পাতা:বঙ্গদর্শন-দ্বিতীয় খণ্ড.djvu/২১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* “to কক্ষ হইতে কলস ভূমে নিক্ষিপ্ত করিয়া উৰ্দ্ধশ্বাসে পলায়ন করিল। পিত্তল কলস, গড়াইতে২, ঢক ঢক শব্দে উদরস্থ জল উদগীর্ণ করিতে করিতে, পুনৰ্ব্বার বাণীজলমধ্যে প্রবেশ করিল। সুন্দরী তালবৃক্ষতলে একটা ইংরাজ দেখিতে পাইয়াছিল। ইংরাজকে দেখিয়া শৈবলিনী হেলিল না জ্বলিল না—জল হইতে উঠিল না । কেবল বক্ষ পর্য্যন্ত জলমধ্যে নিমর্জন করিয়া, আর্দ্র বসনে কবরীসমেত মস্তকের অৰ্দ্ধভাগ মাত্র আবৃত করিয়া, প্রফুল্ল রাজীববৎ জলমধ্যে বসিয়া রহিল । মেঘ, মধ্যে, অচলা সৌদামিনী হাসিল-ভীমার সেই শুমিতরঙ্গে এই স্বর্ণকমল ফুটিল । সুন্দরী পলাইয় গেল, কেহ নাই । দেখিয়া ইংরাজ ধীরে২, তালগাছের অন্তরালে অন্তরালে থাকিয়া, ঘাটের নিকট আসিল । শৈবলিনী কুটিল অথচ বিস্ফারিত কটাকে,তাহাকে নিরীক্ষণ করিতে লাগিল । ইংরাজ, দেখিতে অল্পবয়স্ক বটে। গুম্বন্ধ. বাশ্মশ্র কিছুই ছিল না। কেশ ঈষং কৃষ্ণ বর্ণ; চক্ষুও ইংরাজের পক্ষে কৃষ্ণাভ । পরিচ্ছেদের বড় জাক জমক; এবং চেন্‌ অঙ্গুi. প্রভৃতি অলঙ্কারের কিছু পারিপাট্য | ইংরাজ ধীরে২ ঘাটে আসিয়া, জলের নিকট আসিয়া, বলিল, “I come again fair, lady.” শৈবলিনী বলিল, “আমিত কতবার বলিয়াছি, আমি ب - محمدیح---- “Oh—ay—that nasty gibberish —I must speak it I suppose. *y ngain sertai sta I” শৈল । “কেন ? যমের বাড়ীর কি এই পথ ?” ইংরাজ না বুঝিতে পারিয়া কহিল, “কিয়া বোল্‌তা হ্যায়?” - শৈ। “বলি, যম কি তোমায় ভুলিয়া । গিয়াছে ? | è•#ts I **ta ! Jolin yon mean? হম জন নেহি, হম্‌ লরেন্স, ।” শৈ। “ভাল, একটা ইংরাজি কথা ! শিখলেম, লরেন্স অর্থে বাদর।” সেই সন্ধ্যা কালে শৈবলিনী এবং লরেন্স : ফষ্টরে কি কথোপকথন হইল, তাহা আমরা সবিস্তারে বলিব না। কথোপকথন সমাপ | নান্তে লরেন্স ফষ্টর, এবং শৈবলিনী উভয়ে | স্ব2 স্থানে ফিরিয়া গেল । লরেন্স रु ষ্টর, পুষ্করিণীর পাহাড় হইতে | করিয়া, অত্র বৃক্ষতল হইতে অশ্বমোচন করিয়া, তংপৃষ্ঠে আরোহণ পূৰ্ব্বক টিবিয়ট নদীর তীরস্থ পৰ্ব্বত প্রতিধ্বনি সহিত শ্রত গীতি স্মরণ করিতে করিতে চলিলেন। এক একবার মনে হইতে লাগিল, “সেই শীতল দেশের তুষাররাশির সদৃশ যে মেরি ফষ্টরের প্রণয়ে বাল্যকালে অভিভূত হইয়াছিলাম, এখন সে স্বপ্নের মত! দেশভেদে কি রূচিভেদ জন্মে ? তুষারমী মেরি কি শিখাৱপিনী উষ্ণদেশের স্বনীর