পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৫৫২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 88 রাজার কণ্ঠ । | ভারতমহিলা । সভাস্থ তাবৎ লোকেই তাহার কথায় বিশ্বাস করিল । রাজাও শেষ তীহাকে আপন ধৰ্ম্ম পত্নী বলিয়া স্বীকার করিলেন। আর প্রতায়ণ করিতে পারিলেন না । মহাভারত ও রামায়ণে সাধবীন্দ্রীগণের এরূপ অপূৰ্ব্ব সাহস দেখা যায় যে তাহ পাঠকরিলে তৎকালীন রমণীকুলের চরিত্র অতি উন্নত ও বিশুদ্ধ ছিল বলিয়া হৃদয়ঙ্গম হয় । শকুন্তলা, দেবযানী, দ্রৌপদী, সীতা সকলেই সাহস সহকারে স্বামীর সহিত তর্কবিতর্ক করিয়াছেন । র্তাহাকে পরামর্শ দিয়াছেন এবং দুষ্ট লোক দিগকে ভৎসনা করিয়াছেন । এরূপ সাহস দূষণাবহ নহে বরং ইহাকে একটা গুণের মধ্যে গণনা করা উচিত। অামার চরিত্রে পাপ স্পর্শ নাই এবং পাপে আমার মন নাই এরূপ দৃঢ় বিশ্বাস থাকিলেই ও রূপ সাহস জন্মে । মহাভারতে পাতি ব্ৰতোপাখ্যান বলিয়া একটী অধ্যায় আছে । স্ত্রীলোকের চরিত্র বিশুদ্ধ হইলে তাহার যে কিরূপ সাহস হইত উহাতে তাহার একটা উৎকৃষ্ট দৃষ্টান্ত আছে। পতিত্ৰতোপাখ্যান দেখ। সাবিত্রী । এক্ষণে আমরা এই শ্রেণীর সৰ্ব্বপ্রধান রমণীর চরিত্রবর্ণনা করিব । র্তাহার নাম সাবিত্রী । ইনি অশ্বপতি মহারাজা অশ্ব পতি কন্যাকে বিবান্ধের উপযুক্তবয়স্ক দেখির বলিলেন,সাবিত্ৰি ! তোমার বিবাহযোগ্য বয়স হইয়াছে অতএব তুমি আমার এই ৷ বিশ্বস্ত সারথির সহিত গমন কর। ভূমি যাহাকে আপন পতিত্বে বরণ করিষে তাহারই সহিত তোমার বিবাহ দিব । छूमि ईशष्ठ अञ्जिउ इहै७ मा, हेशहे আগমোক্ত বিধি,এবং এই রূপেই অনেক o রমণী অভিলষিত পতিলাভ করিয়াছে। । সাবিত্রী সেই সারথির সহিত নানাদেশ পরিভ্রমণ করতঃ রাজ্যভ্রষ্ট দ্যুমৎসেনের পুত্র সত্যবানকে তপোবন মধ্যে দেখিতে পাইলেন । স্থামৎসেনের শত্রুরা র্তাহাকে রাজ্য হইতেৰহিস্কৃত করিয়া দিয়াছে এবং ! তাহার চক্ষুঃ উৎপাটন করিয়া দিয়াছে। সত্যবানের গুণের পরিচয় পাইয়া সা করিলেন । ইতিমধ্যে দেবর্ষি নারদ বিস্ত্রী তাহাকে মনে ২ স্বামী বলিয়া বরণ ; আসিয়া অশ্বপতি রাজাকে কহিলেন তো । মার কন্যা সত্যবানকে বিবাহ করিবার জন্ত মনন করিয়াছে । কিন্তু একবৎসরের মধ্যেই উহার মৃত্যু হইবে। শুনিয়া অশ্বপতি কন্যাকে বিস্তর বুঝাইলেন যে তুমি সত্যবানকে পরিত্যাগ করিয়া অন্ত পতি অন্বেষণ করা তখন স্থিরপ্রতিজ্ঞা সাবিত্রী বলিলেম । | দীর্ঘায়ুরথবাল্পায়ুঃ সগুণোনিগুণোংখবা । সঙ্কস্থতোময়াভৰ্ত্ত ন দ্বিতীয়ং বৃণোম্যহং। সকদংশে নিপততি সকৃৎ কল্প প্রদীয়তে। সকুদাহ দাদীনীতি ত্রীণ্যেতানি সরুৎসকৃৎ ॥ उथन ब्रांब दछांद्र भन श्रेणिङांcर्ष স্থিরনিশ্চয় জানিয়া সত্যবানের সহিত বিবাহ দিলেন । সাবিত্রী কায়মনোবাক্যে অন্ধ শ্বশুরের ও তপোবনগত গুরুজনের সেবায় তৎপর হইলেন । এবং নিরস্তর