পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* * * . چچeی========e=eeے मधूमठौ । هنا बजगर्भम, জ্যৈঃ, >९ere i) - করালীপ্রসন্ন মধুমতীকে সমতিৰ্যাহারে লইয়া, কৰ্ম্মস্থানে ,গেলেন, এবং অতি যত্নে লালন পালন করিতে লাগিলেন। মধুমতীওযেমন বালিকা মাতার অদুরক্ত হয়, সেইরূপ করালীর অনুরক্ত হইলেন। যতক্ষণ তিনি বাসায় থাকিতেন ততক্ষণ মধুমতী তাহার সঙ্গ ছাড়িতেন না। হয় তাহারকেতাবপত্র লইয়া, নতুবা অন্য কোন দ্রব্য লইয়া, তাহার সম্মুখে ব: সিয়া ক্রীড়া করিতেন। এইপ্রকার তিনমাস গেল। ক্রমে মধুমতীর মুখের ভাবান্তর হইতে লাগিল। যখন করালীকে দেখিতে পাইতেন, তখন বালিকা মূৰ্ত্তি পরিবর্তিত হইয়া মুখমণ্ডলে যৌবনোপযোগী ভাৰ সঞ্চার হইতে থাকিত । এইরূপে তাহার বুদ্ধি ক্ষুণ্ঠি হইতে লাগিল। যেমন বালিকাদিগের দিনে দিনে, মাসে মাসে, বর্ষে বর্ষে, ক্ষুপ্তি হইয়া থাকে সেপ্রকারে নহে। যেমন শুষ্ক পল্লব রাশি মধ্যে অগ্নি রাখিয়া ফুৎকার দিলে অগ্নি একবারে প্রজ্জ্বলিত হয়, এ সেই প্রকার। অন্তান্ত স্ত্রীলোক দিগের বুদ্ধির স্থায় বুদ্ধি মধুমতী পুনঃপ্রাপ্ত হইলেন। কিন্তু দুর্ভাগ্য বশতঃ পূৰ্ব্বন্থতি ফিরিয়া পাইলেন না। তিনি জলমগ্ন হইবার পূৰ্ব্বে কেছিলেন তাহা অার মনে পড়িল না । করালী একদিন পাঠাভ্যাসকরাইতেই 'उँोशटक जलमग्न बूखास्त्र नभूलग्न अक्श्रङ করাইলেন এবং অনুরোধ করিলেন, জল ময়ের পূর্বাবস্থা স্মরণ কর, কিন্তু মধু মতীর কিছুই স্মরণ হইল না, বরং ঈশ্বরের | নিকট প্রার্থনা করিলেন, যেন কিছুইশ্বরণ নাহয়। যেনকিছুই স্মরণ নহয়! আর কেহ कि उग्रानिनौब मउ जशीचद्ब्रज निकै | পূৰ্ব্বস্বতি লোপের প্রার্থনা করে ? শত | সহস্ৰ লোক। যাহাদের পূর্বকতাপরাধ ! ব্যাঞ্ছোর বংশাবলীর স্তায় শোণিতাক্ত । কুণ্ডলদাম দোলাইয়া সৰ্ব্বদাই স্মৃতিপথে বিচরণ করে, তাহারাই স্থতিলোপের | কামনা করে। কিন্তু মধুমতী লুপ্তস্থতির চিরলোপের কামনা করে কেন ? করালী অমুসন্ধান করিলেন। দেখিলেন মধুমতী এখন মুখী—পাছে পুৰ্ব্বস্থতি আসিয়া এ আনন্দের বিস্ত্র করে, এই আশঙ্কা ; যেমন দর্পণে দৃষ্টিনিঃক্ষেপ করিয়া লোকে আপন মুখ দেখে, তেমনি করালী, মধুমতীর হৃদয়ে আপন হৃদয়ের প্রতিবিম্ব দেখিলেন। দেখিলেন, উভয়েই প্রেমবিমুগ্ধ। পুত্তলের প্রতি বালিকার প্রেমের দ্যায়, মধুমতীর প্রেম — এক দণ্ডের জন্ত করালীকে না দেখিতে পাইলে, মধুমতী পাগলের স্থায় হইত। করালী প্রসন্ন চিকিৎসা | অনুরোধে দুই এক ঘণ্টা অনুপস্থিত থাকিতেন। কিন্তু মধুমতী এ সময়টুকু অসীম যন্ত্রণায় অতিবাহিত করিতেন ! মধুমতী পা ছড়াইয়া বসিয়া, অবোধ বা-| লিকার ভায় রোদন করিতেন, এবং মধ্যে২ চমকিয়া উঠিতেন, যেন করালী প্রসল্পের জুতার শব্দ, অথবা দরওয়াজার গাড়ী থামার শব্দ পাইতেন । অমনি চীৎ