয় না। মাতা ভিন্ন অন্য বিধবার আশীৰ্ব্বাদ } আশীবিষের ন্যায় পরিত্যাগ করিবে ।" ; ইহার পর বিধবার নিন্দ সহমরণের প্রশং : সা ও হৃদয় বিদারিণী বৈধব্য যন্ত্রণার sutust No. ജ്ജക
পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৫৫০
অবয়ব