পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪৩৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ミbr তাহাকে না জিজ্ঞাসা করিয়া কি প্রকারে আপনাকে কথা দিব ?” অমরনাথ, হাসিয়া বলিল, “ যখন গোপালের সঙ্গে সম্বন্ধ করিয়াছিলেন, তখন কি রজনীর মত লইয়াছিলেন ?” এই প্রশ্নে আমার অপ্রতিভ হইবার কথা, কিন্তু সে ভাব আমার মনে আসিল ন—আমার মাথায় যেন আকাশ ভাঙ্গিয়া পড়িল —তবে কি রজনীর সঙ্গে ইহার সাক্ষাৎ ও আলাপ হইয়াছে ?..নহিলে রজনীর অনভিমতে যে গোপালের সঙ্গে সম্বন্ধ করিয়াছিলাম, এ কথা জানিল কি প্রকারে? এই কি রজনীর জার? আবার মনে হইল, পাপিষ্ঠ হীরালালের কাছে এ একথা জানিয়া থাকিবে, অথবা ইহার পিতার কাছে কথা বাহির করিয়া লইয়া থাকিবে, অথবা অনুভবে বুঝির থাকিবে । যাহা হউক, সবিশেষ জানিতে হইল। বলিলাম, “মহাশয়, একটা কথা জিজ্ঞাসা করিব, মার্জন করিবেন ত?” অমর । কি ? অঙ্কিা করুন । আমি । আপনি কি এই প্রথম সংসার করবেন, না আর বিবাহ আছে ? অমর । এই প্রথম বিবাহ করিব । আমি । আপনি দেখিতেছি ভদ্রসস্তান, বিদ্বান, সুপুরুষ, সৰ্ব্বপ্রকারে সুজন, আপনার ন্যায় জামাতা, সকলেই আদর করিয়া গ্রহণ করে। আপনি | মনে করিলে এই বঙ্গদেশের অতিপ্রধান | ঘরে অতি সুন্দরী কন্যা বিবাহ করিতে রজনী । SSAS SSAS SSAS SSASAS SSAS SSAS AASAASAASAASAASAASAAAS SAA L AA A SAAAAS পারেন। আপনি দরিদ্র-কন্য। অন্ধ রজ । নীকে বিবাহ করিবার জন্য এত ব্যস্ত কেন, ইহা জিজ্ঞাসা করিতে পারি কি ? অমর। দেখুন, আমি বালক নহি । । যেখানে বিবাহ করিব, বালিকা বিবাহ । করিতে হইবে । রজনীর ন্যায় বয়ঃস্থ। কন্যা কোথায় পাইব? আমি। আপনি কি রজনীকে দেখিয়া Cछ्न ? অমর | দেখিয়াছি । আমি । কিছু মনে করিবেন ন!— দায়ে পড়িয়া অনেক কথা জিজ্ঞাসা করিতে হইতেছে । কোথায় দেখিলেন? অমর । কলিকাতাতেই দেখিয়াছি, : সে ফুল বেচে, অনেকদিন হইতে দেখি। এইবার অমরনাথ ঠকিল । রজনী কোথাও ফুল বেচিতনা, কেবল আমাদের । বাড়ী ফুল লইয়া আসিত। অতএব অমরনাথ একটি মিথ্যা কথা বলিল । আমি নিশ্চিত বুঝিলাম, যে সে রজনীর পলায়নের পর তাহীকে দেখিয়াছে। সে কথা কিছু বলিলাম না । কেবল বলি লামূ, * - “ রজনী বয়ঃস্থা বটে, কিন্তু তাহার দুইটি গুরুতর দোষ আছে । আপনি ভদ্রলোক,হঠাৎ তাহাকে বিবাহ করিবেন, অতএব আমার সেগুলি দেখাইয়া দেওয়া উচিত। এক সে অতি সামান্য ইতর লোকের কন্য।--অতি দরিদ্র ” অমর। ইতর ব্যবসায়ী বটে, কিন্তু আমাদের স্বজাতীয়--তাহাতে দেধি