পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/২০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'98 দেশের আইন প্রতিপালন করেন এবং বিজাতীয় বলিয়া কোন ব্যবস্থার সহিত বিরোধ করেন না । আমরা বিজাতীয় লোককে স্বজাতির মধ্যে প্রবিঃ হইতে দিই না । বিদেশীয়ের এ খানে আসিয়া যজন যাজন অধ্যয়ন অধ্যা- | পনাদি করিলে কেবল ভারতবর্ষ কেন আশিয়ার অধিকাংশ ভাগেই তাহ নিবারণের চেষ্টা হইয়া থাকে। ইহাতে আমরা পাশ্চাত্য দিগের নিকট বৰ্ব্বর বলিয়া গণ্য হই য়াছি, এবং জাতিভেদ নিয়মই সমস্ত দে। ষের আধার হইয়াছে। কিন্তু অষ্ট্রেলিয়৷ ও আমেরিকাতে অন্য উপায়ের দ্বারা ঠিক এই উদ্দেশুই স্বসিদ্ধ হইতেছে । তথায় লোক আসিতে নিষেধ নাই কিন্তু আ৷ সিলে এত মামুল দিতে হয় যে তাহাতেই আগমন নিষিদ্ধ হয়। এই কারণে অষ্ট্রে লিয়ার অন্তর্গত বিকটোরিয়৷ নামক স্থানে চিনিয়া পুরুষদিগের গতি বিধি প্রায় বন্ধ হইয়াছে । আমেরিকার লুইসিয়ান এবং অন্য কতিপয় স্থানে এই নিষেধ দ গুবিধা নের দ্বারা বলবৎ করা হয়। এবং কালি ; ফৰ্ণিয়াতেও এই উদ্দেশ্যে বিস্তর মামুল নি fè sitts I (Dilke’s Greater Britain) i অতএব চিনিয়ার ইচ্ছা করিলেই যে ঐ সকল স্বসভ্য দেশে প্রবেশ করিতে পারে এমত নহে তবে কেবল হিন্দুদিগের মধ্যেই ভিন্ন জাতির সমাগম নিষিদ্ধ কি প্রকারে বলা যায় ? আর প্রাগুক্ত দেশে প্রবেশ করিলেট জাতিভেদ। ۹۰ د,a, rts به rr ) . ভিন্নং ব্যবসায়ীদিগের পৃথকং সম্প্রদান আছে; তাহাতে প্রবিষ্ট হইতে না পারিলে কোন বৃত্ত্বি অবলম্বন করা যায় না। কিন্তু তাহাদিগের নিয়ম এই যে বিদেশীয় ব্যক্তি গণকে আত্ম সম্প্রদায়ের মধ্যে গ্রহণ করিব না । এই নিয়মের সহিত আমাদিগের সমন্বয় প্রথার কতক সাদৃশু দৃষ্ট হইবেক ! আমরা বিদেশীয়দিগকে চতুব্বর্ণের মধ্যে গণনা করিতে চাহিন । কারণ আমরা ব্র স্কার দেহ হইতে উৎপন্ন ; উহাদিগের সংস্পর্শে আমরা পতিত হইব । এখন দেখা যাউক নে আমেরিকা ও অষ্ট্রেলিয়া বাসী ইংরাজগণ কি হেতু প্রদর্শন করিয়া স্বজাতির মধ্যে চুিনীয়াদিগকে গ্রহণ ক রিতে চাহেন না । তাহারা স্পষ্টই বলেন যে “এতদূর আমাদিগের শ্রেণিপরম্পরার লোকসংখ্যা বদ্ধিত হইবেক এবং তন্নিবন্ধন আমাদিগের জীবিকার বিঘ্ন ঘটিবেক । যেখানে ৫• জন কৰ্ম্মকার কি কুন্ত্রকার যথাযোগ্য পfরমাণে উপাৰ্জ্জন করিতেছে; সেখানে ৫১ জন হইলে ৫০ জনের কিঞ্চিৎ ক্ষতি ভিন্ন অতিরিক্ত ১ জনের . সংস্থান হইতে পারে না, কিন্তু একজন চিনীয়ার জন্ত আমরা এই ক্ষতি কেন স্বীকার করিব।” ইংলণ্ডের অর্থশাস্ত্রবেত্তার বলেন “ যে পৃথিবীর সর্বস্থানে সমস্ত লোকের গতিবিধি এবং সৰ্ব্বপ্রকার পণ্য দ্রব্যের আমদানির প্তানি থাকিলে এক দেশের স্থলভ দ্রব্য ও নিষ্কৰ্ম্ম লোক অন্য.দেশে প্রেরিত হইয়াস