পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| Woły - दनक८कोभन्न न्हा उत्र कब्रिट्नना नि মণিরউদয় হইল, পৃথিবীজ্যোতিৰ্ম্মী হই ল, সঙ্গেং করালীপ্রসল্লের হৃদয় জ্যোতিস্ময় হইল। যে রমণীর মৃতদেহ দেখিয়া অশ্র পাত করিয়াছিলেন এক্ষণে সেই রমশী তাহারই যত্নে পুনৰ্জ্জীবিত হইয়া, চক্ষুরুস্ট্রীলন করিল। করালীর বোধ ছিল যে যুবতী অপরিচিতস্থানে অপরিচিত ব্যক্তি দেখিয়াভয় পাইবেন,কিন্তু তাহার কিছু চিহ্ন দেখিলেন না। যুবতী চৈতন্য পাইয়া - কিছু খাইতে চাহিলেন। করালী তাহার পাথেয় খাদ্যদ্রব্য হইতে খাইতে দিলেন। রমণী আহার করিয়া নিদ্রাভিভূত হই ধবা নহে, তাহা তিনি তাহার অলঙ্কার বিহীন হস্ত দেখিয়া স্থির করিয়াছিলেন। যুবতী কে, কাহার কষ্ঠা, কোথায় নিবাস, কেমন করিয়াইবা তাহাকে বাটী পাঠাইবেন, আর কি প্রকারে পরিচয় জিজ্ঞাসা করিবেন এই সকল ভাবিতেছিলেন । এমত সময়ে রমণীর নিদ্রা ভঙ্গ হইল। করালী জিজ্ঞাসা করিলেন, “এখন কেমন আছ” यूवडीौ ८कांन ठेख्द्र ना नेिग्रा खेशिा बनिলেন এবং আপনার অঞ্চল লইয়া ক্রীড়া করিডে লাগিল । ক্রমে অস্ফুট স্বরে গী৯ | মুখের ভাব অজ্ঞান বালিকার স্তার। দৃষ্টির তৈাদ্যম করিতে লাগিল। অব্যক্তনাদী কলবিহঙ্গমবৎকণ্ঠ ধ্বনিত হুইল কিন্তু অর্থযুক্ত কোন বাক্য নির্গত হইল না—যেন গীত মনে পড়িল মা করালী দেখিলেন, --ബ भधूबजैौ। স্থিরতা নাই। অজস্খলিত বসন সাবধান ক (बजत्रर्थम, रेजrs, s९*० ॥ রিবার ইচ্ছা নাই। সৰ্ব্বনাশ! একি পাগল! করালী পুনরপি জিজ্ঞাসা করিলেন “তুমি “কাহার কন্যা?”রমশী বিনাবাক্যের্তাহার প্রতি চাহিয়া রহিল। “তোমার নামকি ?” তথাপি কোন উত্তর পাইলেন না। তৎপরে কিছুখাদ্য সামগ্ৰী লইয়া জিজ্ঞাসা করিলেন “খাবে?” রমণী বালিকার স্তায় হাত করিয়া খাদ্য লইয়া আহার করিল। করালী মাথায় হাতদিয়া বসিলেন, একটা উন্মাদিনী তাহার স্বন্ধে পড়িল । রমণীরপূৰ্ব্ব স্থতি লোপহইয়াছে সুতরাং বন নাই। কিন্তু তিনিকিপ্রকারে অপরিচি- | তা,বুদ্ধিহীনাস্ত্রীলোক সমভিব্যাহারে লইয়া বেড়ান। এই সকল চিন্তায় তিনিওক্ষিপ্তেয় স্তায় হইলেন। করালী বুদ্ধিমান, চিস্তাশীল, এবং স্থির প্রতিজ্ঞ। সহসা কোন বিষয়ের মীমাংসা করিতে ক্ষমবান ছিলেন । তিনি এক্ষণে স্থির করিলেন, যে যুবতী বুদ্ধিহীন হউক বা বুদ্ধিমতী হউক, যখন তাহার আত্মীয় স্বজনের অনুসন্ধান পাওয়া যাইতেছে না, তখন তাহাকে অশ্ৰয় দেওয়ায় কোন দোষ নাই,বরংকৰ্ত্তব্য কাৰ্য্য। অতএব যুবতীকে সমভিব্যাহারে লইয়া যাইবার মানসে, নিকটস্থ গ্রাম হইতে একটি দ্বাসী জানাইয়া তাহার পরিচধ্যার্থনিযুক্ত করিলেন। করালীপুনৰ্জ্জীবিত রমণীর নাম করৰ করিলেন। মধুমতী নদী অতএব তাহার নাম দিলেন “মধুমতী।”