পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ンや求 জাতিভেদ । • { बन्नग*मि श्री ३, २९४० ।। | উপরোক্ত কল্পনাত্রয়ের প্রথমটা অপেক্ষাকৃত ‘ প্রবল থাকাতে অনেকে তাহাই গ্রহণ করেন । আমাদিগের বিবেচনাতে এ কথার মীমাংসা হওয়া হুঃসাধ্য। পরন্তু ব্ৰহ্মার অঙ্গ হইতে উৎপত্তি বিষয়ক বর্ণনাটিকে উৎকৃষ্ট কাব্যরসোদ্দীপক এবং নীতিগর্ত রূপকবিশেষ বলিয়া জ্ঞান হয় । সমস্ত মনুষ্য মণ্ডলীকে একটি অভিস্নদেহধারী ব্যক্তি বলিয়া ভাবনা করিলে জাতিবর্গের মধ্যে অতি নিগুঢ় সম্বন্ধ থাকা অনুভূত হইবেক । যেমন দেহ মধ্যে হস্ত পদাদির পরিশ্রমে উদর পরিতৃপ্ত হয়, অনন্তর সেই উদরজীর্ণ পদার্থ হইতে আবার হস্তপদাদি পুষ্টিলাভ করে, সেইরূপ ব্রাহ্মণ ক্ষত্ৰিয় বৈঙ্গ শূদ্রের মধ্যেও তাহাদিগের পরস্পরের সাহায্য দ্বারা সমগ্ৰ চাতুৰ্ব্বৰ্ণ সমাজ উন্নত হয় । যেমন শরীরের অঙ্গ সমূহের মধ্যে নুনাস্তিরেক মনে করা বৃথাঃ কারণ একটির অভাবে সকলেই কষ্ট পায়, সেইরূপ হীনতম বর্ণের সাহায্যও তাবতের পক্ষে নিতান্ত মঙ্গলকারী এবং তাহার হীনতা কেবল কল্পিত মাত্র। ব্রাহ্মণ শূদ্র বিভিন্ন নহে; এক নরমণ্ডলীর, দেহমধ্যে পৃথক২ অঙ্গ রূপে উভয়েই একত্র বিরাজ করেন । o 'अछाछ cन...७ छाडिप्ख्न पूछे श्ञ ७ কথা বলিয়া আমাদিগের ভট্টাচাৰ্য্য মহাশয়দিগকে নিরস্ত করা অসাধ্য। তাহারা বলিবেন যে ঐ সকল দেশস্থ জাতি সমূহ এতদেশীয় চতুৰ্ব্বৰ্ণ হইতে ভিন্ন নহে; পবিত্র ভারতভূমি পরিত্যাগ করাতেই তাহারা পఝౌపా তিত হইয়া আছে। কিন্তু বিশেষ অনু ধাবন করিয়া দেখিলে আমাদিগের ও অন্তান্ত দেশের জাতিভেদব্যবস্থার মধ্যে এত বৈলক্ষণ্য প্রকাশ হয় যে কোনমতেই উভয়েরই আদি এক বলা যায় না । যাহা হউক আমরা এখন কেৰল সাদৃপ্তের বিষয়ে কয়েকটি কথা বলিব । জাতিভেদের কয়েকটা প্রধান লক্ষণ এই ৷ (১) জন সমাজ কতকগুলি নির্দিষ্ট শ্রেণীতে বিভক্ত হইয়াছে। (২) প্রত্যেক শ্রেণিস্থ লোকের জন্ত কতিপয় ব্যবসা নির্দিষ্ট আছে, তারা তাহাদিগের জীবিকা নিৰ্ব্বাহ হয় । এবং এক শ্রেণির লোক অন্ত শ্রেণির ব্যবসা গ্রহণ করিতে পারেন না । (৩) লোকের বংশাবলী পিতৃপৈতা, মহিক শ্রেণিভুক্ত হইয়া সেই শ্রেণির ব্য বসা অবলম্বন করে । (৪) শ্রেণি পরম্পরার মধ্যে ক্রমান্বয়ে প্রাধাষ্ঠের তারতম্য আছে । আর দেখিতে পাওয়া যায় যে বিভিন্ন শ্রেণির মধ্যে বিবাহ এবং আহারোপবেশন বিষয়ে নিষেধসূচক কতিপয় নিয়ম আছে। " কিন্তু বস্তুতঃ তাহারদ্বারা কেবল উপরোক্ত লক্ষণ গুলি সম্যক প্রকারে রক্ষিত হয় এই জন্য তৎসমুদায় কেবল আনুষঙ্গিক বলিয়া গণ্য । উল্লিখিত লক্ষণ গুলি কিযুৎপরিমাণে অন্তান্ত দেশেও পাওয়া যায়। ইংরাজদিগের