পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৫৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

.1-:-ة نهاتنة.تعت. 48७: झझमैौ । "میسیپیبیین تعیتی - من : "" (বঙ্গলশম চৈ’, ৯২* } ASAHHHHAAAASASASS কথাটা লোকে সহজেই বিশ্বাস করে- ; | বুঝাইতে হয় মা ।” | আমি বলিলাম, “ যদি তাহা বুঝ, তবে, আর একটা কথা ভাবিয়া দেখ । তুমি আমার অন্তঃপুরে আমার স্ত্রী পরি: চয়ে এতদিন বাস করিয়াছ, তবে এখন যদি বল যে তোমার বিবাহ হয় নাই, তবে লোকে মনে করিবে, তুমি কুলটার মতই আমার ঘরে ছিলে ।” | লজ্জায়, দুঃখে, ক্রোধে রজনীর মুখ | নীলবর্ণ হইল। রজনী কঁাদিতে লাগিল, ! পরিশেষে কাতর স্বরে বলিতে লাগিল, “ যাহার অন্ত উপায় নাই, তাহার এক I উপায় আছে। সে মরিতে পারে। যে অন্ধ, সে যদি মরিবার অন্ত কোন উপায় না পায়, তবে অনাচারেও মরিতে পারে। - আমি স্ত্রীজাতি, সহজে আত্মহত্যা করিতে পারি।” । তখন আমিও সকাতরে বলিলাম, “রজনি, তোমার চক্ষু নাই, আমার আঘাত চিহ্ন গুলি তোমাকে দেখাইতে পরিলাম না । নহিলে সেগুলি দেখাইয়া ! তোমায় জিজ্ঞাসা করিতাম, “যাহার জন্ত | এই সকল আঘাত শরীরে ধরিয়াছি তাহার কাছে আমার কি এই পুরস্কার হইল।” } “তাহার পুরস্কার, মিত্রদিগের জমীদারী। { আপনি আমার জন্য শরীরদামে প্রবৃত্ত । কথায় বিশ্বাস করবে। কেন না মন | আমার যাহা সাধ্য - তাহা করিয়াছি | পারি ; তাই,আপনার মহৎ কাজে আমার হাকে রূঢ় কথা বলিতে ক্ষতি কি ?” 档 রজনী আরও কঠিন হইল। বলিল, { | হইয়াছিলেন-লে উপকারের প্রতিশোধ | { किङ्करडई ੋਣ পারে না বটে, কিন্তু । - . . . . আপনাকে আমার বিষয় দিয়াছি। আ | পনি পুরুষ, আপনি মহৎ কার্যা করিতে । পারেন ; আমি স্ত্রীজাতি, সামান্য কাৰ্য্যই, সামান্য কাজে শোধ হইল মনে করুন। এইরূপে আপনার ঋণ পরিশোধ করিব বলিয়াই এতদিন আপনার বশবর্তিনী হইয়া যাহা বলিয়াছেন, তাহাই করিয়াছি। | শচীন্দ্র বাবুকেও রূঢ় কথা বলিয়া তা ' ড়াইয়া দিয়াছি।” i “ শচীন্দ্র বাবুকেও রূঢ় কথা বলিয়া তাড়াইয়া দিয়াছি।” কথাটি বলিবার সময় রজনীর কথা একটু বিকৃত হইল— | কথাটিতে অপ্রতিভের চিহ্ন ছিল—তাহা । আমি ঠিক বুঝিতে পারিলাম না—আমার । ভাল লাগিল না—মৰ্ম্ম বুঝিবার জন্য । বলিলাম,

    • কেন, যে এতদিন বঞ্চনা করিয়া তোমার ধনে বড় মামুষি করিয়াছে, তা- :

রজ । জানিয়া কেহ আমায় বঞ্চনা করে নাই—বরং তাহারা আমার উপকার । করিতেন। কিন্তু সে কথায় এখন কী- . জকি? আপনি আমাকে বিদায় দিন । । আমি বুঝিলাম, যে রজনী দৃঢ়প্রতিজ্ঞ, 1 স্থিরসংকল্প। যে একবার গৃহত্যাগ } করিয়া গিয়াছিল,সে আর একবার পারে। } মিথ্যা বাগজাল ত্যাগ করিয়া বলিলাম, | “যদি আমার সংসর্গ ত্যাগ করাই | তোমার স্থির হইয়াছে, তবে মিত্রদিগের } &o