পাতা:বঙ্গদর্শন-তৃতীয় খন্ড.djvu/৫৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরের সমষ্টিকেও গ্রাম কহ কার এক খরজ হইতে অন্য অব্যবহিত भन्न श•र्भम, ¥छ: :२४ st). . . . . • ংগীত সমালোচনা | ८१७ م. ماده ی تی۔» میدهد. » ---- س --سم-م- -- যায়। গ্রন্থ উচ্চ বা নিম্ন খরজ পর্যন্ত গ্রাম বলিতে চাহেন না । তাহার মতে স৷ হইতে নি পৰ্য্যন্তই একটি পুর্ণগ্রাম হয়, ইহা তিনি ৮৫ পৃষ্ঠার টীকায় প্রকাশ করিয়া এক বৃহৎ তর্ক করিয়াছেন, টীকাকার বলেন যে, সংগীতে যখন সাত সুরের অধিক নাই, তপন আটসুর পরিমিত যে দুই খরজ তাহ এক গ্রামের ভিতর ধরা হইতে পারে না; অষ্টম সুরট অন্তগ্রামের, স্বতরাং এক সপ্তকেই এক পূর্ণ স্বরগ্রাম হয়। এইরূপ কছিয়া ইউরোপীয়েরা যে অক্টেভ' শব্দ গ্রামের তুল্যার্থে ব্যবহার করেন, তাহারও দোষ ধরিয়াছেন; এবং তাহার প্রমাণার্থ বলেন যে, অক্টেভ শব্দের অর্থ আট, অতএব এক অক্টেভ - পরিমিত সুর বলিলে স' রি গ ম প ধ নিসা বুঝায়, কিন্তু দুই অক্টেভ বলিলে ইউরোপীয়েরা ১৬টী সুর না লইয়া কেন যে এক স৷ হইতে তাহার দ্বিতীয় উচ্চ সা পর্য্যন্ত ১৫টা সুর গ্রহণ করেন, ইছার কোন কারণই নাই। এইরূপ যে কুট তর্ক করিয়াছেন, তাহার মধ্যে মহা ভ্রম | রহিয়াছে। অক্টেভ শব্দের অর্থে অষ্টম, আট নহে। ইহা না জানাতেই, ঐ | ফল হইয়াছে। : সা—এর অষ্টম সী, রি-এর अडेभ রি, গ—এর অষ্টম 히, এইরূপই হইয়া থাকে, অতএবঙ্গা–এর } ছই অষ্টম উচ্চ যে স্বর সেও সা; সে আর রি হইতে পারে


আশ্চর্যের বিষয় এই য়ে: ---. ইউরোপে যে অকারণে চলিতেছে,তাহার | প্রমাণার্থ টীকাকার বাণি, টাটিনি, সার্কস । প্রভৃতি কয়েকট প্রসিদ্ধ ইউরোপীয় সংগীত গ্রন্থকারের নাম লইয়াছেন। ; ইহাতে সাধারণকে ঘোর প্রতারণা করা । হইয়াছে। ঐ সকল লোকের কৃত গ্রন্থ : সমূহ অতি বিস্তীর্ণ, প্রাচীন, ও বহুমূল্য; তাহা অন্ত কোন বাঙ্গালির গৃহে আছে । কি না, সন্দেহ ; থাকিলেও ইউরোপীয় ংগীতের পুস্তক কে পড়িবে? তৎসম্বন্ধে যাহা লেখা যাইবে, তাহার সত্যসত্য । সহসা ধরা পড়িবে না, হয় এই অনুমানে এত অলীক লিখিতে সাহস হইয়া । থাকিবে না হয়, ঐ সকল গ্রন্থের অর্থ ভাল করিয়া বুঝা হয় নাই । যে সে । ইংরাজি শিক্ষিত ব্যক্তি ঐ গ্রন্থ বুঝাইয়া দিতে পরিবেন না । বিশেষ ঐ সকল গ্রন্থ অতিশয় রৈজ্ঞানিক টীকাকার ইহাও লিখিয়াছেন ইউরোপীয় সংগীতা । ধ্যাপক মার্কস সাহেব সাত সুরেই এক পূর্ণ স্বর গ্রাম বলেন । । কিন্তু তাহার DFS “Universal school of music” নামক গ্রন্থের ১১ পৃষ্ঠার ও১২ পৃষ্ঠার চতুর্থ প্যারে গ্রায়ে যাহা লিখা আছে যদি কেহ তাহা দেখেন, তবে সত্য মিথ্যা জানিতে । পারিবেন। ঐ গ্রন্থের ১২ পৃঃ ৪ প্যারাতে লিখা আছে, সাত ডিগরিতে এক গ্রাম হয়। এই ডিগরির (Degree) of টীকাকার বোধ হয় বুঝেন নাই। তিনি | | না। আরও | সাত ডিগরির অর্থ সাত স্বর বুঝিয়াছেন, | τ-πτπτ.- ਾ