simtists 8 Q o ত্তের উদ্ধার করিতে পারিতেন । কিন্তু এক্ষণে তিনি যে এ পরিশ্রম স্বীকার করবেন, আমরা এত ভরসা করিতে পারি না । বাবু রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের নিকট আমরা অন্ততঃ এমন একখানি } ইতিহাসের প্রত্যাশা করিতে পারি, যে তদ্ধারায় আমাদের মনোদুঃখ অনেক নিবৃত্তি পাইবে। রাজকৃষ্ণ বাবুও একখানি বাঙ্গালার ইতিহাস লিখিয়াছেন বটে, কিন্তু তাহাতে আমাদের দুঃখ মিটিল না। রাজকৃষ্ণ বাবু মনে করিলে বাঙ্গালার সম্পূর্ণ } ইতিহাস লিখিতে পারিতেন; তাহ না লিখিয়া তিনি বালকশিক্ষার্থ একখানি ক্ষুদ্র পুস্তক লিখিয়াছেন। যে দাতা মনে করিলে অৰ্দ্ধেক রাজ্য এক রাজকনৰা দান করিতে পারে, সে মুষ্টিভিক্ষণ দিয়া ভিক্ষুক কে বিদায় করিয়াছে । মুষ্টিভিক্ষা হউক কিন্তু সুবর্ণের মুষ্টি । গ্রন্থখানি মোটে ৯০ পৃষ্ঠা, কিন্তু ঈদৃশ সবাঙ্গসম্পূর্ণ বাঙ্গালার ইতিহাস বোধ হয় আর নাই। অল্পের মধ্যে ইহাতে যত বৃত্তাপ্ত পাওয়া যায় তত বাঙ্গালী ভাষায় দুর্লভ। সেই সকল কথার মধ্যে অনেক | গুলি নূতন ; এবং অবশ্যজ্ঞাতব্য । ইহা কেবল রাজগণের নাম ও যুদ্ধের তালিকা মাত্র নহে; ইহা প্রকৃত সামাজিক ইতিহাস। বালক শিক্ষার্থ যে সকল পুস্তক বাঙ্গালাভাষায় নিত্য২ প্রণীত হইতেছে, তন্মধ্যে ইহার ন্যায় উত্তম গ্রন্থ অল্প । ইংরেজিতেও যে সকল ক্ষুদ্র ইতিহাস বালক শিক্ষার্থ প্রণীত হয়, তন্মধ্যে এরূপ বাঙ্গালার ইতিহাস । ইতিহাস দেখাষায় না । (বঙ্গ দর্শসমাঃ ১২৮ x 1 · AAei eeeeAMeeAAASAAAA কেবল বালক । | নহে অনেক বৃদ্ধ ইহাতে শিক্ষাপ্রাপ্ত হইতে পারেন । র্যাহারা বালপাঠ্য পুস্তক বলিয়া ঘৃণা করিয়া ইহা পড়িবেন না, তাহাদিগের জন্য, এই ক্ষুদ্র গ্রন্থখানিকে উপলক্ষ করিয়া, আমরা বাঙ্গালার ইতিহাস সম্বন্ধে গুটিকত কথা বলিব । সকলই অধ্যয়নীয় তত্ত্ব ইহাতে পাওয়া যায় বলিয়া আমরা এ ক্ষুদ্র গ্রন্থের বিস্তারিত সমালোচনায় প্রবৃত্ত, নচেৎ বtলপাঠ্য পুস্তক আমরা সমালোচনা করি न । প্রথম । কাম্বেল সাহেব যখন বা- , বাঙ্গালির প্রতি সদয় হইয়াছিলেন তখন বলিয়াছিলেন, বাঙ্গালির আসিয়া খণ্ডের মধ্যে এথিনীয় জাতিসদৃশ । বাস্তবিক | একদিন, বাঙ্গালিরা আর কিছুতে হউক না হউক, উপনিবেশিকতায় এথিনীয়- | দিগের তুল্য ছিল। সিংহল বাঙ্গালি কস্তৃক পরাজিত, এবং পুরুষাঙ্কু ক্রমে অধিকৃত ছিল। ঘবদ্বীপ ও বালিদ্বীপ বাঙ্গা- ৷ লির উপনিবেশ, ইহাও অনেকে অনুমিত । করেন। তাম্রলিপ্তি, ভারতবর্ষীয়ের সমুদ্র । যাত্রায় স্থান ছিল। ভারতবর্ষীয় আর ; কোন জাতি এরূপ উপনিবেশিকতা দে । খান নাই । দ্বিতীয় । বাঙ্গালি রাজগণ অনেক সময়ে উত্তর ভারতে বৃহৎ সাম্রাজ্যের অ- | ধীশ্বরছিলেন। পালবংশীয় দেবপাল দেব ! ভারতবর্ষের সম্রাট বলিয়া কীর্কিত। লক্ষ্মণ সেনের জয়স্তম্ভ বারানসী, প্রয়াগ, ওস্ত্রী AAA AAASA SAAAAS S AAAAA AAAA SAAAAA AAASS ---------
পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪৫৭
অবয়ব