পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৪৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

i 8৮৬ سمسم ---- কমলাকান্তের দপ্তর। তোমায় যখন পড়ে মনে । আমি চাই বৃন্দাবন পানে, আলুইলে কেশ নাহি বাধি। এই কথা সুখ দুঃখের সীমা রেখা ! যাহার নষ্ট মুখের স্মৃতি জাগরিত হইলে সুখের নিদর্শন এখনও দেখিতে পায়, সে এখনও সুখী—তাহার স্বর্থ একেবারে লুপ্ত হয় নাই। তাহার বন্ধু, তাহার প্রিয়, বাঞ্ছিত গিয়াছে, কিন্তু তাহার বৃন্দাবন আছে—মনে করিলে সে সেই মুখভূমি পানে চাহিতে পারে। যাহার সুখ গিয়াছে—মুখের নিদর্শন গিয়াছে— বঁধু গিয়াছে, বৃন্দাবনও গিয়াছে, এখন আর চাহিবার স্থান নাই—সেই দুঃখী, অনন্ত দুঃখে দুঃখী । বিধবা যুবতী, মৃত পতির যত্নরক্ষিত পাদুকা হারাইলে,যেমন দুঃখে দুঃখী হয়, তেমনই দুঃখে দুঃখী । আমার এই বঙ্গদেশের সুখের স্মৃতি আছে—নিদর্শন কই ? দেবপালদেব, লক্ষ্মণসেন, জয়দেব, শ্ৰীহৰ্ষ,—প্রয়াগ পৰ্য্যন্ত রাজ্য, ভারতের অধীশ্বর নাম, গৌড়ী রীতি, এ সকলের স্মৃতি আছে, কিন্তু নিদর্শন কই ? সুখ মনে পড়িল । কিন্তু চাহিব কোন দিকে ? সে গৌড় কই ? সে যে কেবল যবনলাঞ্ছিত ভগ্না বশেষ ! অাৰ্য্য রাজধানীর চিহ্ন কই ? অৰ্য্যের ইতিহাস কই ? জীবন চরিত কই ? কীৰ্ত্তি কই ? কীৰ্ত্তিস্তম্ভ কই? সমরক্ষেত্র কই ? মুখ গিয়াছে—সুখ চিহ্নও গিয়াছে, বন্ধু গিয়াছে, বৃন্দাবনও গিয়াছে—চাহিব কোন দিকে ? চাহিবার এক শ্মশান ভুমি আছে,— নবদ্বীপ । সেইখানে সপ্তদশ যবনে বঙ্গাধিকার করিয়াছিল। বঙ্গমাতাকে । মনে পড়িলে, আমি সেই শ্মশান ভূমি প্রতি চাই । যখন দেখি সেই ক্ষুদ্র পল্লীগ্রাম বেড়িয়া অদ্যাপি সেই কল । ধেীতবাহিনী গঙ্গা তার তর রব করিতেছেন, তখন গঙ্গাকে ডাকিয়া জিজ্ঞাসা । করি—তুমি আছ, সে বঙ্গলক্ষ্মী কোথায়? · তুমি যাহার পা ধুয়াইতে, সেই মাত৷ কোথায়? তুমি যাহাকে বেড়িয়া বেড়িয়া নাচিতে, সেই আনন্দরূপিণী কোথায় ? তুমি যাহার জন্য সিংহল, বালী, আরব, সুমিত্রা হইতে বুকে করিয়া ধনবহন করিয়া আনিতে, সে ধনেশ্বরী কোথায় ? তুমি যাহার রূপের ছায়া ধরিয়া রূপসী সাজিতে, সে অনন্তসৌন্দর্য্যশালিনী কোথায়? তুমি যাহার প্রসাদী ফুল লইয়া ঐ স্বচ্ছ হৃদয়ে মালা পরিতে, সে পুষ্পী- । ভরণা কোথায়? সে রূপ, সে ঐশ্বৰ্য্য : কোথায় ধুইয়া, লইয়া গিয়াছ? বিশ্বাসঘাতিনি, তুমি কেন আবার শ্রবণমধুর কল কল তর তর রবে মন ভুলাইতেছ? . বুঝি তোমারই অতল গৰ্ভমধ্যে,যবনভয়ে । ভীতা সেই বঙ্গলক্ষ্মী ডুবিয়াছেন, বুঝি কুপুত্ৰগণের আর মুখ দেখিবেন না বলিয়া ডুবিয়া আছেন। মনে মনে আমি । সেইদিন কল্পনা করিয়া কঁাদি। মনে । মনে দেখিতে পাই, মার্জিত বর্ষাফলক । - ཚམས་ཡང་ཡང་།