পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

动文 लांबनलम कुशंदा # . (ਾਂ, اه » « هات মাথা তুলি পুনঃ শুক্র, কহিলা বিনয়ে ; —“মাতঃ, শুভদে গোতুমি, জগদম্বতাহে; এই কি তোমার কাজ ? বিনা অপরাধে, আপন সম্ভানগণে করিলে বিনাশ। তব কি উচিত মাতঃ, একেরে তুষিতে অপর সম্ভানে বধা ? কি দোষে গো দোষী, বল এ অস্থর কুল, এ কমল পদে ? কি দোষ পাইয়া, বল গো জননী, তুমি ধরিলে সংহার মূৰ্ত্তি দৈত্য কুল প্রতি ? কি জানি তোমার ধৰ্ম্ম; যা হোক তা হোক, ধরদে গো, আর কিছু নাহি চাহি আমি, দেহ মোরে ভিক্ষা মোর জীবিতের প্রাণ । ত্ৰিলোকের আধিপত্য না চাহি গো মোরী; দেহ উহা ইন্দ্রে; মোরা রব চিরকাল, অনুগত হয়ে তার। এই ভিক্ষ মোর।” ধীরে ধীরে আসি শুম্ভ কহিলা শুভ্রায় ;– * হেন নীচ অভিলাষ কেন দৈত্য রাণী, বীরত্ব রতন খনি ? থাকিবারে চাহ চিরকাল হীন ভাবে ইন্দ্রের অধীনে ?— মরিতে ত হবে, কিবা স্থির সংসারেতে? না ভাঙ্গি পৰ্ব্বতচূড়া, কভু অবনত নহে ধরাতলে; তবে কেন অধীনতা স্বীকারিব বাসবে, জীবন থাকিতে। . দৈত্য কুল চুড়া আমি,ত্রিলোকে প্রভু।” আসি কালিকার পাশে কহিতে লাগিলা; --"মাতঃ, কেন গো ভাবিছ আর? বধ মোরে, না চাহি ধরিতে আমি এ জীবন আর। দেখ পুড়ে খাক মোর হয়েছে হৃদয়, স্বজন বিয়োগ শোকে। কি মুখে গো আর রব এ সংসার মাঝে । মরিতে ত হবে; মরি তবে এই বেলা তোমার হাতেতে। -ರಾ=ವ-sa تكت= গুরুপত্নী তুমি মাতঃ, মোরঃ তব হাতে মরিলে যাইব চলি বৈকুণ্ঠ লোকেতে । শুনেছি প্রতিজ্ঞ তুমি করেছ জননি; : বিনাশিবে দৈত্য কুল; পাল সে প্রতিজ্ঞ । না পালিলে প্রতিজ্ঞ গো ঘোষিৰে কলুষ তোমার জগৎ; ধর অস্ত্র আমি তব ছেলে, রাখি তব পণ, নিজ প্রাণ দিয়ে। সাধি গো সন্তান কাজ সংসার মাঝারে। ” সখেদে নিশ্বাস ছাড়ি তুলি তবে খাড় চাহিলা গুস্তের পানে কাতরে ভবানী । সম্মতি হইল ভাবি যেন দৈত্যরাজ, প্রচণ্ড বেগেতে আসি পড়িলা লাফায়ে কালিকার শূলে, হৃদে পশিল ফলক ; ঝর বার রক্ত ধারা বহিল প্রবেগে ;. অচৈতন্য বীরবর পড়িলা ধরায়, মুদিয়া তেজস্বী আঁখি ; নিবিল সহসা মরি যেন কাল ঝড়ে দৈত্য কুল বাতী ! শুভ্রার বৃত্তান্ত স্বকবিস্কলত কৌশলের উৎকৃষ্ট উদাহরণ । এই কবির বর্ণনা শক্তি মধ্যে২ প্রশংসনীয় কিন্তু স্থানাভাব প্রযুক্ত আমরা আর উদ্ধৃত করিতে পারিনা। তাহার প্রযুক্ত উপমা গুলিন অনেক সময়ে অতি মনো হর । - তিনি প্রযুক্ত মাইকেল মধূস্থদন দত্তের প্রদর্শিত প্রথানুসারে অমিত্রাক্ষর ছলে আদ্যকাব্য রচনা করিয়াছেন। এই ছন্দঃ বীররসপ্রধান রচনার উপযোগী । এই ছন্দঃ রামচন্দ্র বাবুর সম্পূর্ণ অভ্যস্ত হয় नाई, किङ अभिजांत्र्कद्र छ्ना: दलिग्नां cय সকল পদ্য প্রত্যহ সাধারণ সমীপে প্রে