পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৫৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

এজন প্ৰম চৈ৪, ১২৮২ !) ভারতমহিলা । & ov) পাপ করিয়াছিলাম, কোন পতিপরায়ণ । নারীকে অসহ্য পতিবিরহ যন্ত্রণ দিয়াছিলাম বলিতে পারি না। নচেৎ নৃপতি আমায় কেন পরিত্যাগ করিবেন ।” পুনশ্চ বলিলেন, লক্ষ্মণ তুমি আর্য্যপুত্রকে বলিও যে তিনি আমার প্রতি যেরূপ ব্যবহারই করুন না কেন তিনিই আমার পরম গতি । তাহাকে সৰ্ব্বদা আপন কৰ্ম্মে অবহিত হইতে বলিও । এরূপ সময়েও সমস্ত অস্তঃকরণের সহিত পতিকল্যাণ কামনা করা প্রাকৃত রমণীর কার্য্য নহে । সীতার বাক্যের প্রত্যেক অক্ষরেই তাহার হৃদয়ের গভীর ভাব এবং দুরপনেয় অলৌকিক প্রণয় প্রকাশ পাইতেছে । অনাথিনী সীতা আবার দ্বাদশ বৎসর বনবাস করিলেন এবং ঋষিরা আবার রামকে তাহার পুনগ্রহণের জন্য অনুরোধ ! করিলেন । রামও আবার সর্বসমক্ষে | সীতার পরীক্ষা লইতে সংকল্প করিলেন । এবার অগ্নিপরীক্ষা নহে—এরার শপথ । সীতা যখন সভামধ্যে উপস্থিত হইলেন তাহার নয়ন স্বপদে অর্পিত । র্তাহার মনের ভাব কিরূপ তাহা বর্ণনা করা দুরূহু । তাহার অলৌকিক অনিৰ্ব্বচনীয় প্রণয় পূৰ্ব্ববৎই আছে কিন্তু সভামধ্যে পুনঃ২ পরীক্ষা দেওয়ায় তাহার আত্মগ্লানি i উপস্থিত হইয়াছে; প্রাচীন রমণীসুলভ তেজও বিলক্ষণ আছে । তিনি সভামধ্যে প্রবেশ করিয়া কোনদিকে দৃষ্টিনিক্ষেপ করিলেন না কিয়ৎক্ষণ নিস্তব্ধভাবে থা తాడవాఙ 鷗 কিয়া করুণস্বরে স্বীয় জননী মাধবদেবীর নিকট প্রার্থনা করিতে লাগিলেন। র্তাহার । তখনকার অবস্থা মনে পড়িলে এবং ! র্তাহার শোক দীন বচনাবলী পাঠ করিলে ! পাষাণ হৃদয়ও দ্রবীভূত হয় এবং সহৃদয় | হৃদয়ে গভীর শোকসাগরের উদগরণ হয় । তিনি বলিতে লাগিলেন, - যথাহং রাঘবাদন্যং মনসাপি ন চিন্তয়ে । তথ্য মে মাধবী দেবী বিবয়ং দাতুমৰ্হসি। । মনসা কৰ্ম্মণ। বাচা যথা রামং সমৰ্চয়ে । তথ্য মে মাধবী দেবী বিবরং দাতুমৰ্হসি। যথৈতৎ সত্যমুক্তং মে বেদিরামাৎপরংনচ। তথা মে মাধবী দেবী বিবরং দাতুমৰ্হসি।। সভাশুদ্ধ লোক নিস্তব্ধ হইল। ঋষিগণ ! অশ্রজল বিসর্জন করিতে লাগিলেন রামচন্দ্র মূচ্ছি তপ্রায় হইয়া পড়িলেন । ভূগর্ভ বিদীর্ণ হইয়া গেল। সহসা প্রদীপ্তজ্যোতিঃ সিংহাসনে আরোহণ করিয়া ধরণীদেবী আবিভূত হইলেন এবং সীতাকে সস্নেহে আলিঙ্গন করিয়া পাতাল । মধ্যে অস্তৰ্হিত হইলেন। - শেষোক্ত শ্রেণীস্থ কামিনীগণের মধ্যে ; জনকতনয়া সীতা সৰ্ব্বপ্রধান । সীত। সৰ্ব্বগুণসম্পন্নাছিলেন; তাহার ন্যায় পতি । পরায়ণা আর কেহ ছিল কি না সন্দেহ। - : তাহাকে যাদৃশ প্রলোভনে পড়িতে হইয়। ছিল কোনকালে কোন নারী তাদৃশপ্রলোভনে পড়িয়াছিলছিল কি না সন্দেহ। । অদৃষ্টের দোষে র্তাহাকে নানা কষ্ট পাইতে হইয়াছিল। তিনি রাজনন্দিনী ও সসাগর । ধরণীপতির মহিষী হইয়াও একপ্রকার घ