পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२8 আর্যজাতির স্বল্প শির | (বঙ্গদর্শম, তাঃ ১২৮১ ৷ ] সমুদয় স্তম্ভের বিভূষণ-সংযুক্ত-গঠন দেখিলে হৃদয় যে অপূৰ্ব্ব ভাবে উচ্ছসিত হইবে তাহ বিচিত্র নহে। অপরস্তু, এই বোধিক সকল উৎকল দেশীয় বিমান সকলের চুড়ার নিয়ে আয়াশিলার (আমলকী ফলের ন্যায় বৰ্ত্ত লাকার ও পল বিশিষ্ট বলিয়া আমাশিলা নামে খ্যাত) আ|কারে খোদিত । এই গুহার প্রশস্ত গৃহ সকলের বহিঃপ্রকোষ্ঠে শোভনীয় কীলকশ্রেণী বা গরাদিয়া সকল কর্তিত হইয়াছে। অপর, ইহার প্রবেশ দ্বার অতীব মনোহর গঠনে গঠিত—দ্বাদশট স্বৰ্ম্ম স্তম্ভো| পরি অপূৰ্ব্ব কারু-কাৰ্য খচিত ইহায় দিব্য | য়াছে। তৃতীয় চিত্রপটে ইন্দ্র সভার যে চিত্র প্রদত্ত হইল তদারা পাঠক ইহার সুচারু রচনাচাতুৰ্য্য কিয়ৎপরিমাণে হৃদয়জম করিতে পারিবেন।” - - “ইন্দ্র সভার অন্তঃপাতি তিনটী গুহা আছে । একটি ৬০ পাদ দীর্ঘ এবং ৪৮ পাদ প্রস্থ; ইহার ভিত্তিতে অনেক বুদ্ধ স্থানে ব্যাম্ৰেশ্বরী ভবানী ও বুদ্ধদেবের মূৰ্ত্তি বিরাজমান। দ্বিতীয় গুহা-গর্তের বাম ও দক্ষিণ পাশ্বের ব্যাম্ৰেশ্বরী ভবা| নীর মূর্তিদ্বয়ের মধ্যে পরশুরামের মূৰ্ত্তি প্রকোষ্ঠে গজাম পুরুষ এবং শাক পৃষ্ঠে উপবিষ্ট এক স্ত্রীর মূৰ্ত্তি থাকায়, ইহাদিগকে ইন্দ্র ও শচী অনুমাণে ব্ৰাক্ষশেরা এই গুহাত্ৰয়ের নাম ইজসভ রাখি க ι-Α-. গুম্বজ অদ্যাপিও সুশোভিত হইয়া রহি– ' ইহার প্রবেশ দ্বারে এক চমৎকার নহবৎ { মূৰ্ত্তি সকল খোদিত আছে; ইহার গর্ভ- } খোদিত আছে। তৃতীয় গুহার বহিঃ- } এত দেব দেবীর মূৰ্ত্তি আছে যে, য়াছেন। কিন্তু, ইহাও বক্তব্য যে, এই স্ত্রীমূৰ্ত্তিই প্রথম ও দ্বিতীয় গুহায় ব্যান্ত্রেশ্বরী ভবানী বলিয়া অভিহিত হইয়াছে।

  • *দুমার লয়না’ অর্থাৎ বিবাহশালা নামে অপর এক সৰ্ব্বাপেক্ষ বৃহৎ গুহ আছে । ইহা ১২৫ হস্ত দীর্ঘ, এবং ১০০ হস্ত প্রস্থ। এই গুহার গর্ভস্থানে শিব লিঙ্গ প্রতিষ্ঠিত আছে। ইহাতে অনেক দেব দেবীরও মূৰ্ত্তি সকল দেখিতে পাওয়া যায়, কিন্তু তন্মধ্যে হরপাৰ্ব্বতীর বিবাহ ব্যাপার খোদিত থাকায় এই গুহার নাম । বিবাহশালা হইয়াছে।

“ ইলোরার আর একটা প্রসিদ্ধ গুহার নাম “ কৈলাস’ ; ইহা ৩৬৭ হস্ত দীর্ঘ এক বিস্তীর্ণ প্রাঙ্গণ মধ্যে নিৰ্ম্মিত । খান আছে, এবং এতন্মধ্যে এত অধিক | সংখ্যক দেবতাদিগের লীলাপ্রকাশক মূৰ্ত্তি | সকল দৃষ্ট হয় যে, তাহার তুলনা পৃথিবীর | . আর কোথাও প্রাপ্ত হওয়া যায় না । ] প্রাঙ্গণের তিন দিকে স্তম্ভযুক্ত অলিন্দ ॥ এবং তাহার ভিত্তিতে বহুল দেবাদির } মূৰ্ত্তি সকল খোদিত আছে। গোপুরের }; পশ্চাতে কৈলাসের প্রাসাদ, ইহা পাঁচটা মন্দিরে সম্পূর্ণ। মধ্যস্থ মন্দির সৰ্ব্বাপেক্ষা : खैक्र; देश 88 इख नैौर्ष, ७बर ७१ इख * | প্রস্থ । এই মন্দির সকল খোদিত গজ ও | o শার্দুলযুক্ত উপানোপরি স্থাপিত। এই ষ্ট্র ७शब**झाडांप्श ७की हैमिमैौद्र भाषा