পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৫৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেতবৎ নাচিতেছিল । পারিলাম না । বঙ্গদশম চৈঃ, ১২৮১ ) কমলাকাস্তের দপ্তর। -:s-s:wess-a १ নহে উঠ সবে মহা ঘোর রবে ভাই ভাই রবে, ভাই ভাই সবে মুছ এ কলঙ্ক, পুরাও এ ভবে বাঙ্গালির যশে, বাঙ্গালি নামে যুরোপে মার্কিনে যেন ধষ্ঠ বলে, যেন ধন্ত বলে, হিমালয় তলে, সমুদ্রের জলে, মণ্ডলে মণ্ডলে, স্বদেশে বিদেশে নগরে গ্রামে । bᎹ স্বদেশে বিদেশে নগরে বা গ্রামে জয় জয় বল বাঙ্গালির নামে গাও জয় গীত বঙ্গ মহাধ্যমে জয় জয় জয় বঙ্গের জয় । যেখানেতে ধৰ্ম্ম জয় সেই খানে, যেখানেতে ঐক্য জয় সেই খানে, মিল ভ্রাতৃভাবে বঙ্গের সন্তানে, বল জয় জয়, বঙ্গের জয় ॥ কমলাকাস্তের দপ্তর। বিড়াল । আমি শয়নগৃহে, চারপায়ীর উপর বসিয়া, হুক হাতে, ঝিমাইতেছিলাম । একটু মিট্‌ মিট্‌ করিয়া ক্ষুদ্র আলো জলি তেছিল—দেয়ালের উপর চঞ্চল ছায়া, আহার প্রস্তুত হয় নাই—এজন্য ছাঁকা হাতে, নিমীলিত লোচনে আমি ভাবিতেছিলাম, যে, আমি যদি নেপোলিয়ন হইতাম, তবে ওয়াটলু। জিতিতে পারিতাম কি না । এমত সময়ে একটি ক্ষুদ্র শব্দ হইল, “মেও!” চাহিয়া দেখিলাম—হঠাৎকিছু বুঝিতে প্রথমে মনে হইল, ওয়েলিংটন হঠাৎ বিড়ালত্ব প্রাপ্ত হইয়া, আমার নিকট আফিঙ্গ ভিক্ষা করিতে আসিয়াছে। প্রথম উদ্যমে, পাষাণবৎ কঠিন হইয়া, বলিব মনে করিলাম, যে ডিউক মহাশয়কে ইতিপূৰ্ব্বে যথোচিত পুরস্কার দেওয়া গিয়াছে, এক্ষণে অণর অতিরিক্ত পুরস্কার দেওয়া যাইতে পারে । না। বিশেষ, অপরিমিত লোভ ভাল । নহে । ডিউক বলিল, “মেও!” তখন চক্ষু চাহিয়া, ভাল করিয়া দেখি লাম, যে ওয়েলিংটন নহে। একটী ক্ষুদ্র মার্জার; প্রসন্ন আমার জন্য যে দুগ্ধ রাখিয়া গিয়াছিল, তাহ নিঃশেষ করিয়া - উদরসাৎ করিয়াছে ; আমি তখন ওয়াটালুর মাঠে ব্যুহ রচনায় ব্যস্ত, অত । দেখি নুই । এক্ষণে মার্জার সুন্দরী, । নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হইয়া স্থাপন মনের সুখ এজগতে প্রকটিত করিবার অভিপ্রায়ে, অতি মধুর স্বরে, বলিতেছিলেন “মেও।” বলিতে পারি না, (2ぐ*○