পাতা:বঙ্গদর্শন-চতুর্থ খণ্ড.djvu/৫৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰঙ্গ দশম, চৈঃ ১২৮২ । ) ভারতমহিলা ।

      • essé:

4\υ και তিনি অযোধ্যাকাণ্ড বনকাও কিষ্কিন্ধ্যা কাও স্বলরাকাও ও লঙ্কাকাও এক সর্গের মধ্যে সংক্ষেপে সারিয়া দিয়াছেন । ঐ সৰ্গও নীরস কিন্তু তাহার বিদ্যুত্ত্বরিত গতি বর্ণনা উহার একটী আশ্চর্য্য শোভা হইয়াছে। তিনি চতুৰ্দ্দশে সীতাচরিত্র বর্ণনায় প্রবৃত্ত হইয়াছেন । বিদ্যাসাগর মহাশয় এই সর্গ হইতে র্তাহারসীতার বনবাসের অনেক ভাব সংগ্ৰহ করিয়াছেন । যখন লক্ষ্মণ বমমধ্যে রাজার ভয়ঙ্কর অাদেশ সীতাকে অবগত করাইলেন তখন সীতা মূচ্ছিত হইয়া পড়িলেন। কিয়ৎক্ষণ পরে সংজ্ঞা লাভ করিয়া পুনঃ২ স্থির দুঃখভাগী আপন অদৃষ্টকে নিন্দ করিতে লাগিলেন । লক্ষ্মণ বিদায় হইবার জন্য প্রণাম করিলে তাহাকে আশীৰ্ব্বাদ করিয়া কহিলেন, বৎস! তুমি সেই রাজাকে বলিও * যদি অন্তঃস্বত্তা ন হইতাম তোমার সদক্ষে এই মুহুর্তেই জাহ্লবীজলে প্রবেশ করিয়া প্রাণত্যাগ করিতাম। তুমি র্তাহাকে বলিও, “সাহংতপঃ স্বৰ্য্য নিবিষ্ট দৃষ্টি রূৰ্দ্ধং প্রস্থতে শ্চরিতুং যতিষ্যে ভূয়ে যথা মে জননাস্তরেপি ত্বমেব ভর্তাo নচ বিপ্রয়োগঃ। | তিনি আবার বলিলেন “তাহাকে বিশেষ করিয়া বলিবে যদিও ভাৰ্য্যাভাবে আমায় পরিত্যাগ করিয়াছেন কিন্তু যেন সসাগর। পৃথিবীর ঈশ্বর । যেখানে যাই তাহার অধিকারের বহিভূত মহি ।” সামান্য প্রজা বলিয়া গণ্য হই । তিনি মহর্ষি বাল্মীকি যখন তাহকে আপন আশ্রমে লইয়া রাখিলেন তখন তিনি অতিথি সেবা নিরস্তুর স্নানাদি ধৰ্ম্মকার্য্য করিয়া সময়তিপাত করিতে লাগিলেন । তাহার যে নিদারুণ কষ্ট হইয়াছিল যখন শুনিলেন আজিও রাম তাহ ভিন্ন আর কাহাকেও জানেননা এবং তিনি হিরন্ময়ী সীতা প্রতিকৃতি লইয়া যজ্ঞকাৰ্য্যে প্রবৃত্ত হইয়াছেন তাহার অনেক শমতা হইল । একদিন রামচন্দ্র যজ্ঞ সমাপনস্তে পৌরবর্গকে একত্রিত করিয়া সীতা পরীক্ষার কথা উত্থাপন করিলেন। সীতাও আচমন করিয়া কহিলেন, বাত্মনঃকৰ্ম্মভিঃ পত্যে ব্যভিচারে যথা ন মে । তথা বিশ্বস্তরে দেবি মামন্তৰ্দ্ধাতু মৰ্হসি । । ভগবতী বিশ্বম্ভরা সীতার কথা শুনি- { লেন এবং তাহাকে লইয়া ভূগর্ভে অন্ত- | ৰ্হিতা হইলেন। প্রধান কবিয়া পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনায় প্রবৃত্ত হয়েন না । কালিদাস সীতা চরিত্রের দুই একটা অতি বিশুদ্ধ নিৰ্ম্মল ও ভাব পূর্ণ অংশের *ब्रिक्रग्न ब्रिाई क्रांख झईब्रांtछ्न । ংস্কৃতে কাব্য ও নাটকের সংখ্যা অনেক। সেই সমুদয় হইতে স্ত্রীচরিত্র ংগ্ৰহ করিতে হইলে গ্রন্থ বিস্তার হইয়৷ পড়ে । সুতরাং অগত্য নাগানন্দ রত্নাবলী বাসবদত্ত প্রসন্নরাঘব প্রভৃতি গ্রন্থের নামোল্লেখমাত্র করিয়া সংস্কৃত কবিকুলচুড়ামণি কালিদাস ও ভবভূতির সর্বস্বভূত অভিজ্ঞান শকুন্তল ও উত্তররাম